নৈশব্দ

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি
লিখেছেন যাযাবর ব্যাকপ্যাকার (তারিখ: মঙ্গল, ২৩/০৮/২০১১ - ২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[পুরাতন ছবি, পুরাতন লেখা। ছবি তোলা হয়েছে LG Cookie ফোনের 3MP ক্যামেরা দিয়ে, শেডের ঘষামাজা Picasa দিয়ে]

কথা ছিল নিঃশব্দতার।

অজানা স্পর্শের প্রতীক্ষারত উৎকণ্ঠাদের..

হঠাৎ গাম্ভীর্যের কপটতা ভেঙে
হেসে ওঠে স্বপ্ন,
স্তম্ভিত চতুর্দিক
অনুভব চায় অস্পৃশ্য সুখের।

তারপরে গ্রীষ্মের রাতে অস্বস্তিকর ছাড়াছাড়া ঘুমের মত
মৃত্যুদণ্ড হয় অসহ্য অপেক্ষার উত্তেজনার।

শুধু থেকে যায় নিস্তব্ধ প্রলয়ের গর্ভে
একমুঠো অযথা প্রশান্তি।

640x489)

P220610_18.39


মন্তব্য

অপছন্দনীয় এর ছবি

ছবিগুলো দিব্যি লাগলো, কিন্তু কোবতে... ইয়ে, মানে... ওই জিনিস বোঝার সাধ্য আমার নেই মন খারাপ

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

কোবতে কোথায়?? চিন্তিত

ধন্যবাদ। এগুলো আমার খুব প্রিয় ছবি। বিশেষ করে শেষেরটা।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নীলকান্ত এর ছবি

গুরু গুরু

গুল্লি

যাযাবর ব্যাকপ্যাকার কবি। ছবি ভালো হইছে। চলুক


অলস সময়

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হা হা হা! আমার এক ছড়াকার বন্ধু একবার আমার কোন একটা ফেসবুক স্ট্যাটাস পড়ে বলেছিল যে আমি যদি কখনো ছ্যাঁকা খাই তাইলে নাকি খুব ভালো কবিতা লিখতে পারবো! তোমার 'কবি' উপাধি শুনে সেইটা মনে পড়ে গ্যালো ... হো হো হো

ছবিতে গুলি দেয়ার জন্যে অনেক ধন্যবাদ। আসলে সব ক্রেডিট ঐ মেঘগুলোর। পড়ন্ত বিকালের ঘন মেঘের মাঝে যে এত রঙ লুকিয়ে ছিল কে জানতো! দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনিকেত এর ছবি

ছবি আর লেখা দুটোই জটিল হয়েছে
তুমি যে কোবতে লিখ সেইটা তো জানতাম না---
আরো আসুক

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমিও কবি আর এইটাও কোবতে অনিকেত'দা!!

কথা ছিল বর্ষার ই-বইতে তাড়াহুড়ো করে কিছু দেবার, তখনো ঝুম বৃষ্টি নামেনি, তাই ছবির জন্যে পুরানো ফটো ঘাঁটছিলাম। কিন্তু শুধু ছবি ফাঁকা লাগে দেখে ছবির দিকে তাকিয়ে থেকেই হুটহাট যা মাথায় এসেছে লিখে গেছি। আজকে শুধু নিজের প্রিয় এই ছবিগুলো শেয়ারেরই ইচ্ছা ছিল, কিন্তু নির্দিষ্ট শব্দসংখ্যার কোটা পূরণ না করলে পোস্ট দেয়া যাচ্ছে না... তাই দিয়ে দেয়া...

অনেক ধন্যবাদ। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ফাহিম হাসান এর ছবি

ছবিগুলো ভাল লেগেছে, বিশেষ করে প্রথম ছবিটা খুব সুন্দর। আর মনে হয়েছে লেখার চেয়ে ছবিগুলো বেশি বাঙ্ময়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ধন্যবাদ ফাহিম।

মনে হয়েছে লেখার চেয়ে ছবিগুলো বেশি বাঙ্ময়।

ঠিক!

