কে দায়ী?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০১/০৯/২০১১ - ৮:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

জোয়ান বুড়ো
গায় বেসুরো
একটি কথাই বলে,
কালে কালে
এ কোন তালে
পোলাপানে চলে?

ওরে ভোঁদর
কালো বাঁদর
তোদের কী যে হবে!
হতচ্ছাড়া
লক্ষ্মীছাড়া
মানুষ হবি কবে?
এসব শুনে
আঙুল গুণে
বিবেক দাদু হাসে,
শিশু পেলে
হৃদয় খুলে
অনেক ভালোবাসে।
অনেক শোকে
দাদু বকে
জোয়ান বুড়ো ধরে,
নিরেট বোকা
মারবো টোকা
তোদের মাথার পরে।
তলায় নেবে
দেখ তো ভেবে
কেন ওরা এমন?
ওরা শেখে
তোদের দেখে
যখন করিস যেমন।

............................................
দেবানন্দ ভূমিপুত্র


মন্তব্য

 তাপস শর্মা  এর ছবি

প্রথম থেকে শেষ। কি থাকে অবশেষ। জীবনের ধারা। পুটকিমারা। আউলাইয়া চলাফেরা । ঝারাফারা নেতার চৌদ্দ গোষ্ঠীর দল ।

ইটা রাইখ্যা গেলাম... ইটা রাইখ্যা গেলাম... নেতাদের দিলাম । আল্গি দেন দেহি ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।