একটা ব্লগ সিরিজ চালু করার কথা ভাবছি শুধু চলতি পথের ছবি দিয়ে। অনেকটা স্ন্যাপশট ঘরানার হবে। কিন্তু বিষয়বস্তু মন্তাজধর্মী হওয়া চাই। যেমন: টুকরো টুকরো অনেক উপাদান জোড়া লাগিয়ে ছবি হবে কিন্তু উপদানগুলো ছবির বিষয় হবে না, বরং উপাদানগুলো একে অন্যের সাথে যেভাবে মিথষ্ক্রিয়া করবে তাই দিয়ে হবে ছবি।
আলোকচিত্রের তত্ত্ব এড়িয়ে সাধারণভাবে বলতে গেলে স্ন্যাপশটের বৈশিষ্ট্য হল তা শুধুই স্ন্যাপ। ফুলের ছবি মানে ফুলেরই ছবি, বাড়ির ছবি মানে বাড়িই (যদিও এর মঝে কথা আছে বিস্তর, যেমন - জাতীয় ফুল আসলে প্রতীক, রবীন্দ্রনাথের বাড়ির তাৎপর্য ভিন্ন)। স্ন্যাপশট ঘরানার ফটোগ্রাফাররা আবার নানা উপ-অণু-শাখা দলে বিভক্ত (ন্যান গোল্ডিন, কার্তিয়ের ব্রেসো প্রমুখের ওস্তাদির কথা আলাদা করে বলতে গেলে পোস্ট ম্যালা বড় হয়ে যাবে)।
আমি আপাতত চাইছি পোস্টে এমন ছবি - যা চিন্তাটাকে একটু উসকে দেবে। ব্যস এই।
দুইটা ছবিই এন্ট্রি লেভেল ক্যামেরা Sony DSC H1 দিয়ে তোলা। মূলত নগরজীবনের চাকা, পথ কিংবা স্রেফ পথচলা নিয়েই চিন্তাসূত্রের জাল বিস্তার।
মন্তব্য
ফিল্ড মার্শাল মারলাম। অসাধারণ বললেও মনে হয় কিছু বাকি থেকে যায়। ইচ্ছে হয় ক্যামেরায় আগুন ধরায়ে দেই।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
অনেক ধন্যবাদ।
ক্যামেরায় আগুন না ধরিয়ে আপনার তোলা ছবি শেয়ার করুন। অভিজ্ঞতার ঝুলি উপুড় না করলে চলবে কিভাবে?
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ঠিক বলেছেন রাতঃদা, এইসব অমানুষ লেভেলের ছবি দেখলে ছবি তোলা ছেড়ে দিতে ইচ্ছে করে
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
প্রথম ছবিটা! কী অভিব্যক্তি!
স্ট্রিট ফটোগ্রাফী আমার-ও আগ্রহের বিষয়।
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
ধন্যবাদ।
আপনার সিগ্নেচার থেকে ফ্লিকারে খুঁজে বের করলাম।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
চমৎকার। এসব ছবি আরেকটু ওয়াইডে তুলতে দেখতে ভালো লাগে (আমার ব্যক্তিগত মতামত)।
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ ভাইয়া।
আমি আপনার সাথে একমত। আরো ওয়াইড তুলতে পারলে ভাল হত।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
চমৎকার ছবি।
... সিরিজের বিষয়বস্তু কি কেবল পথেই সীমাবদ্ধ রাখবেন ??
ধন্যবাদ সুহান ভাই। বিষয়বস্তু চলতি পথের চটজলদি ছবিতেই সীমাবদ্ধ রাখার ইচ্ছা আছে। দেখা যাক।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আপাতত পথের পাঁচালিই থাকুক, এরপর গ্রাম-গঞ্জ-বন-বাদারে বেড়িয়ে আসা যাবে খন।
ছবিগুলো দুর্দান্ত, এটা না বললেও চলে বোধহয়
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
অনেক অনেক
পরের পোস্টগুলোতে বনের ছবি আসবে বলে আশা রাখি।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ছবির মূল লক্ষ্য যে অংশগুলো, মানুষ এবং ঠেলাগাড়ি মিলিয়ে, সেগুলো একটু ডার্ক মনে হয়েছে, ওখানে সাদাকালোর টোনে আরেকটু ভেরিয়েশন থাকলে ভালো হত হয়ত, মুখের এক্সপ্রেশনে আরেকটু ডিটেল দেখা যেত... আমার আনাড়িমতামত।
থীমের আইডিয়াটা খাসা।
মতামতের জন্য ধন্যবাদ। ছবি দুইটা লো রেজুলেশানে তোলা প্লাস ফ্লিকারে আপ্লোডের সময় কম্প্রেসড হওয়া - কাজেই ডিটেইল খুব কম।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আমি মনে হয় খালি স্ন্যাপশটই তুলতে পারি, মানে রাস্তা-ঘাটে যেখানে যেইটা ইন্টারেস্টিং মনে হয়, খিচিৎ। অনেকক্ষণ ধরে বিষয়, আলো, ক্যামেরার ফোকাস, শাটার স্পিড এগুলো ঠিক করতে পারি না। ধৈর্য্য কম। আর সত্যি কথা হলো বুঝিও না আসলে।
ছবি দুইটাই ভালো লেগেছে। আমি দেখছি দুটো যান, তার একটার যাত্রী ভিজিবল, অন্যটার না ... কনট্রাস্টটা ইন্টারেস্টিং। আর একটা কথা মনে পড়লো, আমেরিকাতেও অনেক কাঠ খড় পুড়িয়ে physically disabled ব্যক্তিদের জন্যে ভিন্ন ধরনের গাড়ির সুবিধা, তাদের জন্যে প্রতিটা পাবলিক দোকান বা বিল্ডিং-এ প্রবেশের, movement করার উপযোগী ব্যবস্থা, পার্কিং সুব্যবস্থা, ইত্যাদি আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হয়ছিল, এবং তা তুলনামূলক সাম্প্রতিক, সম্ভবত প্রথম বুশের আমলে। আমাদের এখানে সেটা হতে কতদিন লাগবে কে জানে!
অট: ছবিতে ফ্রেম কী দিয়ে দেন?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ক্যান্ডিড ছবির আবেদন একটু আলাদা। আপনার ছবি আমার কাছে ভাল লেগেছে (সত্যি)। technique বা aesthetics নিয়ে আমার এম্নিতেই মাথাব্যথা কম, অনুভূতির প্রকাশটাই বড় কথা।
আর physically disabled মানষদের নাগরিক সুবিধা প্রদান সরকারের অবশ্য কর্তব্য। তবে শুধু সরকারকে একতরফা দায়িত্ব দেওয়ার পাশাপাশি আমাদেরকেও মানসিকতা পাল্টাতে হবে। ব্লগার সাবরিনার পোস্টগুলো পড়লেই বোঝা যায় গড়পরতা মানুষের মনোভাব।
ফ্রেম করেছি গিম্প দিয়ে। সে এক বিরাট ইতিহাস।
প্রথমে একটা কালো লেয়ার।
তারপর সম্পূর্ণ সাদা লেয়ার।
দুই লেয়ার মার্জ।
নতুন windowতে ছবি খোলা।
scale কমিয়ে ফেললাম আন্দাজমত (অনেকটা রেসিপির মত শোনাচ্ছে )
সম্পূর্ণ ছবিটা কপি করে মার্জড লেয়ারের উপর ফ্লোটিং লেয়ার হিসেবে পেস্ট।
সব মার্জ করে import
ব্যস এই
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ছবির সাইজ তো শুধু শুধুই বেড়ে যায় এতে। তার চেয়ে কেবল দরকার/আন্দাজ মতো সাইজের বর্ডার দিয়ে দিলে হয় না!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধুগোদা, ফটোশপে একবারে সহজেই বর্ডার দেওয়া যায়, সাইজের তেমন হেরফের হয় না। gimp এও নানাভাবে দেওয়া যায়। আমি layer দিয়ে একটু ট্রাই দিলাম। edit করার ব্যাপারে আমার জ্ঞান খুবই কম। তাই আলাদা করে প্রত্যেক ছবিতে বর্ডার বসানোর থেকে একবারে layer mege করে একটা টেম্পলেট বানাই। তারপর পেস্ট করতে থাকি ছবি
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
চমৎকার
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
অনেক ধন্যবাদ
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ছবির গ্রামার বুঝি না।কিন্তু দেখে চমৎকৃত এবং ব্যথিত হলাম।
ছবির গ্রামার বোঝাটা জরুরী নয় মোটেও।
আমার কাজ আপনাকে স্পর্শ করেছে - তাতেই আমি খুশি।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ফাহিমদা ছবি অনেক করে দিবেন, দুটো দেখলে কী আর মন ভরে বলেন?
খুব সুন্দর হয়েছে। আর অবশ্যই চলবে...............
_____________________
Give Her Freedom!
আচছা এর পরের বারে অনেক বেশি করে দিব। ধন্যবাদ
অট: সিগ্নেচারটা দারুণ! কিভাবে করলেন?