ছবিগুলোতে ফ্রেম অ্যাড করলাম, ফটোশপ দিয়ে। নির্জন স্বাক্ষর আর সুরঞ্জনাকে অনেক ধন্যবাদ টিপসের জন্যে (লাইন বাই লাইন টিউটোরিয়াল দিয়েছে আসলে!) হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ফাহিম হাসান এর ছবি

ফ্রেম দেওয়ার পর আরো সুন্দর লাগছে।

একটু পাকনামি করি - প্রথম ছবিটাতে নেগেটিভ স্পেইসের ব্যবহার খুব চমৎকার হয়েছে, সুন্দর কম্পোজিশান -ক্রিয়েটিভ।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এই জন্যেই তো কাজ বাদ্দিয়ে ফ্রেম দেয়া শিখলাম। দেঁতো হাসি

সাধারণত যা করি না তাই করেছি এই ছবিগুলোর ব্যাপারে... কম্পোজিশন নিয়ে ভেবেছিলাম একটু আধটু আসলেই!
খেয়াল করবার জন্যে অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অট: ছবিগুলো তোলা একটা কনস্ট্রাকশন সাইটে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

চলুক চলুক

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

শুধু থেকে যায় নিস্তব্ধ প্রলয়ের গর্ভে
একমুঠো অযথা প্রশান্তি

বাহ খুব সুন্দর!!!

শেষের ছবিটা দারুণ লাগলো যাযাদি। চলুক

অটঃ কবিতার ভিতরের 'নিঃশব্দতা' বানানটাই তো ঠিক ছিল আপু, শিরোনামে বিসর্গটা বাদ পরে গেছে যে?
নিঃশব্দ + ষ্ণ্য = নৈঃশব্দ্য।


_____________________
Give Her Freedom!

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অনেক ধন্যবাদ।

বিসর্গ আর য-ফলা দিলে নিঃশব্দতা জোরালো হয় বুঝি? চিন্তিত
বাংলা একাডমির অভিধান বলছে নৈশব্দ আর নৈঃশব্দ্য দুটোই ঠিকাছে, তাই পছন্দের বানানটাই রেখে দিয়েছি। হাসি

আমারো শেষের ছবিটা অনেক প্রিয়।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

শুভেচ্ছা আপু। হাসি

তা কিছুটা হতেও পারে। হাসি

জ্বি অভিধানে দ্বিতীয় বানান হিসেবে আছে যেহেতু সেহেতু এটিও বৈধ বানান। তবে প্রথম বানানটা ব্যবহার করা ভালো মনে হয়, ব্যাকরণটা ঠিক ঠাক থাকে। শব্দটা যে নিঃশব্দ, নিশব্দ নয়। নৈশব্দ আসছে নিশব্দ থেকে। তবে সমস্যা নাই, অভিধান বৈধতা যখন দিয়েছে।

(কিছু মনে করবেন না যেন যাযাদি! হাসি বানান নিয়ে সাধারণত আমি কখনই কিছু কাউকে বলি না কারণ নিজেই ভুল করি। তবে পরিচিত হলে বলে বসি। দেঁতো হাসি )


_____________________
Give Her Freedom!

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নীড় সন্ধানী এর ছবি

ছবিতে রঙ কই অ্যাঁ??? নাকি রঙিন মেঘ আমার চোখে সাদাকালো চশমা লাগিয়ে দিয়েছে। অ্যাঁ

২ নম্বর ছবিটা দারুণ হয়েছে চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

কী বলেন নীড়'দা, আমি তো নীল, বেগুনি, কালোর শেড দেখি... আপনি শুধুই সাদা-কালো দেখেন...?! চাল্লু

ধন্যবাদ অনেক। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুমন তুরহান এর ছবি

ছবিগুলো দুর্দান্ত ! চলুক

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ahasnat এর ছবি

যাযাকে ঝাঁঝাঁ

এ হাসনাত

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হা হা হা! আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

guest_writer এর ছবি

ছবিগুলো দেখে কোন্ সুদূরে যেন হারিয়ে গেলাম। কঠিন বাস্তবতা থেকে অনেক অনেক দূরে। দারূন এক ভাললাগা আমাকে গ্রাস করেছিল । কিছুক্ষণের জন্য হলেও সে এক স্বর্গীয় প্রশান্তি। ধন্যবাদ, অজস্র ধন্যবাদ আপনাকে কঠিন বাস্তবতাকে কিছুক্ষণের জন্য বেমালুম ভুলিয়ে দেবার জন্য। সত্য বলতে কি, আকাশের পানে তাকাবার সময় ও সুযোগ কোনটাই নেই এই পোড়াকপালে।
মন্তব্য লিখেছি : প্রৌঢ়ভাবনা

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এত ভালো লেগেছে জেনে আমারো সত্যি অনেক ভালো লাগলো। কীইবা আছে দেখার আকাশ ছাড়া, একমাত্র ঐটুকু তো তাও এখনো দখল হওয়া বাকি আছে ... আর পৃথিবীর কমবেশি সবখানেই তা একই রকম, বি-শা-ল ...

