খুব চাপ দিয়ে জমিয়ে ফেলেছে কিছু জল
অনুভূতি তার হাতের মধ্যে
একবার সমুদ্রের সান্নিধ্য চেয়েছিলাম
উৎসের কাছে মানুষ যায়
জলের দর্পনে দেখেছিলাম অখণ্ড এক জলজ মুখ
তখনই একটা শক্ত হাত
অন্যশরীরে রূপান্তরিত হচ্ছিল
আমার কিছু নতুন অনুভূতি
সৃষ্টির আগে সৃজ্যকে
কিছুকাল কী থাকতে হয় স্রষ্টার সঙ্গে
আমিও গড়েছি ঘর
যেমন কবিতার সঙ্গে শব্দের একান্ত ঘর
অপেক্ষা করছি,
মুক্ত মনে এই কৃষ্টিক মানবী
কখন নীলচোখ জোড়া মেলবে ?
বিশুদ্ধ বাংলায় বলবে, বহন করছি কবি-
পেটে আমার তোমার প্রজাপতি!
(Schmetterling im Bauch -মূল জার্মান)
পেটে প্রজাপতি : প্রমানুভূতি, প্রেমেপড়া... ।
মন্তব্য
মগজে তুফান তুললো এই শব্দ ক'টি!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
মগজে তুফান তুললো এই শব্দ ক'টি!'
একবারে আমার অনেক পাওয়া হলো,
একটা নীল নাকফুল পাঠালাম
আপনার প্রিয়তমার সৌজন্যে,
এবার গ্রহণ করুন
ধন্যবাদ!,
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
স্বতন্ত্র
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
আপনার তিনটি অক্ষরে মনোযোগ ভরপুর, ভালবাসা ভরপুর, ...
অনেক অনেক ভালবাসা! ভাল থাকবেন।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
আসলেই চমৎকার বলেছেন কবি!!!
_____________________
Give Her Freedom!
সৃষ্টির আগে সৃজ্যকে
কিছুকাল কী থাকতে হয় স্রষ্টার সঙ্গে'
দেহ-মনে সত্য মনে হয়েছে, শুভেচ্ছা, ভালবাসা!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
কোথাও একটা চড়া টান পেলাম, একদম ভিন্ন, শাহীন ভাইকে ছাড়িয়ে আরো শাহীন ভাইয়ের কাছে!
কোথাও একটা চড়া টান পেলাম, একদম ভিন্ন, শাহীন ভাইকে ছাড়িয়ে আরো শাহীন ভাইয়ের কাছে!
এখানে আর কী লিখবো?
ভাল থাকবেন। ধন্যবাদ!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নতুন মন্তব্য করুন