গতবছর রাঙ্গামাটি, বান্দরবন ঘুরে অবশেষে স্বপ্নের কক্সবাজার আসলাম। কক্সবাজারের মূল আকর্ষণ সূর্যাস্ত। কিন্তু আমাদের কপাল এতই খারাপ ছিল যে দুইদিন থেকেও এই চরম দৃশ্য দেখতে পারিনি। সূর্য মামা আসল সময়ই মেঘের আড়াল থেকে বের হয়নি। যাইহোক কাঁচা হাতের তোলা কিছু ছবি শেয়ার করে আমার সাহসের পরিচয় দিলাম !
কক্সবাজার-১
কক্সবাজার-২
হিমছড়ি
ইনানী বিচ
কক্সবাজার-৩
কক্সবাজার-৪
আমার অন্যান্যঃ
বান্দরবন-১: নীলগিরির পথে লো...
মন্তব্য
ইস এত্ত সুন্দর ছবি...সূর্যাস্ত না দেখতে পেয়ে ভালো হয়েছে...দারুন ছবি...
nawarid nur saba
সবচেয়ে সুন্দর হইছে হিমছড়ির ছবিটা
ধন্যবাদ।
ধন্যবাদ।
ভালো লাগল ছবিগুলো।
অনেকদিন পর আসলেন দেখি। তবে ছবিগুলো কিন্তু আগের মতো ভালো লাগে নি!!!
_____________________
Give Her Freedom!
সহমত...
কক্সবাজার-২, ৩, ৪ ছবিগুলো কাঁচা হাতের মনে হয় না। এইচডি ছবির মতো লাগছে।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
কক্সবাজার-২, ৩ HDR করা। কক্সবাজার-৪ Orginal.
এই অপূর্ব ছবিগুলো আমার দেশের ভাবতেই গর্বে মন ভরে যাচ্ছে।
----------------
স্বপ্ন হোক শক্তি
আসলেই সমগ্র বাংলাদেশই এই রকম । মন্ত্যবের জন্য ধন্যবাদ।
কক্সবাজার-৩ ছবিটি সুন্দর।
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
অসাধারণ ছবি।
ধন্যবাদ।
সুন্দর
______________________________________
পথই আমার পথের আড়াল
মন্তব্যের জন্য ধন্যবাদ নজরুল ভাই।
বাপ্রে! এই যদি কাঁচা হাতের ছবি হয়, পাকা হাতের ছবি দেখতে গেলে তো চোখ খুলে হাতে নিতে হবে!!!
প্রথম আর শেষ ছবিটা সবচেয়ে ভালো লাগল। হিমছড়ি ছবিটা ওভারএক্সপোসড। ইনানী বিচ ছবিটা তুলনায় সাদামাটা, তার উপর দিগন্তরেখা একেবারে মাঝখান দিয়ে গেছে ফ্রেমের, রুল অফ থার্ডস অনুযায়ী হলে আরেকটু ভাল হত হয়ত।
ধন্যবাদ। আমার বিন্দুমাত্র টেকনিক্যাল নলেজ নাই। ক্যামেরাই ফ্রেমে যা আসে তাই তুলি।
love the life you live. live the life you love.
কাঁচা হাত! রসিকতা করেন মশায়!!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
নারে ভাই রসিকতা না। আমি আসলেই ক্যামেরার কোন ব্যকরণ জানি না।
বাহ!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
নতুন মন্তব্য করুন