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনিন্দ্য রহমান এর ছবি

কোবাইছ দেখি! ছবিগুলাও ভাল।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হ! কোবাইছি!! চোখ টিপি

থেঙ্কু!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

আশালতা এর ছবি

ছবি সুন্দর লাগলো। আমি ছবি তুলতে পারিনা, যারা পারে তাদের হিংসে হয়।

অ টঃ আপনার মেলিং এড্রেস কোথায় পাবো ? কাশতানকা যোগাড় হলেই পাঠাতাম। হাসি এখানে দিতে না চাইলে আমারটা দিয়ে যাই, টুকি দিতে পারেন।

----------------
স্বপ্ন হোক শক্তি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ধন্যবাদ আশালতা আপু। সচলায়তনে মারাত্মক সব ফটোগ্রাফাররা আছেন, সেই হিসেবে আমি খালি আমার ক্যামেরা নিয়ে ঘুরতে পারি, ছবি তুলতে শিখতে বহুত দেরি আছে!

অট: তিথীডোর জানিয়েছিল বইটা 'সার্কাসের ছেলে'। সেই বইটার কাশতানকা হলে, আমার কাছে আছে বইটা। আর আমার মেইলের অপশন খোলা আছে তো, মেইল করার জন্যে নামের পাশের ছোট্ট খামটায় ক্লিক করতে হবে। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ধুসর গোধূলি এর ছবি

প্রথম ফটুকটা দেখে মনে হলো, আমি ভাঙা কাঠের পুল থেকে পড়ে গিয়ে উপরে তাকিয়ে আকাশ (কিংবা, কোন হালায় ধাক্কা দিলোরে!) দেখতেছি। ফাঁক দিয়ে অবশ্য কাঠের পুলের কিছু অংশ দেখা যাচ্ছে! তারপরের কয়েকটা ঠিক বুঝতারি নাই, আসলে কী দেখতেছি! শেষেরটা ভালো লাগছে। কারণ এইটায় কোনো বিমূর্ত'তা নাই। একেবারে সোজাসাপ্টা প্লেইন একটা ফটুক। আর কোবতের কথা কী কমু! দাঁত থাকতেই দাঁতের মর্যাদা করি বরং! হাসি

আয়নামতি এর ছবি

হো হো হো হো হো হো

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এইটাই তো ব্যাপার! ছবি দেখে আপনার কী মনে হচ্ছে। প্রথমটার বর্ণনা দারুণ হয়েছে।

তিন নম্বরটা আমার কাছে মনে হয়, যেন একাকী একজন অনেক দৃঢ়তার সাথে অসংলগ্ন কিছু জিনিসকে একত্রে ধরে রেখেছে।

চার অনেকটা ফাঁসির মঞ্চের মত। (কোবতের (?) সাথে মেলাতে পারেন ইচ্ছা করলে)

শেষেরটায় বিমূর্ততা নাই? চিন্তিত (অন্য কেউ বললে বলতাম ঠিকাছে, কিন্তু খ্রান, একটু পচাই ... )
কে বলেছে বিমূর্ততা নাই! দেখেন খেয়াল করে, আকাশের বুক চিরে চলে গেছে উন্নয়নশীল শহরায়নের সর্বগ্রাসী প্রতীক তার আর তার... আর শেষপ্রান্তে দৃষ্টি বাধাগ্রস্থ বর্ধিষ্ণু শহরে মাথাগোঁজার ঠাঁই বাসগৃহে... আর যেন সেটাই উপহাস করছে তারে বসা নীড়হারা একাকী একটা পাখি ... !
ছবি বোঝাই এত সব বিমূর্ত প্রতীক! তাও বলে বিমূর্ততা নাই! দেঁতো হাসি

ছবিগুলোর ভারী ভারী নামকরণ করা দরকার ... কী বলেন? চিন্তিত

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

রাতঃস্মরণীয় এর ছবি

জটিলশ্ব জটিল হয়েছে যাযাপু। ছবি-কোব্‌তে, সব।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ধন্যবাদ! দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মিলু এর ছবি

