পুরোন টাইপমেশিন, লোহার হরফ, নাট-বল্টু, কল-কবজা,
ভাঙ্গা-দরজা, কাষ্ঠের টুকরো, চাল থেকে খসেপড়া টালি,
এককোণে পাতা দুটো জংধরা লোহার টেবিল
কিছু যেন বলবে,
বিলুপ্তির যোগসূত্রধরে?
মধ্যবর্তীদরজা-
বন্ধ-ঘোষণা করেছে ঘুণেখাওয়া গাদাকরা চেরাইকাঠ, টালি
আর ভেঙেপড়া দেয়ালের ভগ্নস'প। বাইরের দরজা দিয়ে অন্য
কয়েকটি কামরায় যাওয়া যায়। একটিতে, তীব্রকাচ ছিটিয়ে
খসেপড়ে আছে কয়েকজোড়া জানালা ;
যেন বা জীবন একদা হেসেছিল!
তার চিহ্ন পড়ে আছে? হাত-পা-বিহীন
কয়েকজোড়া কেদারা বলবে না,
ঘরটিতে বসুন?
কলের গান, ভাঙ্গারেকর্ড, হাতুড়ি-বাটাল, করাত-কল,
বোর-মেশিন ; আর পাথর খোদাইর যন্ত্রপাতির সাথে
উবু হয়ে পড়ে আছে, একটি বড় লেবু আকৃতির
পিতলের ছাইদানি,
যেন বা পৃথিবী?
খুলে দেখা গেল,
ধুঁমপায়ি রেখে গেছে পেছনের অংশ,
অক্ষম-আত্মহত্যা আর আগুনের চিহ্ন?
একগাদা টিনের কৌটা মেঝেতে একটার পর-একটা করে
সাজানো আছে, ইমারতের কায়দায়। খুলে দেখি-জমাটরঙ,
নিজ্ঝুম বসে আছে!
জীবনে ছবি আঁকতে র্ব্যথ হয়ে?
টেবিলের উপর শুকিয়ে পড়ে আছে বিভিন্ন মাপের
কয়েক ডজন-রঙমাখাতুলি,
মনে হবে ফসিল!
চিত্রকর্মের?
হলুদ রঙটা, একেবারে বসনে-র বিকৃতরূপ! লাল-রঙের
দিকে তাকালে, কালোচট্চটে ভালোবাসা কারও?
নীলরঙের দিকে তাকালে মনে হবে
হাত-পা কূঁজি করে আকাশটা-
জমে-বসে আছে কৌটার মধ্যে?
মোটা কাগজের উপর আঁকা, ছোট এবং বড় মাপের ছবিগুলো
একটা একটা করে দেখলে,
কয়েক-ঘন্টা লেগে যাবে।
ফুলে উঠেছে বৃষ্টিতে ভিজে,
মনে হবে রঙের কান্নায় ওরা
জড়াজড়ি করে আছে সবাই?
একটি কাষ্ঠনির্মিতমূর্তি, চোখদুটো ওর মায়ার মতো টানে, এখনো
দাঁড়িয়ে আছে আলমারির ছাদে;
আর একটি ধুলোয়, জানান দেয়?
সফল শিল্পকর্মেরও শেষ-আশ্রয়!
বড় বড় ক্যানভাসে আঁকা কিছু সমাপ্ত-অসমাপ্তচিত্রকল্প,
মনে হবে মহাজীবন, মহাকবিতার কাজ শুরু করেছিল
এই ঘরেই। পাথরের আবক্ষ-ভাস্কর্যটি,
শিল্পীর নিজের কিনা লেখা নেই।
আঙিনায় একটা বিকট লোহার ডাইনোসর,
মনেহবে শিল্প এলাকা পাহারারত ;
পাথরের পশুপাখি সমেত, মাটির হাঁস
আঙুরের ঝাড়, কয়পুরুষের এই বিশাল টালিঘর
আর ভিটেমাটি বেচে দিয়ে-
উচ্ছেদ হয়েছে শিল্পী!
পরিত্যাক্ত জীবন আর যেখানে সেখানে রেশ রয়েগেছে
শেষ শিল্পকর্মের ...।
(ব্লাইসেন বাখ্ / বুডিংগেন, জার্মানি
শিল্পী ভলফ্ গাঙ এর বাড়ি)
মন্তব্য
নজর এড়িয়ে গিয়েছিল। এই কবিতায় অসাধারণ কিছু চিত্রকল্পের পাশাপাশি চমৎকৃত হবার মতো কিছু গতিশীল উপমার নাগাল পাই।
কালের রেদার টানে শিল্পও একদিন বিস্মৃতির ধুলায় মিশে যেতে পারে, এই প্রতীতীটি সবথেকে বেশী আলোড়িত করলো।
অনুবাদ প্রাঞ্জল হয়েছে, আপনার অনুবাদে ব্লাইসেন বাখ-কে আরো পড়তে চাই।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
কালের রেঁদার টানে সর্বশিল্প করে থর থর- প্রতিটি শিল্পকর্ম যেন এই সত্যটি মাণ্য করে, আপানার আলোচনাটি মৌলিক ক্ষেত্রগুলো ছুঁয়ে গেছে। এই কবিতাটির ক্ষেত্রে আমি তেমন কাওকে আশা করিনি, তবে আপনাকে আশা করেছিলাম। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকে!
'অনুবাদ প্রাঞ্জল হয়েছে, আপনার অনুবাদে ব্লাইসেন বাখ-কে আরো পড়তে চাই।'
জানি না কোন্ অর্থে এটাকে অনুবাদ বলেছেন? ব্লাইসেন বাখ- বুডিংগেনের একটি উপশহর, শিল্পী ভলফ্গাঙ এর বাড়ি ওখানেই। আমার কলমে আমি তুলির শিল্পীকে তুলে আনতে চেষ্টা করেছি মাত্র! এটা আমারই লেখা, অনেক ভাল থাকবেন,
রোমেল চৌধুরী...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
আমার বিমুগ্ধ ঈর্ষা হচ্ছে এই জেনে যে এই কবিতাটি আপনার। শ্রদ্ধার্ঘ্য নিন কবি। এই কবিতাটিকে আমার প্রিয় কবিতার তালিকায় স্থান দিলাম।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
কবিবর- নমস্কার!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
অসাধারণ চিত্র-বোধাঙ্কন, কবি!!!!
কি অসাধারণ একটা চিত্রকল্প তৈরী করেছেন শাহীন ভাই! কি অসাধারণ!!
ধন্যবাদ ।।।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নতুন মন্তব্য করুন