এই গ্রীষ্মে - আমাদের গ্রামঃ ছবিব্লগ

ত্রিমাত্রিক কবি এর ছবি
লিখেছেন ত্রিমাত্রিক কবি (তারিখ: শনি, ২০/০৮/২০১১ - ১০:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

9

কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁলছায়ায়;
হয়তো বা হাঁস হব — কিশোরীর — ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে-ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
- জীবনানন্দ দাশ
10
খোলা আকাশ, একটি গাছ
সবুজ পাতা, একটি গাছ
স্মৃতির বৃক্ষ, পাতারা জানে নিজের চাষ-বাস।
- শ্রদ্ধেয় সঞ্জীবদা
1
5
কত যে কথা, এইটুকু গাছ
কত যে কান্না, এইটুকু গাছ
একটা সময়ের কিছু চিহ্ন
দাগ কেটে যায়, কোথায় যেন
একটি গাছ
- শ্রদ্ধেয় সঞ্জীবদা
3
7
6
আমরা বুঝেছি যারা বহু দিন মাস ঋতু শেষ হলে পর
পৃথিবীর সেই কন্যা কাছে এসে অন্ধকারে নদীদের কথা
কয়ে গেছে আমরা বুঝেছি যারা পথ ঘাট মাঠের ভিতর
আরো এক আলো আছে: দেহে তার বিকাল বেলার ধুসরতা:
চোখের — দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হয়ে আছে স্থির;
পৃথিবীর কঙ্কাবতী ভেসে গিয়ে সেইখানে পায় ম্লান ধূপের শরীর;

আমরা মৃত্যুর আগে কী বুঝিতে চাই আর? জানি না কি আহা,
সব রাঙা কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে
ধূসর মৃত্যুর মুখ — একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল — সোনা ছিল যাহা
নিরুত্তর শান্তি পায় — যেন কোন্‌ মায়াবীর প্রয়োজনে লাগে।
কী বুঝিতে চাই আর? রৌদ্র নিভে গেলে পাখিপাখলির ডাক
শুনি নি কি? প্রান্তরের কুয়াশায় দেখি নি কি উড়ে গেছে কাক।
- জীবনানন্দ দাশ
13
সহজ লোকের মতো কে চলিতে পারে!
কে থামিতে পারে এই আলোয় আঁধারে
সহজ লোকের মতো! তাদের মতন ভাষা কথা
কে বলিতে পারে আর! — কোন নিশ্চয়তা
কে জানিতে পারে আর? — শরীরের স্বাদ
কে বুঝিতে চায় আর? — প্রাণের আহ্লাদ
সকল লোকের মতো কে পাবে আবার!
সকল লোকের মতো বীজ বুনে আর
স্বাদ কই! — ফসলের আকাঙক্ষায় থেকে,
শরীরে মাটির গন্ধ মেখে,
শরীরে জলের গন্ধ মেখে,
উৎসাহে আলোর দিকে চেয়ে
চাষার মতণ প্রাণ পেয়ে
কে আর রহিবে জেগে পৃথিবীর পরে?
- জীবনানন্দ দাশ
18
15
14
12
17
11
2
আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে — এই বাংলায়
হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁলছায়ায়;
- জীবনানন্দ দাশ

সামারের শুরুতেই সাতাশ দিনের এক ঝটিকা সফর। দেশ থেকে ঘুরে আসলাম। দেশে ফিরলে সবার সাথে দেখা সাক্ষাৎ করাটা জরুরী, কবে আবার ফিরব কে জানে। সেই সুবাদে একদিনের জন্যে গ্রামে যাওয়া। এই পোস্টটা হল সদ্য কিনে নিয়ে যাওয়া ডিএসএলআর আর আমার আনাড়ি হাতের ক্লিকের ফসল।

ছোট থেকে শহরে মানুষ আমি। গ্রাম বাংলা কখনোই টানেনি তেমন আমাকে। বরং নাগরিক জীবনে অভ্যস্ত এই আমি গ্রামের প্রতি একরকম বিতৃষ্ণাই অনুভব করে এসেছি কেন যেন। শেকড়ের টান বলে যে একটা কথা আছে, সেটা কেন যেন আমার ঠিক ছিল না। কিন্তু এইবার কেন যেন মনে হল, 'আবার আসিব ফিরে'।


মন্তব্য

রু (অতিথি) এর ছবি

ভালো লেগেছে।

অনিন্দ্য রহমান এর ছবি

কে জানি বলছিল কালার ছবিতে মানুষের কাপড়চোপড় দেখা যায়। সাদাকালো ছবিতে দেখা যায় আত্মা। কথাটা মনে পড়ল।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

কথাটা ভাল লেগেছে ... আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সুবর্না এর ছবি

নিশ্চয় আবার যাবেন ফিরে। হাসি

The Reader এর ছবি

হাসি bhalo laglo

ফাহিম হাসান এর ছবি

ত্রিমাত্রিক কবির প্রতিভা তো দেখি বহুমাত্রিক! ছবি, লেখা - দুটোই উত্তম জাঝা!

ত্রিমাত্রিক কবি এর ছবি

লেখা কই দেখলেন! জীবনবাবু লিখে গেছিলেন বোধহয় গ্রাম বাংলার সবকিছু নিয়ে ... শুধু কপি পেস্ট মারলাম। আপনার মত ফটোগ্রাফার এত শহজে ছবিতে উত্তম দিলে হবে? ক্রিটিক্যাল রিভিউ হবে না!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ফাহিম হাসান এর ছবি

লেখা বলতে সংশ্লিষ্ট টেক্সট বুঝিয়েছি।

ছোট্ট করে ছবির সমালোচনা -

১ ও ৩ নং ছবির টোন ভাল লেগেছে।

২ আন্ডার এক্সপোজড, ৪ ওভার এক্সপোজড।

বৃদ্ধার ছবির ক্ষেত্রে (৫,৬) কম্পোজিশানের দিক থেকে ৫ এর থেকে ৬ ভাল। কিন্তু ৬ এর রঙ নীল কিভাবে হল বুঝলাম না, টোনটা একদমই মানাচ্ছে না...

৭ এর ব্যকগ্রাউন্ড ডিস্টার্বিং। চোখে লাগছে।

শস্যের ছবি ৮ নং বেশি ক্রপ হয়ে গিয়েছে। তবে সবুজটা ভাল লাগছে।

বাচ্চাদের ছবিগুলোর মাঝে ৯,১০,১৩ মোটামুটি। ১১ ফোকাস হয় নাই। ১২ আনশার্প।

শেষ ছবিটার ফ্রেম, কম্পোজিশান ভাল লেগেছে। লাল রংটাও বেশ ড্রামাটিক।

সবচেয়ে বড় কথা ছবিতে আপনার অনুভূতির সুন্দর প্রকাশ ঘটেছে। দিন শেষে টেকনিকাল আলোচনার থেকে এটাই বড় কথা। হাসি

কৌস্তুভ এর ছবি

একদম আমার মনের কথাই কইছেন। ছবির ব্যাপারে নাদান বলে বিস্তারিত কিছু কই নাই...

ত্রিমাত্রিক কবি এর ছবি

কৌস্তভদা কোন বিষয়ে আপনি নাদান বলে আমার বিশ্বাস হয় না। আপনি গিয়ানি মানুষ, আপনি এক কথা কইলে চলবে! আপনি তো ভাই পয়েন্ট এন্ড শুট দিয়েই জব্বর ছিবি তুলেন।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ত্রিমাত্রিক কবি এর ছবি

অসংখ্য ধন্যবাদ আপনার ক্রিটিক্যাল রিভিউএর জন্য গুরু গুরু

বাচ্চাদের ছবিগুলোর মধ্যে ১১ নম্বরটা আসলে ওভাবেই ফোকাস করতে চেয়েছিলাম একটু অন্য রকম আবহ আনার জন্যে হাসি

বৃদ্ধার ছবিটা বেশি এডিট মারতে গিয়া এই অবস্থা হইছে ইয়ে, মানে...

নয়া তো অনেক কিছু শিখতাছি দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

guest_writer এর ছবি

সুন্দর।

-মেঘা

সজল এর ছবি

ছবিগুলো দুর্দান্ত হয়েছে। ফাঁকতালে কবিতাও পড়া হয়ে গেলো অনেকগুলো।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

ত্রিমাত্রিক কবি এর ছবি

ধইন্যবাদ ... সজল

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

SAJIB এর ছবি

jotil dosto হাসি

অদ্রি(গেস্ট)   এর ছবি

লেখা সহ ছবি পোস্ট ভালো লেগেছে।

সুমন ধ্রুব এর ছবি

অসাধারন...

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে ধইন্যবাদ সুমন ভাই

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মিলু এর ছবি

ত্রিমাত্রিক কবির প্রতিভা তো দেখি বহুমাত্রিক! ছবি, লেখা - দুটোই

অসাধারণ আবেগময় সব ছবি। গুরু গুরু

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনাকেও গুরু গুরু

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সুমন তুরহান এর ছবি

ছবি, লেখা, কবিতার উদ্ধৃতি - সব মিলিয়ে মনোমুগ্ধকর! চলুক

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আর আপনাকে হাচলত্বের অভিনন্দন

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

কৌস্তুভ এর ছবি

কিছু ছবি বড় সুন্দর। ত্রিমাত্রিক কবি আবার দ্বিমাত্রিক ফটোগ্রাফার কবে থেকে? দেঁতো হাসি

আপনার ক্যামেরা ও লেন্স কী, একটু আলোকপাত করেন...

ত্রিমাত্রিক কবি এর ছবি

ধইন্যবাদ কৌস্তভদা ... আমি কইতে পারেন নয়া নয়া ফটো তুলি, ফটোগ্রাফার হইতে দেরী আছে

এই ছবিগুলো সবগুলাই Nikon D3000 এ তোলা আর লেন্স Nikon AF-S Nikkor 35mm 1:1.8G DX. দেশ থেকে আসার সময় অবশ্য ক্যামেরা, লেন্স সব ছোট ভাইকে দিয়ে এসেছি।

টাকা পয়সা যা জমছিল তা দিয়ে আবার একটা Nikon D90, Nikon AF-Nikkor 50mm 1:1.4D Nikon AF-S 70-300 mm কিনে ফেললাম। এইতো কাল্কেই প্যাকেট খুললাম দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রাতঃস্মরণীয় এর ছবি

এই ছবিগুলো সবগুলাই Nikon D3000 এ তোলা আর লেন্স Nikon AF-S Nikkor 35mm 1:1.8G DX. দেশ থেকে আসার সময় অবশ্য ক্যামেরা, লেন্স সব ছোট ভাইকে দিয়ে এসেছি।

আমার ইকুইপমেন্ট এবং এক্সেসরিজ হুবহু একই। তবে সম্প্রতি একটা নাইকন পশু কিনেছি। বড়টা টানাহ্যাঁচড়ায় অনেক ঝক্কি পোহাতে হয় সময় সময়।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ত্রিমাত্রিক কবি এর ছবি

আসলেই এসএলআর এর টানা হ্যাঁচড়া একটা ঝক্কি বটে। অনেক সময় শুধু ঝক্কির কারণে ক্যামেরা রেখে যেতে হয় আর অনেক ভাল শট মিস হয়ে যায় মন খারাপ

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

কৌস্তুভ এর ছবি

Nikon D90, Nikon AF-Nikkor 50mm 1:1.4D Nikon AF-S 70-300 mm কিনে ফেললাম।

ওঁয়া ওঁয়া

ত্রিমাত্রিক কবি এর ছবি

দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

জয়ন্তী এর ছবি

খুব ভাল লাগল। গুরু গুরু

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

চমৎকার

ত্রিমাত্রিক কবি এর ছবি

সব্বাইকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

আশালতা এর ছবি

বেলপাতার ছবিটা অনবদ্য লাগল। মাঝের টুকরো কবিতাও নতুন করে ভালো লাগলো আবার। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপাতত বেলপাতা দিতে পারলাম না, আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- দিয়ে কাজ চলবে?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

Kamrul Hasan এর ছবি

হুমম......।

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ghughu এর ছবি

মৃত্যুরে বন্ধুর মতো ডেকেছি তো — প্রিয়ার মতন!
চকিত শিশুর মতো তার কোলে লুকায়েছি মুখ;
রোগীর জ্বরের মতো পৃথিবীর পথের জীবন;
অসুস্থ চোখের পরে অনিদ্রার মতন অসুখ

তিথীডোর এর ছবি

চমৎকার! চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রাতঃস্মরণীয় এর ছবি

চমৎকার উদ্ধৃতি আর ছবিগুলো। চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ত্রিমাত্রিক কবি এর ছবি

ধন্যবাদ ... রাতঃদা

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মৃত্যুময় ঈষৎ এর ছবি

ছবিগুলোর সাথে হারিয়ে গেলাম..........হাঁসগুলোর পিছনে পিছনে, দৌড়ে নদীর পাড়ে, তারপর স্বচ্ছ নীল জলে ডুব, সন্ধ্যাপথ, বাটে ফেরা..........আমার নানুবাড়ি...........মোহনীয় সব দিন কাটাতাম বছরান্তে.............নানু মারা যাবার পর অভিমান করে আর যাই না..............সেই স্বর্গে নানু জীবিত নাই এটা আমি সহ্য করতে পারবো না তাই.............বহুদিন মাটির অকৃত্রিম ঘ্রাণ পাই না!!!! মন খারাপ


_____________________
Give Her Freedom!

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনার নানুর জন্যে শ্রদ্ধা ... উনার বিদেহী আত্মা শান্তি পাক।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ত্রিমাত্রিক কবি এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ahasnat এর ছবি

আমি একটা ক্যামেরা কিনবার চাই। দাম কত পড়ব???

