ভাগ্যিস

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৫/০৮/২০১১ - ৩:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভাগ্যিস আমাদের দুজনের দু’টি আলাদা অস্তিত্ব ছিলো
হয়তো সেজন্যই বিপন্নতার টানাপোড়নে
একে অন্যের জন্যে উদ্বিগ্ন হবার সুযোগ ছিল।

ভাগ্যিস আমাদের ফ্লাটে ছিল আলাদা দু’টো শোবার ঘর
সেই ঘরে দু’টো আলাদা বিছানা―
আমাদের যখন ভাব হতো না অথবা
একান্তই নিজস্ব কিছু মুহূর্ত কাটাবার
প্রয়োজন ছিল অবধারিত
তার পরিসর ছিল হাতের নাগালেই।

ভাগ্যিস আমাদের আলাদা দু’টো জানালা ছিল
সেই জানালার শার্সিতে ছিল আলাদা আকাশ
আলাদা রঙের রোদ্দুর কিম্বা জ্যোৎস্না ছিল
ছিল আলাদা অন্ধকারও কিছু―
আমরা কখনো কখনো একে অন্যকে
নিজেদের ঘরে কিম্বা জানালায়;
অথবা কখনো আরো আপন ভেবে
আকাশে, রোদ্দুরে, জ্যোৎস্নায়;
এমনকি অন্ধকারেও নিমন্ত্রণ করতে পেরেছি।

ভাগ্যিস আমাদের দুজনের একটাই পৃথিবী ছিল
নয়তোবা মহাজাগতিক প্রসারণে
আমাদের আলাদা হয়ে যাওয়া ছাড়া
অন্য কোন গত্যন্তর ছিলো না।


মন্তব্য

সুমন তুরহান এর ছবি

ভাগ্যিস আমাদের আলাদা দু’টো জানালা ছিল
সেই জানালার শার্সিতে ছিল আলাদা আকাশ
আলাদা রঙের রোদ্দুর কিম্বা জ্যোৎস্না ছিল
ছিল আলাদা অন্ধকারও কিছু―

অপূর্ব! আজ সকালে ঘুম থেকে উঠে সচলের নীড়পাতায় প্রথমেই প্রিয় কবির কবিতা দেখে মনে হলো- দীর্ঘ পথচলার পর মরুচারী পথিক পেয়েছে দেখা তার মরুদ্যানের। আমাদের মাঝেই থাকুন কবি, নিয়মিত।

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

রোমেল চৌধুরী এর ছবি

তোমাদের উজাড় করা ভালোবাসা পেয়ে ধন্য আমি! কেবলই মনে হচ্ছে অডেনের সেই বিখ্যাত উক্তি,

We must love one another or die.

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রু (অতিথি) এর ছবি

লম্বা বিরতির পর আবারো ঝটপট লেখালেখি করছেন দেখে ভালো লাগলো। ভালো থাকবেন।

রোমেল চৌধুরী এর ছবি

আমার খুব ভালো লাগছে আপনার মন্তব্য পেয়ে। আপনিও ভালো থাকবেন, রু।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

আশরাফ মাহমুদ এর ছবি
রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ কবি।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুরু গুরু

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রোমেল চৌধুরী এর ছবি

লইজ্জা লাগে

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

খেয়ালীমন এর ছবি

অসম্ভব সুন্দর একটি কবিতা

রোমেল চৌধুরী এর ছবি

আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খেয়ালী মন।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কৌস্তুভ এর ছবি

বাঃ!

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, কৌস্তুভ ভাই।
অট। কলকাতার কবি সুশোভন দাসগুপ্ত ও কবি সোহম দাসগুপ্তকে চেনেন?

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

আয়নামতি এর ছবি

দারুণ! চলুক

রোমেল চৌধুরী এর ছবি

অনেক অনেক ধন্যবাদ, বোন।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

আশালতা এর ছবি

অনেকদিন পর কবিতায় চেনা কবিকে দেখতে পেলাম। খুব খুব ভালো লাগল। গতবারেরটায় সময়াভাবে মন্তব্য করতে পারি নাই, কিন্তু বলতে চেয়েছিলাম ওখানে আপনাকে খুঁজে না পেয়ে কেমন কেমন লাগছিল।

----------------
স্বপ্ন হোক শক্তি

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, বোন। বাবুইকে নিজের বাসাতেই খাসা মানায়, কথা সত্যি।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তানভীর রাব্বানী এর ছবি

চলুক

রোমেল চৌধুরী এর ছবি

ভাই তানভীর, অনেক প্রেরণা পেলাম। ধন্যবাদ জানবেন।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

দ্বিতীয় সুবর্ণরেখা এর ছবি

আরে দারুণ!

রোমেল চৌধুরী এর ছবি

সুবর্ণ রেখা, অনেক অনেক ধন্যবাদ আপনার প্রেরণা জাগানিয়া মন্তব্যের জন্য।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

পাগল মন এর ছবি

অসাধারণ লাগলো রোমেল ভাই।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, সাঁকো নাড়াবার মহাজন! জন্মদিনের কেকটা একাই খেলেন?

