গুটলু বেত্তান্ত # ০১

মৌনকুহর এর ছবি
লিখেছেন মৌনকুহর [অতিথি] (তারিখ: শনি, ২০/০৮/২০১১ - ৯:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

যেমন হাহাকার করে মানুষ তার শৈশবকে ফিরে পেতে, জীবনের আর কোন সময়ের জন্য কি করে? আধো-আধো বোলে, হাঁটিহাঁটি পায়ে দুনিয়ার তাবৎ বাঁদরামি-গুণ্ডামি-ষণ্ডামি করে অতঃপর “থাক মেরো না, নেহায়েত ছোট মানুষ” নীতির আওতায় সাতখুন মাফ! ‘দুঃখ’, ‘কষ্ট’, ‘শোক’ ঘরানার শব্দই যার অভিধানে নেই, জগতে তার চেয়ে সুখী আর কে! যান্ত্রিকতার এই ‘কর্পোরেট’ নিষ্পেষণে চিঁড়ে-চ্যাপটা হতে হতে হঠাৎ হঠাৎই আজকাল মনে পড়ে ফেলে আসা সেই দিনগুলি। আহা, কী সুখেই না ছিলাম! সে জীবন তো আর ফিরে পাব না কোনদিন!

আমার ভাগ্নে মুসা। তার নানার প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র নাতি সে। আদর-আহ্লাদ তাই সীমাহীন।

একদিন নানাকে জিজ্ঞেস করল সে, “আচ্ছা নানা, আমি তোমার কী হই?”
নানা দেখলেন এই পাকনাকে ‘নাতি’র অর্থ বোঝাতে বহুত উদ্ভট প্রশ্নের উত্তর দিতে হবে। সুতরাং সহজ বাংলায় বলে দিলেন, “তুমি হচ্ছ আমার ‘বন্ধু”।

দু’দিন পর সে নিজের বাড়ি গেল।

দাদা-দাদী, চাচা-চাচী সবার সাথে খেতে বসে এবার সে জিজ্ঞেস করল ওর মা’কে,
“আচ্ছা আম্মু, বাবা তোমার কী হয়?”
এইবার মা-ও পড়লেন ভীষণ ফ্যাসাদে। কীভাবে বোঝাবেন একে! পরিস্থিতি সামাল দিতে এ যাত্রা তিনিও বললেন, “বন্ধু’। তোমার বাবা আমার বন্ধু হয়।”

মায়ের উত্তর শুনে ভীষণ বিজ্ঞের মত চেহারা করে চাপা একটা হাসি হেসে মুসা বলল, “বুচ্ছি!” মা তো সবার সামনে লজ্জায় রীতিমত লাল হয়ে গেলেন, বলে কী এই ছেলে! দাদা হেসে জিজ্ঞেস করলেন, “কী বুঝেছিস রে?”
জবাবে এইবার আরেকটা পাকনা-চাপা হাসি হেসে সে জানান দিলো, “বাবা আম্মুর নানা হয়!”

শৈশব না হয় আর না-ই বা পেলাম ফিরে। কিন্তু বর্তমান জমানার আলট্রা-মডার্ন এইসব গুটলুর পাকনামো আর দস্যিপনার এমন খণ্ড খণ্ড কাহিনী শুনে মনের খানিকটা খোরাক জোগাতে তো আর দোষের কিছু নাই!

এ সিরিজ তাই চলবে......

[এই সিরিজের সমস্ত ঘটনা বা কাহিনী বাস্তব ও প্রত্যক্ষ অভিজ্ঞতাপ্রসূত। তবে চরিত্রগুলো কাল্পনিক]


মন্তব্য

The Reader এর ছবি

অবশ্যই চলবে মৌনকুহর... চালিয়ে যান । পাঠক হিসেবে সঙ্গে পাবেন হাসি

মৌনকুহর এর ছবি

ধন্যবাদ, দি রীডার! হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

অর্ক রায় চৌধুরী এর ছবি

গুটলুদের এই সকল পাকামো শুনতে ভীষণ ভালো লাগে।।
তাই চলুক।

মৌনকুহর এর ছবি

হুমম, খুব ভার হয়ে থাকা মনও মুহূর্তে ভালো করে দিবার আশ্চর্য ক্ষমতা রাখে এরা!

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

ফাহিম হাসান এর ছবি

খিক খিক...আসলেই গুটকু থুক্কু গুটলু

মৌনকুহর এর ছবি

হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

পাঠক (বিষণ্ণ বাউন্ডুলে) এর ছবি

বেশ তো,
চলুক।। হাসি

মৌনকুহর এর ছবি

হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

ত্রিমাত্রিক কবি এর ছবি

আরেকেটু বড় হতেই পারত ... গুটলু কাহিনী চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মৌনকুহর এর ছবি

ইয়ে, মানে... লইজ্জা লাগে

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

হাসি

মৌনকুহর এর ছবি

হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

কৌস্তুভ এর ছবি

দূর, ছোট্টোদের নিয়ে লেখা বলেই এত ছোট্ট হতে হবে নাকি!

মৌনকুহর এর ছবি

ইয়ে, মানে...

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

সুমন তুরহান এর ছবি

গুটলুদের ভালু পাই হাসি

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

মৌনকুহর এর ছবি

হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

সজল এর ছবি

ওই মিয়া, এত ছোট পোস্ট কেন? পিচ্চির কাহিনী ভালো পাইছি।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

মৌনকুহর এর ছবি

ইয়ে, মানে... হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

আশালতা এর ছবি

চমৎকার সিরিজ। অপেক্ষায় রইলাম। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

মৌনকুহর এর ছবি

ধইন্যবাদ! হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

অনার্য সঙ্গীত এর ছবি

চলুক।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মৌনকুহর এর ছবি

ধইন্যবাদ! হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

রাতঃস্মরণীয় এর ছবি

চলতে থাক। চমৎকার লেগেছে। আমাদের ছোট্ট রাফিন যা একখানা কাজ করেছে মাঝে, হাসিও পায় আবার একটু রাগও তখন লেগেছিলো। রাফিন কোত্থেকে পোঙ্গা শব্দটা শিখেছে। তারপর বাসায় আমার বৃদ্ধা নানুকে সামনে পেয়ে জিজ্ঞেসে করেছে, "ও বড়োমা, পুং মানে কি?" নানু বললেন যে পুং মানে ছেলে। এবার রাফিন জানতে চাইলো, "ও বড়োমা, গা মানে কি?" নানু ওকে কোলে টেনে নিয়ে বললেন যে গা মানে গ্রাম আবার গা মানে শরীর। রাফিন হেসে কুটিকুটি হয়ে বললো, "বড়োমা, তুমি কিচ্ছু জানোনা। পুঙ্গা মানে হচ্ছে পাছা।"

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মৌনকুহর এর ছবি

হো হো হো

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

আশরাফ মাহমুদ এর ছবি

হা হা।

আরো বড় লেখা আশা করি।

মৌনকুহর এর ছবি

হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

কল্যাণF এর ছবি

হাততালি

মৌনকুহর এর ছবি

হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

তাপস শর্মা  এর ছবি

সুইট হাসি

মৌনকুহর এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।