এ হাসনাত

ত্রিমাত্রিক কবি এর ছবি

খুব কঠিন প্রশ্ন, আমি এই ব্যাপারে খুব একটা এক্সপার্ট নই, তারপরও বলছি,

[আমি নাইকনের ইউজার হিসেবে নাইকনের ব্যাপারেই বলছি, একই ধরণের কনফিগারেশানের ক্যানন কিনতে গেলেও হয়ত দাম কাছাকাছিই পড়বে]

দাম নির্ভর করছে আপনি কোন লেভেল এর ক্যামেরা কিনতে চাচ্ছেন, যদি ডিএসএলআর কিনতে চান তাহলে নাইকনের একেবারে এন্ট্রি লেভেলের ডি ৩০০০ কিনতে পারেন সবচেয়ে কম দামে (আমি কিনেছিলাম কিট লেন্স সহ ৪৩০ ডলারে)। একটু বেশীর মধ্যে গেলে এন্ট্রি লেভেলের জন্যে কিনতে পারেন নাইকন ডি ৩১০০ (৫০০-৫২০ ডলার) বা ডি ৫১০০ বা ডি ৫০০০ (৬৫০-৭৫০ ডলার)। তবে নাইকন ডি ৩০০০ এ এক্সটারনাল কন্ট্রোল সুইচ অনেক কম, অনেক কাজের অপশান বারবার মেনুতে গিয়ে পরিবর্তন করতে হয়। সেক্ষেত্রে ডি ৫১০০ এন্ট্রি লেভেলের জন্যে চমৎকার চয়েস।

ঝামেলা হল এর সাথে আপনাকে লেন্স কিনতে হবে। ক্যামেরা প্যাকেজের সাথে কিট লেন্স কিনতে পাওয়া যায়। আবার চাইলে শুধু ক্যামেরা বডি কিনে আলাদাভাবে পছন্দসই লেন্স কিনে নিতে পারেন। যেমন নাইকন ডি ৩০০০ বা ডি ৩১০০ এর সাথে পাবেন ১৮-৫৫ মিমি এর কিট লেন্স, খুব একটা কাজের না। আমি বলব সেক্ষত্রে শুধু ক্যামেরা বডি কিনে বরং একটা ১৮-২০০ মিমি কিনতে পারেন তাহলে আপনার মোটামুটি লেভেল পর্যন্ত জুম লেন্স এর কাজও চালাতে পারবেন আবার মোটামুটি ওয়াইড অ্যাঙ্গেল ভিউও নিতে পারবেন। এই লেন্সটার দাম একটু বেশী, ৬০০ এর উপরে চলে যাবে সেক্ষত্রে আরেকটু কমে পাবেন ৫৫-২০০ মিমি (২০০-২৫০ ডলারের এর মত পরবে)।

চাইলে আসলে এই নিয়ে শুরু করা যায়. কিছু পড়াশোনাও করতে হবে। কিছুদিন টেপাটেপি আর পড়াশোনার পর হয়ত আপনি একটা প্রাইম লেন্সের অভাব বোধ করবেন। বিনা দ্বিধায় কিনতে পারেন Nikon AF-S Nikkor 35mm 1:1.8G DX, চমৎকার লেন্স, দাম পরবে ২০০ ডলারের মত।

তাহলে আপনার নূন্যতম খরচ দাঁড়াচ্ছে ৪০০+২৫০+২০০=৮৫০ ডলার। একবার শুরু করলে আপনার কি লাগবে আপনি নিজেই অনেকটা বুঝবেন। আর কোন সমস্যা হলে গুগল তো আছেই!

