মাতালের গান

সুমন তুরহান এর ছবি
লিখেছেন সুমন তুরহান [অতিথি] (তারিখ: শনি, ২৭/০৮/২০১১ - ১০:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাতালের গান – ১

মদের বোতলে মাতালের থাকে
মৃতু্যর উল্লাস,
ছিপি খোলা হলে সংকেতে জাগে
চিনে বাসনের লাশ।

বিবমিষাময় ক্লান্ত নগরে
রজনীর চুল যতো,
তারও চেয়ে ঢের গিলেছো পাঁচন
রমনদূতের মতো।

নিকোনো উঠোন জুড়ে মাতালেরা
ধরেছে ঐকতান,
এক নিমেষেই হয়ে গেলো তারা
প্রতিভার শয়তান।

---

মাতালের গান - ২

মিশরি মেয়ের সেতারের মতো উরু
বাগানে নিহত চীনাবাদামের চাঁদ,
ধুম্রবালিকা ফিরিস্তি করো শুরু
ঐশী গৃহের দ্বারবান সাদ্দাদ!

দ্রাঘিমা প্রদেশে খুলে যাওয়া সালোয়ার
আদিম মত্ত বেদুইন সেমেটিক,
করতলে নিয়ে স্বৈরিণী তলোয়ার -
এ মাতাল জানে ফেরাউন ছিলো ঠিক!

মাঝে মাঝে খোদা খুনসুটি করে জানি
বান্দার লাশে সেরেছেন প্রীতিভোজ,
পাললিক মদে অসহায় তরমুজ -
কেটে কুটে লাল, আর কিছু শয়তানি।

মেয়েমশাদের করে এনে তাই ভাড়া
সিনাই পাহাড়ে আল্লার প্রতিরোধ,
সব মাথা নত, শুধু একজন ছাড়া
বিদ্রোহী ফিল্ড মার্শাল নমরুদ!

লাল ঝুঁটিওলা মোরগেরা ধরে ধ্যান
ইজরায়েলের ব্রীড়ায় নমিত ক্রোধ,
জিহোভা কি সদা বিজয়ের স্বাদ নেন
লড়াইয়ে যেখানে অগুণতি নমরুদ?

সলোমন আর জুডাসের মতো দুগ্ধ
পান করে নীল, আমিও করছি উক্তি
তোমার ভীরুতা দেখেই হয়েছি মুগ্ধ
দোহাই আল্লা, এইবার দাও মুক্তি!

---


মন্তব্য

রোমেল চৌধুরী এর ছবি

Simply stunning!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সুমন তুরহান এর ছবি

রোমেল ভাই, আপনি এসে আমার উন্মত্তব্যর্থতাসমগ্র পড়ছেন - এটাই আমার সবচেয়ে বড়ো পাওয়া।

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

তানিম এহসান এর ছবি

বেশ কিছুদিন পর আপনাকে আপনার মত করে পাওয়া গেলো! অবশ্য আপনার আপনাকে নানাভাবে জানছি - সব জানাতেই গান আছে হাসি

সুমন তুরহান এর ছবি

শুভেচ্ছা তানিম ভাই। আপনাকে সবসময় পাশে পাচ্ছি - অনেক কৃতজ্ঞতা। হাসি

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

মিলু এর ছবি

ওরেব্বাস!! গুরু গুরু

সুমন তুরহান এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

অনিন্দ্য রহমান এর ছবি

প্রীতিভোজের সাথে তরমুজ, ক্রোধ আর প্রতিরোধের সাথে নমরুদ .. গেল কি?
মাত্রাবৃত্ত দেখতে পাই। তাই ইজরা-এলের পড়তে হইল। সমস্যা নাই অবশ্য।
বিদ্রোহী = ৪, ফিল্ড = কত ধরব? ২ না ৩? ছন্দই পাইলাম অনেকটা। কবিতা কিছুটা।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সুমন তুরহান এর ছবি

ধন্যবাদ অনিন্দ্য ভাই, আপনি মন দিয়ে পড়েছেন বলে। অন্ত্য:মিলে দুর্বলতা আছে কিছু কিছু জায়গায়, কোথাও কোথাও মাত্রাচু্যতি ঘটেছে। ধরিয়ে দেয়ার জন্যে ধন্যবাদ। নিরীক্ষা করার চেষ্টা করেছি, তবে সবচেয়ে বড়ো দুর্বলতা হচ্ছে এগুলো 'কবিতা' হয়ে ওঠেনি। বড়োজোর পদ্য বলা যেতে পারে হয়তো।

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

বন্দনা কবীর এর ছবি

অনেক দিন পর একটা কবিতা পড়ে মুখ থেকে , বাহ্‌" বেরোলো। অনেক ভাল লেগেছে। চলুক

সুমন তুরহান এর ছবি

এগুলো তো কিছুই হয়নি। তবুও আপনার অকৃত্রিম প্রশংসা ঋনী করে দিলো।

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

মৃত্যুময় ঈষৎ এর ছবি

দুটোই চমৎকার তবে দ্বিতীয়টায় অভিনব আর অসাধারণ সব উপমার ব্যবহার রয়েছে। মুগ্ধ হলাম, প্রিয় কবি। চলুক

অটঃ শেষে 'প্লিজ' শব্দটা নিয়ে ভাবা যায় কি, সুমনদা?


_____________________
Give Her Freedom!

সুমন তুরহান এর ছবি

অনেক ধন্যবাদ কবি। আমার মনে হয় তুমি খুব ভালো জায়গায় ধরেছো। ঠিক করে দিলাম। হাসি

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

মৃত্যুময় ঈষৎ এর ছবি

হাসি দোহাই শব্দটা যথার্থ হয়েছে!


_____________________
Give Her Freedom!

শাহীন হাসান এর ছবি

ইরানী গোলাপ তুমি নন্দন সুহাসিনী
এ বাসর হোক তোমার জনমরজনী -

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

সুমন তুরহান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

কৌস্তুভ এর ছবি

ভালো লাগল।

সুমন তুরহান এর ছবি

শুভেচ্ছা কৌস্তুভ'দা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

জ্যাক। এর ছবি

ভয়ানক ভয়ানক!!

সুমন তুরহান এর ছবি

তাই? হয়তো... দেয়ালের ভেতর আটকে না থেকে সীমানা পেরোনোর স্পর্ধা দেখানোই তো শিল্পের কাজ।

পড়ার জন্যে অনেক ধন্যবাদ। হাসি

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

নজমুল আলবাব এর ছবি

নমরুদরে এইভাবেতো চিন্তা করিনি। ভালো।

সুমন তুরহান এর ছবি

ধন্যবাদ নজমুল ভাই। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

ত্রিমাত্রিক কবি এর ছবি

চমৎকার চমৎকার চমৎকার চমৎকার চমৎকার

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সুমন তুরহান এর ছবি

কবিকে অসংখ্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

মহাস্থবির জাতক এর ছবি

ছন্দের খেলা ভালো লাগলো। কিন্তু, তেমন কবিতার যেন স্বাদ পেলাম না, যেমনটা আপনার আগের অনেক কবিতায় পেতাম।

ভালো থাকবেন।

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

সুমন তুরহান এর ছবি

ধন্যবাদ পড়ার জন্যে জাতক'দা। এগুলো আসলেই কবিতা হয় নি।

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।