একটা যুদ্ধের নিশান দিয়ে ঘরমোছার কাজে হাত লাগানোর পর
আমি এবং অন্য অনেকে
পৃথিবীটাকে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যেতে দেখেছি।
অনেক গর্ভবতী তাদের গর্ভের সন্তানটির যোদ্ধৃবেশ কল্পনা করে
শিউরে উঠে এবং মসজিদে মাজারে মোমবাতি দেয়ার হিড়িক পড়ে যায়।
বীর্যবান পুরুষ যারা,
জুয়োর আসরে হাত পাকাচ্ছে তারা।
আধ খাওয়া সিগারেটের শ্বাস টেনে নিতে নিতে ভবঘুরের দল
এক অলৌকিক ধর্ষণের স্বপ্ন দেখে,
যে ধর্ষণের ফলে এমন এক শিশু জন্ম নেবে-
যে তাদের বুকের জ্বালা আর চোখের জল দুই-ই জুড়োবে।
আমি এবং আমরা কয়েকজন
কখানি গণতন্ত্র আর ধর্মগ্রন্থের বই শিথানে রেখে
অঘোর নিদ্রামগ্ন।
রঙপেন্সিল
(showkat97@gmail.com)
মন্তব্য
ভালো হয়েছে, লিখতে থাকুন।
- স্বপ্নসতী, ক্যানাডা থেকে
পড়ার জন্য ধন্যবাদ, ভাল থাকুন।
ভালো লেগেছে ... আরো লিখুন
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ধন্যবাদ পড়ার জন্য, আপনি নিজেওতো ভাল লেখেন, আর ছবিগুলোর কথা নাইবা বললাম।
নতুন মন্তব্য করুন