এর সাথে অবশ্য মেমোরী কার্ড, ব্যাগ বা আরো ছোট খাট অ্যাক্সেসরিস হিসেবে আরো ১০০ ডলার ধরে রাখতে পারেন।

ই-বে তে একটু ঘুরাঘুরি করলে মাঝে মাঝে কম দামে অনেক কিছু পাওয়া যায়। অনেক সময় রিফারবিশড বা অন্যের ইউজড জিনিসও পাওয়া যায়। চাইলে সেখানেও চোখ রাখতে পারেন। কিছুটা রিস্ক ফ্যাক্টর হয়ত থাকবেই।

আর যদি এত ঝামেলা না করতে চান তাহলে একটা ক্যানন পাওয়ারশট এসএক্স থার্টি আইএস সুপারজুম কিনে ফেলতে পারেন, এক প্যাকেজে অনেক কিছু সল্ভ হয়ে যাবে। ছবির কোয়ালিটিও বেশ ভাল। তবে হ্যা, এসএলআরে এক্সপেরিমেন্ট করার যে স্বাধীনতা পাবেন তা হয়ত পাবেন না। ক্যানন পাওয়ারশটের কিছু ছবি দেখতে চাইলে নীচের পোস্টগুলি ঘুরে আসতে পারেন

http://www.sachalayatan.com/guest_writer/40248
http://www.sachalayatan.com/guest_writer/40292
http://www.sachalayatan.com/node/40536

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রাতঃস্মরণীয় এর ছবি

আমি কি তবে ধরা খেলাম!!! চিন্তিত

২০১০ ফেব্রুয়ারীতে আমস্টার্ডামের শিপল এয়ারপোর্ট থেকে নাইকন ডি ৩০০০ বডি, সাথে নিকরের একটা ১৮-৫৫ আর একটা ৩৫-২০০ লেন্স, ৪ জিবি মেমোরি কার্ড, ব্যাগ, সব মিলিয়ে ৯৫০ ডলারের মতো পড়লো।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ত্রিমাত্রিক কবি এর ছবি

রাতঃদা ধরা খেয়েছেন কিনা বলতে পারছি না, কিন্তু আমি কিনেছিলাম ২০১০ এর সেপ্টেম্বরের দিকে ডি ৩০০০, ১৮-৫৫ কিট লেন্স সহ দাম পড়েছিল ৪৩০ ক্যাড। তখন অরিজিনাল দাম ছিল ৫০০ ক্যাড এর মত, একটা ছোটখাট ডিল পেয়ে কেনা হয়েছিল আরকি। আমাজন, ই-বে বা নাইকনের সাইটে দাম দেখলেও বোধহয় এরকমই পাবেন।

আর ৩৫-২০০ কোন লেন্স ঠিক বুঝতে পারছি না, ভুল করে কি লেন্সের কথা বুঝিয়েছেন? তাহলে সেটার দাম ২০০ এর মত হবে। একটা ব্যাগ আর মেমোরী কার্ড আর ট্যাক্স সব মিলে শহজেই ৯০০ ডলার হয়ে যেতে পারে, ঠকেছেন বলে মনে হচ্ছে না।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

আশরাফ মাহমুদ এর ছবি
ত্রিমাত্রিক কবি এর ছবি

ধন্যবাদ আশরাফ ভাই হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাচ্চাদের একক ছবিগুলো বাদে বাকীগুলো ভালো লেগেছে।

ত্রিমাত্রিক কবি এর ছবি

ধন্যবাদ ... আসলে আমি নবিস ... প্রাইমারী স্টেজে আছি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ধুসর গোধূলি এর ছবি

প্রথমটা মহাজোশ! চলুক

বড় হয়ে আমিও এইরকম ফটুক তুলে ফাডায়ালামু।

ত্রিমাত্রিক কবি এর ছবি

ধইন্যবাদ ধুগোদা
প্রিয় লেখকের কমপ্লিমেন্ট পাইয়া দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

যুমার এর ছবি

১ এবং ৪ নম্বর ছবি দু'টো দেখে বাড়ির কথা মনে পড়ল।বহুদিন যাইনি।ছবিগুলো স্মৃতি জাগানিয়া,মায়াময়।

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনার স্মৃতিতে নাড়া দিতে পেরে ধন্য মনে করছি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

কল্যাণF এর ছবি

আপনি যে AF-S 70-300 কিনছেন এই অপ্রাধ মাপ করা হইল সঞ্জীবের গাছ গানটা মনে করাইয়া দেওয়ার জন্য। আর D7000 না কিন্না D90 কিনার কারণ ঝান্তে চাই।

ত্রিমাত্রিক কবি এর ছবি

আসলে ই-বে তে বিড করে কেনা তো, কিছুটা সস্তায় পেয়ে যাওয়া আরকি। টাকা থাকলে একেবারে D7000 ই কিনতাম। ইচ্ছা আছে এই দরিদ্র গ্রাজুয়েট স্টুডেন্ট লাইফ শেষ হইলে আর কিছু টাকা জমলে একেবারে D3S টাইপ কিছু কিনে ফেলব। আপাতত কিছু ভাল লেন্স কেনার ধান্ধায় আছি দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।