ঘন নরম ঘাসের চারিদিকে গাছের সংসার
তৈরি করে দৃশ্য, ভোরের ফেনায় ভেজা রোদ্দুর
মেঘেরা স্নান করে কালো চুলের বিছানো পথে
সূর্যকে কাছাকাছি টেনে এনে বন্দী করে প্রেম
তরুণ ফলের চোখে ধরা দেয় উষ্ণ অক্ষর ...
তখন রক্তে মাংসে ঘিরে ছায়াপথ, কাঁদে
কুঠিবাড়ির নি:সঙ্গ সাইনবোর্ড, যখন হাঁটেন
পাতা ছাওয়া বাড়িতে ধ্যানমগ্ন নি:সঙ্গ রবীন্দ্রনাথ;
পাকা রাস্তা হয়ে যায় অলৌকিক নিকোনো উঠোন
মনে পড়ে লগ্ন মাটি আমাদের পত্রালাপ।
অনাত্মীয় দীর্ঘ বুকের যন্ত্রণা নিয়ে, অদ্ভুত সুখ
হাতে করে যখন বাড়িতে এলাম ফিরে গায়ে মেখে
ফুলের নি:শ্বাস, আর সব সতর্ক মালির ফুরফুরে
তাজা বাগানের পরিচর্যা, তখন কে জানতো
ঘরে সেঁকা রুটির পাঁজরের কালো দাগে
রুপোলি পূর্ণিমা বড়ো হতে পারে না কখনো, আয়তনে তবু
সমুদ্র গভীর বুকে ধরে রাখি গোপনে চাঁদের কারুকাজ।
আজ ভালোবাসা আমার তৃতীয় পক্ষ এসে গেছে।
পেছনে সিঁড়ির যে ধাপগুলো এক সময় সোচ্চার ছিলো
আমার জিজ্ঞাসা আর পায়ের প্রতিজ্ঞা
যার বুকে চুমু খেয়ে খেয়ে, নতুন নতুন পথে
ইতস্তত ঘুরে হতো নিরুদ্দেশ, কবিতার লুকোচুরি দেশে
ওই স্মৃতির স্মারক মাঝে মধ্যে কলিংবেল টিপে
আজো জাগিয়ে রাখে আমাকে, কবিতার অন্দরে
ভালোবাসা আমার তৃতীয় পক্ষ
দুর্দান্ত ঘোড়ার পায়ে সৃষ্টির মমতা দেখে ...
---
পূর্বের লেখাগুলো:
১। আমাদের গল্প, ২। ভোরের রৌদ্র এসে, ৩। শিলং শিলং, ৪। নাইটিংগেলের প্রতি/ জন কীট্স, ৫। পাখিবন্যার রাতে, ৬। জাফলং, ৭। কবিতাংশ।
মন্তব্য
মনু ব্যারেজের শেষ লাইনটা দারুণ!
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ ফাহিম ভাই।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
-
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
কবিকে ধন্যবাদ।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
হাচলত্বের অভিনন্দন....
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
অনেক ধন্যবাদ মৌনকুহর
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
নতুনদের মধ্যে আমার প্রিয় এক কবিকে হাচল হবার শুভেচ্ছা
আমার প্রিয় বিজ্ঞান-লেখককেও শুভেচ্ছা!
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
অতি সুন্দর।
----------------
স্বপ্ন হোক শক্তি
অনেক ধন্যবাদ আশালতা।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
খুব ভালো লাগলো কবিতা। আগের গুলো পড়লাম - দেরীতে। ভালো লাগলো।
কী অসাধারণ লাগলো। চমৎকার কবি চমৎকার।
আপনার হাচলত্বে কী যে খুশি হয়েছি প্রিয় সুমনদা!!! কিন্তু কবি হয়ে আপনি কিন্তু অতি দ্রুত হাচলত্ব পেলেন। এর মূল কারণ আমার কাছে মনে হয় আপনার কবিতার অনন্য মান। অসংখ্য অসংখ্য অভিনন্দন। এখন তানিম ভাইয়ের শুভ খবরটা শোনার অপেক্ষায় রইলাম।
_____________________
Give Her Freedom!
অনেক ধন্যবাদ কবি। সচলে কবিতার অনেক পাঠক আছেন, দেখে বেশ ভালো লাগে। তুমিও তো কবি হয়েও হাচলত্ব পেলে। তবে অনেকদিন তোমার লেখা পড়া হচ্ছে না। তাড়াতাড়ি লেখা দাও। আর তানিম ভাইয়ের সুখবর পেতেও খুব বেশিদিন দেরি হবে না আশা করি।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
শুভেচ্ছা নিন সুমনদা।
লেখা দিবো। একটা সেই ১০ তারিখ অর্ধেক লিখে বসে আছি, গদ্য/ব্লগ(যা এর আগে কখনই লিখি নি!!), দেখি বসে শেষ করতে হবে শীঘ্রই। তাছাড়া অনুবাদটাও শেষ করতে হবে।
আর তানিম ভাইয়ের জন্যও শুভ কামনা সব সময়!!!
_____________________
Give Her Freedom!
পড়ার জন্যে অনেক ধন্যবাদ সাঁইজি। এগুলো আর কি - আপনার কবিতারা তো অনবদ্য।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
কবিতা বুঝিনা কিন্তু পড়তে চমৎকার লেগেছে।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
কষ্ট করে পড়ার জন্যে ধন্যবাদ রাত:দা।
প্রতিটির শেষ লাইনগুলো ভালো লেগেছে।
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
অনেক ধন্যবাদ আশরাফ ভাই।
কবি, আছেন কেমন?
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
চলছে কবি - ভালোমন্দ মিলিয়ে। আপনি ভালো থাকুন সৃষ্টিশীলতার মাঝে।
নতুন মন্তব্য করুন