আমার ২মাস বয়সের পিচ্চিটাকে প্রায়ই প্রতিদিন এই গল্পটা বলে ঘুম পাড়ানোর (ব্যর্থ) চেস্টা করি। সচলের পাঠকদের জন্য গল্পটা হুবহু তুলে দিলাম:
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
এক বনে তোমার এক বাঘ মামা থাকে। একদিন সেই বনের মাঝদিয়ে এক বালিকা (সুন্দরী রাজকন্যা??) বাড়ি ফিরছে, তাকে দেখেই বাঘ মামা হালুম করে কামড়ে দিতে গেল।
কিন্তু একি! বালিকা দেখি একটুও ভয় না পেয়ে বাঘ মামাকে দিল এক ঝাড়ি "আগে দাঁত উঠুক তারপরে নাহ্য় কামড় দিয়ো, কেমন?"
মনের দুঃখে কাঁদতে কাঁদতে আমাদের বাঘ মামা কাপড় পাল্টে হাঁটুপানির জলদস্যু হয়ে গেল!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* গল্পটা কিন্ত আমার পিচ্চির মোটেও পছন্দের না, গল্প শুরু হলেই সে নাকমুখ বাকা করে প্রতিবাদ করে - এর চেয়ে ঘুমপাড়ানি মাসিপিসি তার অনেক পছন্দের (মনে হয় কাহিনীর মিথ্যাচার আর সামান্য ১০+ অ্যাডাল্ট টোন-টা তার পছন্দের না)। তবে আমিও তাসনিম ভাই থেকে ইন্সপায়ার্ড হয়ে এই মিথ্যাচার চালিয়ে যাব
**এই গল্পটির সকল চরিত্রই কিন্তু কাল্পনিক, আপনারা কিন্তু এর সাথে কোন বাস্তব ঘটনা / চরিত্রের মিল খুঁজতে যাবেন না।
*** আজকে আমর প্রিয় ব্লগার হিমু'র জন্মদিন - জন্মদিনে তাঁকে জানাই ৪টা [url=http://translate.google.com.au/#en|bn|saber%20tooth]সৈন্যবল দাঁতের[/url] শুভেচ্ছা!
শুভ জন্মদিন হিম্ভাই!
ঢাকাই্যা যাদুকর
মন্তব্য
হিমুকে জন্মদিনের শুভেচ্ছা।
----------------
স্বপ্ন হোক শক্তি
তাড়াতাড়ি আমাকে কেক আর কোক পাঠিয়ে দিন, হিমুভাইকে আমি আপনার হয়ে শুভেচ্ছা দিয়ে দিচ্ছি!
এইরে - শেষ লিন্কুটা দেখি ঠিক মত লাগেনাই!
গুসার্চে saber tooth -এর বাংলা অর্থ সৈন্যবল দাঁত!
http://translate.google.com.au/#en|bn|saber%20tooth
ভাই, অপরাধ নেবেন না - শুভেচ্ছা জানানোর ইচ্ছাটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু পোস্টটা যেন ঠিক জমল না...
শুভেচ্ছা বারবার দেওয়া যায়। হিমুকে আবারো জন্মদিনের শুভেচ্ছা জানালাম।
নতুন মন্তব্য করুন