হাজার কথার এক শক্ত বাঁধন
যাচ্ছে খুলে শত অজানা ঝড়ে
সূতোর ওপার থেকে মারো তুমি টান
স্বপ্ন-বাসর তাই বড়ো নড়বড়ে
ঐ দারুচিনি দ্বীপটা যাচ্ছে সরে।।
যাই না এখন আর রূপকথা দেশে
মেঘের ভেলায় চড়ে রাজার বেশে
জমাট আঁধার মেঘ দিগন্ত নীড়ে
আমি চেনাপথে অচেনা থাকছি পড়ে।।
অদেখা তোমার রূপ সন্দেহ ছবি
গড়ছে মনের ভুল হৃদয় কবি
বাসর রচনা যেন ধূ ধূ প্রান্তরে
তুমি নিশিদিন অধরা জনম ভরে।।
শেখ জলিল ২৯.০৮.২০১১
মন্তব্য
বহুদিন পড়ে জলিল ভাইয়ের দেখা মিললো। কেমন আছেন, সব ভালো তো!
কবিতায় গোলাপ কুঁড়ির বুক বিদীর্ণ করে বেরিয়ে আসা একটি অনিবার্য দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেলাম।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
কোমল দীর্ঘশ্বাসের মতো মন ছুঁয়ে গেলো।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
কেমন আছেন জলিল ভাই? নতুন জীবনের টানাপোড়েন কিছু লিখলেন না তো! কয়েকটা দিনপঞ্জি লিখে ফেলবেন সময় করে?
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
দারুণ লেগেছে কবিতার দীর্ঘশ্বাস- জীবনের!!! বহুদিন পর কবিকে দেখলাম!! ভালো আছেন তো?
_____________________
Give Her Freedom!
অনেক দিন পর সেই চেনা মুখ, চেনা স্বর লাগছে বেশ!
কেমন আছেন জলিল ভাই? ....
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।
ঈদ মুবারক!!!!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ঈদ মোবারক জলিল ভাই
কেমন আছেন?
কবিতা ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনাদেরকে খুব মিস করি নজরুল ভাই।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন