অনিন্দ্য সঙ্গমের গল্প

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৪/০৮/২০১১ - ১০:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

০২. ফিঙে ও শঙ্খচিল

সূর্য উঠার আগেই ঘর্মাক্ত শরীরে বিছানা ছাড়ি প্রতিদিন। বসন্তকাল, নরোম বাতাস, মাঠে বিশাল সবুজের সমারোহ। কৃষকরা আগাছা নিড়ানীতে ব্যস্ত। খেতের আলে ছড়িয়ে থাকা খুঁটিগুলোতে পুচ্ছ দুলাচ্ছে ফিঙেরা। সজাগ দৃষ্টি; ঠোঁটে ঘাস ফড়িঙের লালসা।

আমরা দুষ্ট বালকের দল পতঙ্গফাঁদ নিয়ে প্রস্তুত। আমাদের ছোট ছোট চোখে শালিকের দৃপ্তি। ভোরের আলো প্রসারিত হওয়ার আগেই ধানের খেত ভরে ওঠে মা পাখিদের কলরবে। বাচ্চার আহার সংগ্রহে বেপরোয়া শালিকের দল। আমাদের মুগ্ধ চোখ মাঝেমাঝেই সতর্ক হ’য়ে ওঠে পতক্সগ ফাঁদের ঈশারার প্রতি। হঠাৎ পতক্সগফাঁদে আটকা পড়া একটি শিশু ফিঙের তীব্র চিৎকারে আমাদের ধ্যান ভাঙ্গে। ছুটে যাই তড়িৎ। ফাঁদের কাছাকাছি যেতেই কানের কাছে ঝপাঙ নেমে আসে বলিষ্ঠ ফিঙের ডানার সুতীব্র ঝাপট। ফিঙে দলপতির দূরন্ত সাহস আমাদের বিমূড় করে দেয়। থমকে যায় আমাদের সোনালী সকাল।

ধীরে ধীরে যৌবনপ্রাপ্ত হয় সকাল। আকাশে নেমে আসে ক্ষুধার্ত শঙ্খচিলের দল। কাঁকড়া শিকারী শঙ্খচিলেরা সুতীব্র বেগে নেমে আসে নিচের দিকে; ছোবল মেরে নিমেশেই চ’লে যায় আকাশে। বিচিত্র রকমের এসব খেলায় মেতে উঠি আমরা।

দু’টি দুরন্ত ফিঙের অসীম সাহস আমাদের মনোযোগকে আরেকবার টেনে নিয়ে যায় দিগন্তের ওপারে। ফিঙেদু’টি একের পর এক বেপরোয়া ডানার ঝাপটে দিশেহারা একটি শঙ্খচিল অসহায় ঘুরতে থাকে আকাশে আকাশে। অবাক বিস্ময় নেমে আসে আমাদের আকাশে। আমাদের চোখে স্থীর হ’য়ে থাকে দু’টি দুরন্ত ফিঙের কাছে একটি বলিষ্ঠ শঙ্খচিলের অসহায় আত্মসমর্পনের দৃশ্য।

আলতাফ শেহাব


মন্তব্য

রোমেল চৌধুরী এর ছবি

নির্মল!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

আলতাফ শেহাব এর ছবি

শুভেচ্ছা সুপ্রিয়। সুন্দর থাকুন।

আয়নামতি এর ছবি

চলুক

আলতাফ শেহাব এর ছবি

ধন্যবাদ। ভালো থাকবেন।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

আলতাফ শেহাব এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই।

nupurkanti এর ছবি

আবারো ভালো লাগলো। "পতক্সগ" শব্দটি কি বানান ভুলের কারণে সৃষ্ট?
কিছু বানান ভুল শুধরে নিলে ভালো লাগবে।
বিমূড় = বিমূঢ়
নিমেশে = নিমেষে
স্থীর = স্থির
আত্মসমর্পন = আত্মসমর্পণ

তবে গল্প ১ এর তুলনায় এ ছবিটিকে কিছুটা দুর্বল মনে হলো। ফিঙে আর শঙ্খচিলের গতিময় বাদানুবাদের উল্লেখ তুলনায় কম হয়েছে বলেই হয়তোবা।
পর্ব ৩ এর প্রতীক্ষায় রইলাম।

আলতাফ শেহাব এর ছবি

অশেষ কৃতজ্ঞতা nupurkanti "পতক্সগ" শব্দটি কনভার্ট করার পর ভেঙ্গে গেছে। এছাড়াও আমার অনেক দূর্বলতা আছে আপনাদরে সহযোগিতা পেলে আশা রাখছি শুধরে নিতে পারব।

সুমন তুরহান এর ছবি

সুন্দর!

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

আলতাফ শেহাব এর ছবি

ধন্যবাদ সুমন ভাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।