আসলেই

মনে হয়েছে লেখার চেয়ে ছবিগুলো বেশি বাঙ্ময়।

বিশেষ করে শেষ ছবিটার অদ্ভূত নিঃসঙ্গ একটা রূপ আছে। চলুক

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মিলু এর ছবি

আসলেই

মনে হয়েছে লেখার চেয়ে ছবিগুলো বেশি বাঙ্ময়।

বিশেষ করে শেষ ছবিটার অদ্ভূত নিঃসঙ্গ একটা রূপ আছে। চলুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঠিকাছে

______________________________________
পথই আমার পথের আড়াল

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

কৌস্তুভ এর ছবি

ছবিগুলা কেমন হয়েছে সরাসরি কমু না, শুধু দুইটা কথা কমু - সেদিনের আকাশটা যে কেমন খাসা ছিল তা বেশ বুঝতে পারছি, আর যাযাদি যে ফ্রেমিং নিয়ে বেশ মাথা ঘামিয়েছে সেটাও বোঝা যাচ্ছে হাসি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

সেদিন আকাশ এত অসাধারণ ছিল যে আমার ক্যাননের ক্যামেরাটা সাথে না থাকায় হাত কামড়াতে ইচ্ছা করছিলো (হোক তা নেহায়তই পয়েন্ট এন্ড শুট)! কিন্তু আসলেই মোবাইলের কম মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েও যে ইচ্ছা করলে দারুণ কিছু ছবি তোলা যায় এই ছবিগুলো তার প্রমাণ। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তারাপ কোয়াস এর ছবি

(উপর থেকে নীচে) প্রথম দুইটা আর শেষের ছবির আকাশের রং কি প্রাকৃতিক? চমৎকার লাগলো ছবিগুলা।


love the life you live. live the life you love.

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

'প্রাকৃতিক' বলতে কি আন-এডিটেড বোঝাচ্ছেন? খালি চোখে মেঘের রঙ সেদিন ছাই আর নীল মেশানো ছিল। কিন্তু খালি চোখে যেমন লাগছিল ক্যামেরার ছবিতে তার থেকে কিছুটা আলাদা এসছে, পরে আমি ছবিগুলোর শেড হালকা অ্যাডজাস্ট করেছি, টিন্ট (Tint) পরিবর্তন করেছি। মূল ছবিতে ফোরগ্রাউন্ড আর একটু আলোকিত ছিল, সেগুলো ডার্ক হয়ে গেছে (ইচ্ছে করে করা)। শেষের ছবিটায় যেমন আবার শুধুই ধূসর মেঘ ছিল, কিন্তু কালো-সাদা আলো-ছায়ার খেলাটা তৈরি করেছি।

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

আয়নামতি এর ছবি

ছবিগুলো কবিতার মত কথা বলে যেন! দারুণ হাততালি চলুক

কৌস্তুভ এর ছবি

তাই তো বলি, এগুলোর সাথে আর কবিতা দেওয়ার দরকার কি? শয়তানী হাসি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মৌনকুহর এর ছবি

ছবিগুলো দুর্দান্ত! হাততালি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যুমার এর ছবি

মেঘের অনেক রং।কেন যেন আপনার ছবিগুলো দেখে গান মনে এল-আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়-----
চমৎকার!

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হাসি ধন্যবাদ যুমার। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তিথীডোর এর ছবি

ছবিগুলো ভাল লাগলো...
বিশেষ করে দ্বিতীয়টা। চলুক

সাহস করে নিজের একটা আনাড়ি ফটু দিলাম..‘সন্ধ্যার মেঘের রঙ অন্ধকার হলে..’ লইজ্জা লাগে

'আমি ভালোবাসি মেঘ।
যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল' !
হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

বাহ! বাহ! (তোমার ছবি দেখে) হাততালি

আর আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তানিম এহসান এর ছবি

প্রতিটা ছবির ফ্রেমের মধ্যে একটা দ্যোতনা আছে, গাঢ় নিরেট একটা, দুইটা তিনটা চেনা অবয়বের মধ্যে দিয়ে চিরচেনা অচেনা আকাশ! কবিতাটাও প্রশান্তির মিশেল দিলো! দারুন!!

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।