পলাশ এইসব কী বলে না বলে... আজিব কথা, মধ্যরাতে আমি পলাশের লগে কী করতেছিলাম? ওর ঘরে না থাকতে পারে, আমার ঘরে তো বউ পোলাপান আছে!
আমি মধ্যরাত তো দূরের কথা মধ্যদুপুরেও পোলাসঙ্গে থাকি না
এইবার পলাশ থেকে 'প' খসায়া দিতামই দিতাম, খালি কাট্টুনটা আঁকছে বইলা রক্ষা পাইলো
উত্তম জাঝা...
______________________________________
পথই আমার পথের আড়াল
মন্তব্য
ধুর্মিয়া, নজুলুল'ভাইয়ের মুখ এমন লম্বাটে ডিমের মত নাকি? মুখে লুলছাপ কই? ওনারই বাড়িতে ডিমের কালিয়া খেয়ে এসে ওনারই মুখ চিনতে ভুল করলেন, আপনার তো কপালে বহুত খারাবি আছে দেখছি...
দারুণ দারুণ!
নজুভাইরে পুরাই নজলুল ভাই মনে হচ্ছে!
আমার খোমাক্যাচার না করলে পলাশের মূর্ধণ্য খসিয়ে দেব! (ন্যাড়া কতবার বেলতলায় যায় দেখি!)
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ধন্যবাদ,
হাহাহাহা ছবি পাঠান খসায় দেই।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
নিচের পার্টটা দেখে হা হা প গে।
এ হাসনাত
আইও !!!
আপ্নের উপ্রে দিয়া সক্কলের হুমকির তুফান বহিয়া যাইক!
আমীন।
সেই সুযোগের সদ্ব্যব্যবহার করে আমরাও আপনার চমত্কার কাজগুলি দেখি।
মাথার উপরে ১৫-২০টা আছে এখনো। রাস্তা-ঘাট যেখানে পাবে আমাকে, একদম...
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
কিন্তু নজু ভাই গুলাবি রঙের জাইঙ্গা পরে নাকি, তাও আবার ফুলতোলা!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
"প" আর সরাইতে হবেনা। ভোট দিলাম।
...........................
Every Picture Tells a Story
কী নির্মম!!! একেই বলে নিষ্ঠুরতা!!!!
ভাই প্লাশ, যাই করেন ওনার আন্ডী সরায়েন্না !!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
সুজন্দা,
আপনার পরবর্তী 'bouncing ball' পরিকল্পনা নজরুল ভাই জানতে পারলে, আমার পলাশের 'শ' খুলে ফেলে 'পলা'য়ন করতে হবে।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
তাহলে মহান সুজন্দার আঁকা আমার খোমাখানিও আরেকবার লটকাই, আরেকবার ধন্যবাদ দেই
পোস্ট
______________________________________
পথই আমার পথের আড়াল
ভদ্রসদ্র নজুর চেহারাটা এঁকেছেন সচল দুষ্ট বালিকা
খুশিতে আনন্দ লাগতেছে
______________________________________
পথই আমার পথের আড়াল
কী নির্মম!!! একেই বলে নিষ্ঠুরতা!!!!
ভাই প্লাশ, যাই করেন ওনার আন্ডী সরায়েন্না !!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
পলাশ,
এক্কেরে আন্ডি ধরায়া দিলা??? তোমার আঁকা দেইখা আমারো খোমাক্যাচার করতে মন চায়। টাইম পাইতেছিনা। খাড়াও আগে ঠিক কইরা লই কারটা করুম। আগে তোমার গুরুরটাই করি কি কও?? ক্যারিকেচারটা আরেকটু ভালু আশা করছিলাম। যাই হোক আন্ডির আইডিয়াটা
মানিক
হা হা হা হা!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
_____________________
Give Her Freedom!
জটিল
facebook
পলাশ এইসব কী বলে না বলে... আজিব কথা, মধ্যরাতে আমি পলাশের লগে কী করতেছিলাম? ওর ঘরে না থাকতে পারে, আমার ঘরে তো বউ পোলাপান আছে!
আমি মধ্যরাত তো দূরের কথা মধ্যদুপুরেও পোলাসঙ্গে থাকি না
এইবার পলাশ থেকে 'প' খসায়া দিতামই দিতাম, খালি কাট্টুনটা আঁকছে বইলা রক্ষা পাইলো
উত্তম জাঝা...
______________________________________
পথই আমার পথের আড়াল
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন