চুপটি করে ঘরে বসে লেপের নীচেই আরাম লাগে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২০/০৮/২০১১ - ৯:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চুপটি করে ঘরে বসে,
লেপের নীচেই আরাম লাগে।
চোখ বুঁজে আজ অন্ধকারেই
জগৎটাকে রঙিন লাগে।

আয়নায় আজ চেহারা দেখে
শিউরে উঠি বারেবারে,
ছোট্ট শিশুর মুখের হাসি
কেমন যেন তেতো লাগে!
কবিতা আর ভাল্লাগেনা,
প্যানপ্যানানি নাটকগুলো;
জোৎস্না আলোয় দুনিয়াটা
কেমন যেন আজিব লাগে।
তুমি-আমি, আমি-তুমি,
যেথায় শুরু, সেথায় শেষ।
এইতো আছি এইতো ভালো,
ভেস্তে যাক দশ ও দেশ।

অনীক_ইকবাল
(darrel7756@gmail.com)


মন্তব্য

তিথীডোর এর ছবি

চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

 তাপস শর্মা  এর ছবি

ভাল লাগলো।
চলুক

কোলাকুলি

কাজি মামুন এর ছবি

একেবারে আমার মনের কথা। শুধু গরমের দিনে 'লেপের নীচেই' কথাটি একটু বেমানান লেগেছে, আর কি!

অনিন্দ্য রহমান এর ছবি

চলুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

হাততালি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।