এন্ড্রয়েড এবং প্রথম মোবাইল বাংলা পোস্ট

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: বিষ্যুদ, ০৮/০৯/২০১১ - ৮:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার বহুদিনের স্বপ্ন মোবাইল দিয়ে বাংলা লিখতে পারা। গুগলের এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মায়াবি কিবোর্ড নামক ফ্রি এপ্লিকেশনটি সেই স্বপ্নকে বাস্তব রুপ দিলো। অজস্র ধন্যবাদ সে কারণে মায়াবির স্রষ্টাকে!!

যাই হোক, আমি এমনিতেই এন্ড্রয়েডে নতুন। কিবোর্ডটায় এখনো অভ্যস্ত নই। বাংলা সফটওয়্যারটিতেও নতুন। এদ্দূর লিখতে গিয়ে মোটামুটি ২০ মিনিট লেগে গেল। প্রথম দিকের ব্লগিং এর একটা আমেজ পাচ্ছি।

মায়াবির কিবোর্ড সেটিংটা মনে হচ্ছে অভ্র আর সামহোয়্যারইনের ফোনেটিক বাংলার একটা মিশ্রণ। কিবোর্ড সেটআপের ব্যাপারে বলতেই হবে উইন্ডোজ ফোন এন্ড্রয়েডের থেকে বেশ এগিয়ে আছে। এন্ড্রয়েডেরটা বেশ ক্র্যাম্পড মনে হয়।

আইফোন, উইন্ডোজফোনের দেয়ালঘেরা বাগান-এর পর এন্ড্রয়েডের এই স্বাধীনতা দারুণ লাগছে। জানতে আগ্রহী, আইওএস দিয়ে কি এ কাজ করা সম্ভব? আরেকটা জিনিস জানতে স্বভাবতই খুবই আগ্রহী। সম্পূর্ণ মোবাইল দিয়ে লেখা এই কি প্রথম ব্লগ পোস্ট? দেঁতো হাসি

ছোট পোস্টটিকে আশা করি পাঠক ক্ষমাসুন্দর চোখে দেখবেন। আসলে উত্তেজনাবশত লিখতে গিয়ে হালকা বিপদে পড়ে গেছি! খাইছে


মন্তব্য

ঘুম কুমার এর ছবি

আইওএস দিয়ে কি এ কাজ করা সম্ভব?

হ্যাঁ।
কোন সেট ব্যবহার করছেন? নাকি গ্যালিক্সি ট্যাব? এইচ টি সি দিয়ে আমি চেষ্টা করেছিলাম কিন্তু রুটিং ছাড়া বাংলা ফন্ট ঢোকানো যায় না। সেদিক দিয়ে স্যামসং ভাল। ফন্ট পরিবর্তনের এপ্লিকেশন দেওয়া থাকে।

সিরাত এর ছবি

আমি সনি এরিকসন এক্সপেরিয়া আর্ক ব্যবহার করছি। আমার ধারণা ট্যাব দিয়ে আরো আরামদায়ক হবে।

আইওস দিয়ে কিভাবে করে? কিবোর্ড কোনটা ব্যবহার করা হয়?

ঘুম কুমার এর ছবি

আই ওএস এর এপ্লিকেশন লিঙ্ক নিচে যুধিষ্ঠির দিয়েছেন। ট্যাবই সবচে আরামদায়ক। আর সচলায়তনের বাংলা স্ক্রিপ্ট এন্ড্রয়েডেও কাজ করার কথা। হাসি

রণদীপম বসু এর ছবি

বেশ মজার বিষয় তো সিরাত !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সিরাত এর ছবি

খুবই! হাসি আমি পুরাই একস্ট্যাটিক যাকে বলে, যদিও মোবাইল দিয়ে কতদূর ব্লগিং করা যাবে দেখার বিষয়! চোখ টিপি

আশা করছি অন্তত মন্তব্যে অংশগ্রহন বাড়বে। চোখ টিপি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আইওএস দিয়ে সচলায়তনের বাংলা স্ক্রিপ্ট দিয়েই বাংলা লেখা সম্ভব।

সিরাত এর ছবি

বাহ! তার মানে আলাদা কোন কিবোর্ডের দরকারই নেই? কেবল সচলায়তনের মোবাইল সাইটে এসে টেক্সট বক্স টিপলেই রেডি টু গো? আইওএস এত কাজের তা তো জানতাম না!! হাসি

মুর্শেদ ভাই কি কোন পোস্ট দিসেন নাকি আইওএস দিয়ে? মন্তব্য তো নিশ্চয়ই মাঝে মধ্যে করা হয়? হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মন্তব্য করছি। পোস্ট দেই নাই। আইপ্যাড থাকলে আরেকটু আরামে মন্তব্য করা যাইতো। অ্যান্ড্রয়েডে ইউনিকোড সার্পোট তো নাই তাই না?

আচ্ছা তুমি কি ঢাকা চলে গেছো? সেদিন ফোন করে মেসেজ দিলাম। অঙ্কনের সাথেও কথা হইলো।

সিরাত এর ছবি

ইউনিকোড সাপোর্টের ব্যাপারটা জানি না ভাইয়া, কিন্তু সনি এরিকসন এক্সপেরিয়া আর্কের বাংলা সাপোর্ট অসাধারণ!

হ্যা আমি দেশে।

সচলায়তনে অন্য সাইটের তুলনায় বাংলাটা স্লোয়ার, ধাক্কায় ধাক্কায় আসে!

ঘুম কুমার এর ছবি

অ্যান্ড্রয়েডে ইউনিকোড সার্পোট তো নাই তাই না?

ইউনিকোড সাপোর্ট আছে (অন্তত ফ্রোয়োতে)। কিন্তু বাংলা ফন্ট থাকে না!

দময়ন্তী এর ছবি

আরে: দারুণ তো৷ আমি আজ পর্যন্ত কোনওভাবেই মোবাইলে বাংলা লিখে উঠতে পারি নি৷ ব্যাপক ব্যাপক!

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

সিরাত এর ছবি

এন্ড্রয়েড নিয়ে নেন একটা! হাসি

বা আইফোন! খাইছে

যুধিষ্ঠির এর ছবি

ভালো জিনিসের খোঁজ দিয়েছো।

আইওএস এ বাংলা কিবোর্ডের অ্যাপ আছে। এখানে পাওয়া যায়, ১ ডলার দাম।

আমি এই অ্যাপটা দিয়ে মন্তব্য করেছি, পুরো পোস্ট লিখিনি। তবে ব্যবহার করা খুব সহজ, আর ফোনেটিক বলে এই সাইজের পোস্ট লিখতে ১০ মিনিটের বেশি লাগার কথা না।

সিরাত এর ছবি

বাহ!

সিরাত এর ছবি

কিন্তু এন্ড্রয়েডেরটা ফ্রি! খাইছে

সিরাত এর ছবি

ডুপ্লিকেট। সরি।

সজল(লগ ইন করলাম না) এর ছবি

আইফোনের এই অ্যাপটা ঠিক পছন্দের না, কারণ আলাদা জায়গায় লিখে তারপর কপি করে বাংলা টেক্সট অন্য জায়গায় নিতে হয় (যদিও ফেসবুক স্ট্যাটাস আর ইমেইল ওই অ্যাপ থেকে করা যায়)। অভ্রের মত সরাসরি কীবোর্ডের উপর দখল নিতে পারলে ভালো হত। এইজন্য এই অ্যাপ কিনেও খুব একটা ব্যবহার করি না।

সিরাত এর ছবি

হেহ হেহ!

আর আর্ক-মায়াবির এই কম্বোটা জলবত তরলং! হাসি

মিলু এর ছবি

দারুণ! মোবাইল দিয়ে মন্তব্য করেছি অনেক।

হায়রে আইফোন মন খারাপ

বড় হইলে কিনুমই কিনুম!

মিলু এর ছবি

দারুণ! মোবাইল দিয়ে মন্তব্য করেছি অনেক।

হায়রে আইফোন মন খারাপ

বড় হইলে কিনুমই কিনুম!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

দারুন তো।
আমি xperia pro টা কিনার চিন্তা ভাবনা করছি। বাজারে মনে হয় সেট টা আসে নাই। মন খারাপ

সিরাত এর ছবি

কন কি! রাইফেলস স্কয়ার তক আইয়া পড়সে!!

মারভিন এর ছবি

বাংলা লিখতে পারছিস খুব ভালো কথা, এবার কিছু প্রশ্নের উত্তর দে।
১) মোবাইল সেটটা কোত্থেকে কিনছিস?
২) বাংলা ফন্ট এম্নিতেই দেখাচ্ছে নাকি তোর ইন্সটল করা লাগসে?
৩) বাংলা কি ঠিক ভাবেই দেখাছে না ভাঙ্গাচোরা?

প্রশ্নের কারণ হলো আমি এতদিন গুতাইয়াও এখনো ঠিক ভাবে এন্ড্রয়েডে বাংলা দেখতে পাইনা মন খারাপ । রুট করে ফন্ট ইন্সটল করার পরও ভাঙ্গাচোরা আসে। ঠিক মত পড়তে হইলে অপেরা মিনি দিয়া পড়তে হয়। এদিক দিয়া IOS অনেক ভালো, কিছু করা ছাড়াই বাংলা পড়া যায়।

সিরাত এর ছবি

১। ঢাকা। রাইফেলস স্কয়ার।

২। এমনিতেই দেখাচ্ছে।

৩। ৯৮% ঠিকভাবে।

তুই এক্সপেরিয়া নিয়া দ্যাখ।

সিরাত এর ছবি

১। ঢাকা। রাইফেলস স্কয়ার।

২। এমনিতেই দেখাচ্ছে।

৩। ৯৮% ঠিকভাবে।

তুই এক্সপেরিয়া নিয়া দ্যাখ।

রাতঃস্মরণীয় এর ছবি

আইফোন দিয়ে লিখলাম। জোস তো! কি মজা। হাততালি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সিরাত এর ছবি

দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি

আমার মোবাইল ফোন দিয়ে বাংলা লেখা নিয়ে কেউ কিছু কয় না! মন খারাপ
[ইনসেটে আমার মোবাইলের ফটুক]

সিরাত এর ছবি

কাম সারসে!! সালাম গুরু!! খাইছে

ধুগোদা ক্যামনে এই কাজটা করেন একটু খোলাসা করবেন? দেঁতো হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ইনসেটের ফটোটা কি মোবাইল ফোনের, নাকি বাসার ল্যান্ডফোনের হ্যান্ডসেটের? চোখ টিপি (এত বড় ক্যা, পুরানা আমলের মনে হয়)

মারভিন এর ছবি

বউ এর পিছনে টাকা ঢালতে হয়না দেখে ধূগোদা অ্যান্টিক কিনে পয়সা উড়াচ্ছেন মনে হয় খাইছে

ঢাকাইয়্যা যাদুকর () এর ছবি

সিরাত ভাই

আমি বর্তমানে নেক্সাস (স্যামসাং) এস হ্যান্ডসেট ব্যাবহার করছি, ওএস: আ্যান্ডরয়েড ২.৩.৩
বর্তমানে সেটটি থেকে বাংলা পড়া বা লিখা কোনটাই সম্ভব হচ্ছেনা
হ্যান্ডসেটটির ও‌য়ারেন্টি ভয়েড হওয়ার ভয়ে রুট করতেও ভয় পাচ্ছি

মায়াবি কিবোর্ড লোড করলে কি পড়া/লিখা দুইটা সমস্যারই সমাধান হবে?
গুগলে সার্চ করেও কোন লাভ হচ্ছেনা...

ধন্যবাদ - ভাল থাকবেন

মুশফিকা মুমু এর ছবি

আমার Google Nexus S এ আমি বাংলা পড়তেই পারিনা মন খারাপ Device root করা ছারা আর কোনো উপায় কি আছে?

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পৃথ্বী এর ছবি

আইফোনের যে অ্যাপটা আছে, ওটা দিয়ে বড় কিছু টাইপ করা যায় না। আমি ওই অ্যাপটা আইপ্যাডে ব্যবহার করি, কিন্তু বড় কোন মন্তব্য লিখে কপি-পেস্ট করতে গেলে অ্যাপ হ্যাং করে। আইওসের জন্য একটা পরিপূর্ণ বাংলা অ্যাপ আসলে বেশি দরকার, আমার জানামতে বেশিরভাগ লোক এখনও আইফোন/আইপ্যাড ব্যবহার করে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।