দ্রব্যমুল্য লাফিয়ে বাড়ে
সংযমের মাস রমজানে
কোথায় কিসে গলদ সেটা
আমজনতা কম জানে ।
আমজনতা ক্ষোভে ফাটে
কবিও ভীষন চমকান
যখন শুনে, মন্ত্রী বলে
“রোজার মাসে কম খান” ।
বলবেন কি,থামবে কবে
মিরসরাই এর কান্না
শোকে পাথর,নির্বাক সব
সান্ত্বনাও পান না ।
অলিগলিতো বেহাল দশা
মহাসড়কও মরনফাদ
অল্প চাপে ভেঙ্গে পড়ে
যেন সেটা বালির বাধ ।
হারিয়ে গেল তারেক মাসুদ
হারালো মিশুক মুনির
আবার কবে পাব দেখা
তাদের মত গুনীর ।
মহাসড়কে আমজনতার
কেন এতো যন্ত্রনা হয়
সেই কথা কি একটিবারও
ভাবেনা সড়ক মন্ত্রনালয় ।
সড়ক তো আর সড়ক নেই
ঠান্ডা মাথার খুনি
মাননীয় মন্ত্রী,
আর কতজন হারিয়ে গেলে
পদ ছাড়বেন শুনি ?
তানভীর হায়দার
মন্তব্য
gud
gud
ভাল লাগলো।
ছড়া জব্বর হইছে।
দ্রব্যমূল্য লাফিয়ে বাড়ে
কিভাবে যে থামাই তারে?
সব কষ্ট আমরার ঘাড়ে
মন্ত্রী কি আর গদি ছাড়ে!!!
ভদ্রলোক কী হয় না মন্ত্রী,
রাজনীতির পায় না ভাত?
সবাই খালি ষড়যন্ত্র করে,
শুনেই পড়ল মাথায় হাত!
মারার আগে হয় না শিক্ষা,
মারলে কান্দস - মারে কা?
মারলেও তোদের হুঁশ ফেরেনা
তোরা কী রে মানষের ছা?
ভালো হয়েছে।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন