বৃত্তে বন্দী

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: মঙ্গল, ৩০/০৮/২০১১ - ৯:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তুমি চলে গেলে
আরো খানিকটা নির্জন দিন পাবো
নিভৃত আঁধারে মসৃণ সুরে সত্ত্বাকে গড়ে নেব

যেটুকু সময় তুমি পাশে ছিলে
নিজেকে গিয়েছি ভুলে
অবহেলা ভরে দিয়েছি নিজের বুকের পাঁজর খুলে

সেখানে জমেছে শ্যাওলার মতো ভেজা অভিমান কিছু
সেখানে জমেছে ক্লান্তির ক্লেদ কতো
বুড়ো স্বপ্নের মতো

ঘষে ধুয়ে ফেলি
ম্লান চোখ জুড়ে লেগে থাকা যতো দাগ
নেই ভালোবাসা নেই কোন অনুরাগ

ধবধবে সাদা শুদ্ধ হলাম আমি
দিবস হলোনা গত
তবু কেন জাগে তোমার জন্য প্রতীক্ষা অবিরত!

(হাইকু সিকোয়েন্সে লেখা)


মন্তব্য

জহিরুল ইসলাম নাদিম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

রোমেল চৌধুরী এর ছবি

কোলাকুলি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

শেখ জলিল এর ছবি

ঘষে ধুয়ে ফেলি
ম্লান চোখ জুড়ে লেগে থাকা যতো দাগ

..সুন্দর

ভালো লাগা কবিতা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, জলিল ভাই। কোলাকুলি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সাত্যকি. এর ছবি

বাহ, খুব ...

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, সাত্যকি ভাই। কোলাকুলি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

যুমার এর ছবি

হাইকু সিকোয়েন্সে লেখা হলেও কবিতার প্রথম ও দ্বিতীয় অংশ অনায়াসে সফল হাইকু হতে পারে।ভালো লাগল কবি।
স্বতঃস্ফূর্ত আবেগে লিখুন।

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, ভাই যুমার। কোলাকুলি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সুমন তুরহান এর ছবি

বাংলায় এতো চমৎকার হাইকু খুব কমই পড়েছি। এর আগে কিছু হাইকু পড়েছিলাম এখানে সেখানে, সেগুলো পড়তে নীতিকথার মতো মনে হয়েছিলো। কিন্তু রোমেল ভাই যথারীতি উপহার দিয়েছেন কবিতা; আর সে কবিতা শুধু অসাধারণই নয়, অভিনবও বলতে হবে।

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, সুমন। অসাধারণ নয় অভিনব হয়তো বা। কোলাকুলি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

ঘষে ধুয়ে ফেলি
ম্লান চোখ জুড়ে লেগে থাকা যতো দাগ
নেই ভালোবাসা নেই কোন অনুরাগ

ধবধবে সাদা শুদ্ধ হলাম আমি
দিবস হলোনা গত
তবু কেন জাগে তোমার জন্য প্রতীক্ষা অবিরত!

চমৎকার রোমেল ভাই!!! চলুক


_____________________
Give Her Freedom!

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ ঈষৎ। কোলাকুলি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অনার্য সঙ্গীত এর ছবি

বাহ! দারুণ!
খুব ভালো লেগেছে
এই কবিতাটা। হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, অনার্য সঙ্গীত। আপনার নিকটি চমৎকার! কোলাকুলি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রাতঃস্মরণীয় এর ছবি

বস্‌, হাইকু-টাইকু বুঝিনা। এতো চমৎকার প্রেমের কবিতা খুব একটা পড়া হয়নি। দ্বিতীয় স্তবকে আপনি যেভাবে লিখেছেন, এভাবে প্রেমের কথা বোধহয় ইতিহাসের বিখ্যাত প্রেমিকরাও তেমন বলেনি।

আপনার লেখাগুলোর মধ্যে সম্ভবত এটা আমার সবথেকে প্রিয় হয়ে গেলো। প্রিয় লেখায় নিলাম অবশ্যই।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রোমেল চৌধুরী এর ছবি

কি যে বলো, লজ্জা পাই!
যাহোক কথায় আছে, "যদিও পাম তবুও আরাম!"
ভালো থেকো। কোলাকুলি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

শাহীন হাসান এর ছবি

জীবন এসেছে ঙাগচিলের ডানায় ভেসে ....
বেশ লাগলো ....!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

রোমেল চৌধুরী এর ছবি

যে জীবন এসেছিল গাংচিলের ডানায় ভেসে
সে জীবন বুকের গহীনে কাঠঠোকরার মত ক্ষত রেখে গেছে!

পাঠ ও প্রশংসার জন্য ধন্যবাদ। কোলাকুলি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

পাগল মন এর ছবি

হাইকু কী জিনিস জানি না কিন্তু এটা বেশ ভালো লাগল।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

রোমেল চৌধুরী এর ছবি

হাইকুর সাথে আমারও তেমন জানা শোনা নেই। শরীর ক্লান্ত হয়ে পড়লে কু (মন্দ) লোকেরা যে হাই তোলে মনে হয় সেটাকেই হাইকু বলে। চোখ টিপি

ভালো থাকবেন আর বোনটিকে ভালো রাখবেন!
কোলাকুলি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

পাগল মন এর ছবি

রোমেল ভাই, আপনি আমাকে আপনি করে বললে কিন্তু আর মন্তব্যই করবো না। মন খারাপ

হাইকুর সংজ্ঞাটি বেশ ভালো হয়েছে।
অ.ট. ভাবীকে ঈদের শুভেচ্ছা আর আপনার সোনামণিদের আদর দিয়েন।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

রোমেল চৌধুরী এর ছবি

এই দেখো তো, মানী মানুষের মান রাখবার জন্য আপনি করে বললাম, আর কি হুজ্জত! যাক, মান তো ভাঙ্গাতেই হবে, হাজার হোক জামাই বলে কথা। তোমাদের জন্যেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা পাঠালাম!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তানিম এহসান এর ছবি

রোমেল ভাই, দেরীতে হলেও পড়লাম, কবিতা পড়ে নিচে এসে দারুন মজা পেলাম হাইকুর যে সংজ্ঞা দিয়েছেন তাই দেখে, হাহাহাহাহাহা! কবিতা অদ্ভুত লাগলো!

রোমেল চৌধুরী এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।