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
শুভেচ্ছা
অটঃ এখানেও যে কোন স্টাইল দেওয়া যাবে, যেমনটি পোস্ট লেখার সময় দেওয়া যায়, ফাহিম দা।
এর মাঝে সিগ্নেচারটা দিয়ে দিলেই সেন্টারে চলে আসবে দেইখেন।
_____________________
Give Her Freedom!
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
হা হা আমি ডিরেক্ট ইংরেজিতে সেন্টার লিখে দিয়েছিলাম, আসেই নাই। [সেন্টার][/সেন্টার] এর মাঝে আর কী। আপনি নিজেই বুঝে গেছেন।
_____________________
Give Her Freedom!
দুর্দান্ত হয়েছে, ফাহিম ভাই! পারলে আরো বেশি করে ছবি দেবেন।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
ধন্যবাদ সুমন ভাই। আরো ছবি দেওয়ার আশা রাখি।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ছবি বুঝিনা একদম, তবে প্রথম ছবিটা ইন্টারেস্টিং লাগছে। মুখের ক্লোজ ছবি হলে এক্সপ্রেশনটা দেখতে ভালো লাগত মনে হল। যদিও এসবই আনাড়ি কথাবার্তা। এক কাজ করুন না বরং, ছবির ভালমন্দ বোঝে কিভাবে তার একটা টিউটোরিয়াল সিরিজ দিন না, আমার মত আশিক্ষিত মূর্খদের কাজে আসবে।
----------------
স্বপ্ন হোক শক্তি
চট করে তুলেছি, ফ্রেম করার টাইম ছিল না। আর মোটেও আনাড়ি কথা-বার্তা না। অন্য কোন শিল্প মাধ্যমের কথা জানি না, তবে গানের পরে ফটোগ্রাফিই মনে হয় সবচেয়ে গণমুখী - শুধু বোদ্ধাদের জন্য না।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ছবি চমৎকার… কর্ম সাধন… চিন্তা উসকানি খেয়েছে
-----------
চর্যাপদ
অনেক ধন্যবাদ
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
অট: আপনার অভিজ্ঞতার ভিত্তিতে ফটোগ্রাফির টিপস সংক্রান্ত(বিশেষত এমেচার লেভেলের জন্য) পোষ্ট পেলে আমার মত আমজনতা বিশেষ উপকৃত হতাম।
love the life you live. live the life you love.
ধন্যবাদ। অবশ্যই টিউটোরিয়াল কিছু পোস্ট দিব। উৎসাহ দেওয়ার জন্য আবারো ধন্যবাদ।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
সবাই দেখি দুইটা নিয়ে কথাবার্তা বলছে, কিন্তু আমাকে তো ছবি দেখাচ্ছে একটা!
ছবিটা অসাধারণ!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
পেইজ রিফ্রেশ করে দেখতে পারেন।
ধন্য ধন্যবাদ।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
খুব সুন্দর। আর ছবির ভেতরের মেসেজটাও অনেক গভীর।
অনেক ধন্যবাদ আপা।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অনেক ধন্যবাদ
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ছবিদুটোই যেন কথা বলল। আরো ছবি চাই।
অনেক ধন্যবাদ। আপনি নিয়মিত মন্তব্য করেন দেখছি। লেখাও দিন না।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
এইজন্যেই আমি ছবিপোস্ট দেই না ! ছবিই তো তুলতে পারি না, পোস্ট দেবো কী !!
দারুণ লাগলো !!!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না রণদা আমি কিন্তু আপনার ছবি খুঁটিয়ে দেখেছি, আপনি রীতিমত চলমান ক্যামেরা হয়ে যাচ্ছেন!
অনেক ধন্যবাদ প্রশংসার জন্য।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
যেন হাজারো শব্দে গল্প বলে গেলো ছবিদুটো!!! অসাধারণ ......কিন্তু ফটোগ্রাফির উপরে টিউটেরিয়াল দিবো, দিচ্ছি আর কতদিন র্যা??
আর নয় মিথ্যা প্রতিশ্রুতি। পরের পর্বেই টিউটরিয়াল।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ছবিগুলো দেখে যেসব কথা বলতে ইচ্ছা করেছে তার সবগুলোই বলা হয়ে গেছে ইতিমধ্যে............। অসাধারণ এককথায়।
দেরী করে উত্তর দেওয়ার জন্য দুঃখিত।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ছবি ভাল লেগেছে জেনে খুশি হলাম
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
চলুক
চলবে
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
নতুন মন্তব্য করুন