দেখতে দেখতে দু বছর হয়ে গেল। অথচ মনে হচ্ছে এই সেদিন আমাদের ঘর আলো করে তোমার আগমন। ওটিতে দাঁড়িয়ে উত্তেজনা কাঁপছি আর এসির ঠান্ডাতেও ঘামছি।
সব ঠিক ঠাক মতো হবে তো! শেষে সব জল্পনার অবসান করে তুমি এলে। আমরা বিস্মিত হলাম, মুগ্ধ হলাম, আনন্দিত হলাম, নির্বাক হলাম, চিৎকার করলাম, কাঁদলাম পর্যন্ত। সেই তুমি মাত্র দু বছরেই কেমন কঠিন ব্যক্তিত্ব তোমার একাউন্টে জড়ো করে নিয়েছ! আজ-কাল তো তোমার নির্দেশ আমরা সবাই চালিত হই! জীবনে কত ছড়াই লিখেছি। তোমার জন্য একটা ছড়া লিখতে গিয়ে সত্যি আবেগে কেঁপেছি। ভাল থাকো তুমি আর সবাইকে ভাল রেখো। শুভ জন্মদিন ওহানা!
ওহানার জন্য ছড়া
তুমি সোনা তুমি হীরে
পিতল কিম্বা লোহা না
তুমি হলে খুব আদরের
ছোট্টমণি ওহানা।
তুমি ভীষণ ভাগ্যবতী
বুঝতে থাকে বাকি?
যখন করো সাত তারিখে
হঠাৎ ডাকাডাকি!
বাবার চোখের মণি তুমি
মায়ের মাথার তাজ
ছোট্ট এ ঘর মিষ্টি আলোয়
ভরিয়ে দিলে আজ।
মামা-কাকা-ফুপিরা সব
ঠিক মেনেছে নতি
লক্ষ্মী তুমি, মিষ্টি তুমি
দুষ্টু তুমি অতি!
মন্তব্য
ওহানার জন্যে আশীর্বাদ রইলো। ওহানা মানুষ হোক।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ধন্যবাদ আপনাকে।
মাশাল্লাহ, খুব মিষ্টি বাচ্চা। শুভ জন্মদিন।
থ্যাকংস!
চেহারার মতো ওহানা নামটি ভারী সুন্দর। শব্দটি কি হাওয়াইয়ান নাকি?
ধন্যবাদ আপনাকে। শব্দটি জাপানী।
১. ছড়া/কবিতা ছাড়া কবিকে মানায় না। নিজের বিশিষ্টতায় ফিরে এসেছেন দেখে ভালো লাগছে।
২. ঐতিহাসিকভাবে পরিবার কখনো পিতৃতান্ত্রিক বা মাতৃতান্ত্রিক। আর এখন আমাদের পরিবারগুলো "বাচ্চাতান্ত্রিক"। বাচ্চাকে কেন্দ্র করেই আমাদের সব অ্যাকটিভিটি। তার ভালো লাগা, খারাপ লাগাই আমাদের চিন্তার বিষয়। বুঝতে পারছি আপনিও এখন বাচ্চাতান্ত্রিক পরিবারে বাস করছেন।
৩. পৃথিবীর সব শুভ কামনা ওহানার জন্য। দীর্ঘায়ু হও, সুস্থ-সবল থাকো, চিন্তায়-কর্মে-আচরণে ভালো মানুষ হও।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
বাচ্চাতান্ত্রিক পরিবার দারুণ বলেছেন!
ধন্যবাদ আপনাকে আমার প্রতি আন্তরিক দৃষ্টি রাখার জন্য।
হ্যাঁ আরো কবিতা লেখার চেষ্টা করছি।
'শুভ জন্মদিন' ওহানা।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধন্যবাদ তিথীডোর!
খুব সুইট একটি লেখা। ছড়াটাও দারুণ হয়েছে।
ধন্যবাদ আপনাকে লেখাটি পড়া ও মন্তব্য করার জন্য।
শুভ জন্মদিন' ওহানা
ধন্যবাদ ধৈবত।
লেখাটা থেকে একদল সবুজ বাতাস উড়ে এসে আমাকে দুলিয়ে দিলো, মাতিয়ে দিলো খুব!
শুভ জন্মদিন অহনা! যুগ যুগ জীয়ে!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
সত্যি! ধন্যবাদ রোমেল।
আপনার কন্যাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ওহানার জন্মদিনে অনেক অনেক আশীর্বাদ ...
অনেক কৃতজ্ঞতা।
ওহানা অনেক বড় হোক।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
আপনার শুভ ইচ্ছা পূরণ হোক!
নতুন মন্তব্য করুন