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

চমৎকার! এটা ঠিক্‌ রোমেলীয় হয়েছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রোমেল চৌধুরী এর ছবি

আপনি যদি চমৎকার বলেন তবে নিশ্চিত এবার আমি উৎরে গেছি!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সম্পর্কও বিপন্ন হয়ে পড়ে কখনও, সাময়িক বিচ্ছেদ আনতে পারে আরো গাঢ় অনুরাগ..............চমৎকার কবিতা রোমেল ভাই!!! চলুক


_____________________
Give Her Freedom!

রোমেল চৌধুরী এর ছবি

ঠিক ধরেছ ভাই,
মানুষের জীবনে 'ব্লিস অব সলিটুড' ও 'ভ্যাল্যু অব ফ্রেণ্ডশীপ' দুটিরই প্রয়োজন আছে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নীড় সন্ধানী এর ছবি

যাক একটা স্বার্থক অনুবাদের পর একটা নতুন কবিতা পাওয়া গেল হাততালি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ নীড়সন্ধানী ভাই, অনেক প্রেরণা পেলাম!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সুরঞ্জনা এর ছবি

সুন্দর লেখা।
হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ বোন,
এই মাঠে, এই ঢেউয়ে, আজ যেন নক্ষত্রের রুপোলী আগুনভরা রাতের আলো।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ বোন,
এই মাঠে, এই ঢেউয়ে, আজ যেন নক্ষত্রের রুপোলী আগুনভরা রাতের আলো।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

guest_writer এর ছবি

কবিতা আমি ঠিক বুঝিনা অর্থাৎ কবিতার অন্তর্নিহিত ভাবটি ঠিক বুঝে উঠতে পারিনা। কবিতার বহিরাঙ্গটি ভাল লেগেছে। মনে হয়েছে এ যেন আমারই জীবনকথা, অন্য কারও বয়ানে। ধন্যবাদ আপনাকে।
মন্তব্য : প্রৌঢ়ভাবনা

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ পাঠক,
কবিতায় জীবনকে কতটুকু ধরতে পেরেছি জানিনা। তবে এটুকু সত্য যে যথাসম্ভব সততার সাথে প্রকাশ করবার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

যুমার এর ছবি

কিছু সময় এবং ক্ষেত্রে খুব কাছে থাকার চেয়ে দূরত্বই ভালো।কবিতাটা ভালো লাগল।

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ যুমার, প্রেরণা পেলাম। আপনি ঠিকই বলেছেন।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগছে

______________________________________
পথই আমার পথের আড়াল

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই। ভাবী ও সোনামণি এখন সম্পূর্ণ সুস্থ তো!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রাতঃস্মরণীয় এর ছবি

ভালো লেগেছে বস, অসাধারণ। ফিল্ড মার্শাল মারতে ভূল করিনি।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রোমেল চৌধুরী এর ছবি

হা হা হা, বেশ মজা পেলাম। আপনি তো দেখছি উত্তর পাড়ার লোক।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তাসনীম এর ছবি

দুর্দান্ত।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ তাসনীম ভাই। ফেসবুকে আপনার চিঠি পেয়েছি।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তানিম এহসান এর ছবি

একমুঠো শুভেচ্ছা হাসি

রোমেল চৌধুরী এর ছবি

শুভেচ্ছায় ধন্য হলাম, এবার সমালোচনায় স্নাত হতে চাই!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তানিম এহসান এর ছবি

সম-আলোচনা করতে যেয়ে মনে হলো মুঠোভরা শুভেচ্ছাই দিয়ে যাই, কবিতা কয়েকবার পড়েছি, প্রতিবার মুগ্ধ হয়েছি, ভিন্ন ভিন্ন পংক্তি বিভিন্নবার বিভিন্নভাবে জড়িয়ে ধরেছে! তবে আপনার ছন্দোবদ্ধ কবিতা পড়তে বেশী ভালো লাগে। মুঠো আবারও খুলে গেলো, নিয়ন্ত্রন কমে যাচ্ছে কি!! হাসি

রোমেল চৌধুরী এর ছবি

নিয়ন্ত্রণে কাজ নেই, সৌন্দর্যের গহনে ডুবুরী হতে চাই। খুলবারও একটা নিজস্ব ছন্দ আছে, আছে শিল্প, আছে শিহরণ।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তানিম এহসান এর ছবি

”আছে আদিম মানুষের মত প্রতিটি প্রথম আবেগের তুমুল পয়মন্ত অভিশাপ,
আছে প্রথম জ্বলে উঠা আগুনের হিম হিম ছায়া ঘিরে বসে থাকা প্রথম মানুষের
মত অপরিসীম বিস্ময় - বিমুগ্ধ চোখের ভেতরে খেলা করা সবটুকু শিশুর সারল্য -
আছে প্রথম জলের কাছে চলে যাওয়া মানুষের প্রথম জলজ অনুভব, আকুতি;
আছে মানুষ হিসেবে প্রথম মানুষের মত মানবিক আচরণ, যথাযথ মানবিক -
আছে বোধের অতলে লুকোনো প্রথম বোধের ভেতরে আসা -
এ জীবন মানুষের নয়, এ জীবন ব্যাকরণে ঘিরে ফেলা মানুষের ইতিহাস!!“

আপনাকে একটা লেখা দেব, কোনকিছুই পছন্দ হচ্ছিলোনা - এই এখন এই মুহূর্তে যা এলো তাকেই নৈবদ্য হিসেবে দিলাম কবিতার কাছে - আর সব ফিকে হলো!

রোমেল চৌধুরী এর ছবি

বাহ, বেশ তো! পঞ্চম ও শেষ লাইনটাকে নিয়ে আবারো ভাবো। চঞ্চুতে মেখে নিলে আরো খানিকটা ভোরের শিশির হয়তো শুদ্ধতা উঠবে ফুটে ভোরে ফোটা গোলাপের মতো।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।