আমাদের বিষন্নতার শহরে আজ সমুদ্র এসেছিলো

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: রবি, ২১/০৮/২০১১ - ৫:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সইকত থেকে বহুপথ হেটে
আমাদের বিষন্নতার শহরে আজ সমুদ্র এসেছিলো -
এসেছিলো লবনাক্ত বাতাস,
ঝিনুকের গায়ে মুক্ত-বালির স্বাদ,
আর ঝাউপাতার র্দীঘশ্বাস,
আমাদের বিষন্নতার শহরে আজ সমুদ্র এসেছিলো।

হে আমার বিষন্ন শহর,
তুমি কি জানো
প্রতিটি ঢেউই তটরেখায় রেখে যায় নিজস্ব চিহ্ন সব,
প্রতিটি তরংগ চুমু খায় হৃদয় মৃত্তিকার,
আনে যতো জলজ যাপনের স্মৃতি,
প্রতিশ্রুতি দেয় সায়ন্তনি সূর্যস্পর্শের,
জল বলতে তবু তুমি ক্যানো তরংগ বোঝনা
জল বলতে তবু তুমি ক্যানো সমুদ্র ভাবোনা?

আমাদের বিষন্নতার শহরে আজ সমুদ্র এসেছিলো,
বলে গ্যাছে কতোকাল আমরা জলস্পর্শ করি নাই,
আমাদের শহর আজ অপূর্ণতার ঢেউএ ভেসে গ্যাছে
আমাদের বিষন্নতার শহরে আজ সমুদ্র এসেছিলো।


মন্তব্য

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সৈকত থেকে বহুপথ হেটে
আমাদের বিষণ্ণতার শহরে আজ সমুদ্র এসেছিলো -
এসেছিলো লবনাক্ত বাতাস,
ঝিনুকের গায়ে মুক্ত-বালির স্বাদ,
আর ঝাউপাতার র্দীঘশ্বাস,
আমাদের বিষণ্ণতার শহরে আজ সমুদ্র এসেছিলো।

খুব সুন্দর কবি!!!


_____________________
Give Her Freedom!

অকুতোভয় বিপ্লবী এর ছবি

কবিতা আমি বুঝি না তেমন, কিন্তু আপনার এই কবিতা পড়ে আমার ভাল লেগেছে হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অনিকেত এর ছবি

আপনার কবিতার আমি ভীষন ভক্ত।
আজকের কবিতাটিও খুব ভাল লেগেছে তবে শিরোনামের বানান-প্রমাদ আর প্রথম লাইনের 'সইকত' বানানটি খুব চোখে লাগছে। ঠিক করে দিলে খুশি হই।

শুভেচ্ছা অহর্নিশ

ফকির লালন এর ছবি

শিরোনাম শুধরে নিলাম, কোন কারণে অইকার আনতে পারছিনা টাইপে, যদি মডুরা শুধরে দ্যায় তো ভালো, নাহলে মাফ চাচ্ছি।

কবিতা ভালো লাগার জন্য ধন্যবাদ। আপনার কোন এক লেখা পড়ে এমসি কলেজের সেই বাসা দেখার শখ করেছি যখন সুযোগ হবে তখন।

ভালো থাকুন।

সুমন তুরহান এর ছবি

অসাধারণ! হাসি

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

যাযাবর ব্যাকপ্যাকার (অফ্লাইন) এর ছবি

"আমাদের বিষণ্ণতার শহরে আজ সমুদ্র এসেছিল..."

খুব ভালো লেগেছে।

তিথীডোর এর ছবি

আমাদের বিষণ্ণতার শহরে আজ সমুদ্র এসেছিল...

চমৎকার কবি!‍

ইয়ে, তরঙ্গ নয়?
ঠিক করে দিলে খুশি হই। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

রুপালি রাত্রি এর ছবি

ভাল লেগেছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।