ঈশ্বর তাকিয়ায় হেলান দিয়া পান চিবাইতেছিলেন কচরমচর করিয়া। মাদার সুপিরিয়র রুষ্ট কণ্ঠে কহিলেন, "আর তো পারি না। স্বর্গযাজিকাদের লইয়া বিষম বিপদে পড়িয়াছি।"
ঈশ্বর পিকদানিতে পানের পিক ফেলিয়া বিগলিত রসসিক্ত কণ্ঠে কহিলেন, "কেনু? তাহারা কি দুষ্টামি করিয়া বেড়ায়? লিখাপড়া করে না?"
মাদার সুপিরিয়র কহিলেন, "হে জাঁহাপন, আপনি তো ভালো করিয়াই জানেন,. স্বর্গের কনভেন্টটি দিনে দিনে গোল্লা অভিমুখে ধাবমান। যত বেয়াড়া তরুণী স্বর্গবালা আসিয়া সেইখানে ভর্তি হয়। তাহাদিগকে নিয়ন্ত্রণ করা দিনে দিনে অসাধ্য হইয়া পড়িতেছে।"
ঈশ্বর চক্ষু নিমীলিত করিয়া পানচর্বণে মগ্ন হইয়া রহিলেন।
মাদার সুপিরিয়র কহিলেন, "কনভেন্টের আশেপাশে যত বখাটে স্বর্গদূতেরা ছোঁক ছোঁক করিয়া বেড়ায়। তাহারা শিস বাজায়, ভূর্জপত্রে নিজেদের ফোন নম্বর লিখিয়া গোল্টু পাকাইয়া স্বর্গযাজিকাদের শয়নকক্ষ বরাবর নিক্ষেপ করে, পাশের গলিতে খালি গায়ে দাঁড়াইয়া তাহাদের রশ্মিনির্মিত পেশী প্রদর্শনের অশালীন প্রচেষ্টা করে। আর আদম ...।"
ঈশ্বর চক্ষু খুলিয়া সগর্জনে কহিলেন, "আদম?"
মাদার সুপিরিয়র কহিলেন, "হাঁ, আপনার সেই মৃত্তিকানির্মিত লম্পটটি। উহার কথা আর কী কহিব? ঘরে স্ত্রী রাখিয়া সে নিত্য নিত্য আসিয়া কনভেন্টের চারিপাশে চক্কর মারে। তাহার লঘুগুরু জ্ঞান বলিতে কিছু নাই। ধর্মশিক্ষিকা মোসাম্মৎ মাহিজাবিনিলকে সে ইলোপ করিবার কুপ্রস্তাব পাঠাইয়াছে। সে এমনই এক চিঠি যে পাঠ করিবার পর কুলি করিতে হয়। মাহিজাবিনিল সেই চিঠি পাঠ করিয়া সেই যে নিজের ঘরে দুয়ার দিয়াছে, আর বাহির হইতেছে না। গত দুইদিন সে স্বর্গশশা ভিন্ন অন্য কোনো খাদ্যদ্রব্য স্পর্শ করিতেছে না ...।"
ঈশ্বর ভুরু কুঁচকাইয়া কহিলেন, "স্বর্গশশা?"
মাদার সুপিরিয়র কহিলেন, "আদম কচি কচি যাজিকাদিগকেও পটাইয়া ভাগাইবার প্রচেষ্টায় উন্মত্ত। সে কনভেন্টের পিছনের গলিতে নিজেই একটি মঞ্চ পাকাইয়া বক্তৃতা দিতেছে, বক্তৃতার শিরোনাম যৌবন একখানা গল্লিপ ধূম্রশলাকা।"
ঈশ্বর কহিলেন, "ইহার মানে কী?"
মাদার সুপিরিয়র কহিলেন, "আমি জানি না, কিন্তু এই লেকচার শ্রবণ করিতে যাজিকাদের মধ্যে হুড়াহুড়ি কীলাকীলি শুরু হইয়াছে। কে কাহার আগে আদমের ওয়াজ শ্রবণ করিবে, ইহা লইয়া তাহারা বিষম চুলাচুলি পর্যন্ত করিয়াছে।"
ঈশ্বর কহিলেন, "আদম হতভাগাটা বহুদিন ধরিয়া পক্কপোঁদের ন্যায় আচরণ করিতেছে। দিব নাকি একটি পদাঘাতে স্বর্গ হইতে দূর করিয়া?"
মাদার সুপিরিয়র কহিলেন, "কয়জনকে স্বর্গ হইতে খেদাইবেন? ইহা অপেক্ষা শ্রেয় হইবে যদি একটি জবরদস্ত ডিরেক্টর অব গাইডেন্স কনভেন্টে নিয়োগ করা যায়। যাজিকাদের প্রয়োজন ডিসিপ্লিন শিক্ষা। একজন কড়া মাষ্টার আসিয়া তাহাদিগকে টাইট না দিলে অবস্থার বিশেষ উন্নতি হইবে না।"
ঈশ্বর কহিলেন, "তথাস্তু। কাহাকে এই পদে নিয়োগ দেয়া যায়?"
মাদার সুপিরিয়র একটি নাম লেখা প্যাপিরাস আগাইয়া ধরিলেন।
সায়াহ্নে স্বর্গবার্তার অনলাইন এডিশনে প্রকাশিত হইল এক সংবাদ। স্বর্গ কনভেন্টের ডিসিপ্লিন ফিরাইয়া আনিতে পরিচালক হিসেবে নিয়োগ পাইয়াছেন স্বর্গদূত রনজেরেমিল।
মন্তব্য
আর কিছু বলার নাই জাঁহাপনা।
আদম বাবার জয়। আমারা আর ছাগু সন্তান !!
------------------------------------------------------------------------
সব অভিমান আকাশের চেনা চেনা
সবার জন্য সুদিন কি আসবেনা
উত্তর চেয়ে আকাশ পেতেছে কান
আমিও বেধেছি আমার প্রেমের গান
হাহাহাহাহা, দুর্দান্ত হইয়াছে!!
পক্কপোঁদের ন্যায় আচরণ করিতেছে
যৌবন একখানা গল্লিপ ধুম্রশলাকা
রনজেরেমিল!
আমি মইরা গেলে মুখা দায়ী! ওরে
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
দরবেশ বাবা এখন আর লুকায় কিছু করিবেন না, সবই উনার হাতের মুঠোয়...................ষোলকলা পূর্ন হৈল................
_____________________
Give Her Freedom!
হে অনার্য কুলসেনাপতি কোন দুক্কে মইত্তে বইসলেন
হায় হায়
এদিকে
প্রজাগন সমাকূল হস্তে লয়ে গাঁদাফুল
-------------------------------------------------------------------------
সব অভিমান আকাশের চেনা চেনা
সবার জন্য সুদিন কি আসবেনা
উত্তর চেয়ে আকাশ পেতেছে কান
আমিও বেধেছি আমার প্রেমের গান
হা হা। ব্যাপক হইসে
এই প্রথম আদমচরিত বুঝলাম না
আজকের পত্রিকায় শেয়ারবাজার সংক্রান্ত একটা বড় খবর আছে, দেখে নেন। আর কনভেন্টের নতুন মাস্টারের নাম নিয়া সন্দ থাকলে খুব হালকা কইরা একটা সার্চ মইরা দেখতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে।
যৌবন একখানা গল্লিপ ধুম্রশলাকা
-------------------------------------
কেউ যাহা জানে নাই- কোনো এক বাণী-
আমি বহে আনি;
কী তামশা! আইজকা ঘরে ফিরোনের সময় মাসিক স্বর্গবার্তার একটা সংখ্যা মাথায় আইসা টুক্কুশ কৈরা বাড়ি মাইরা বইলো। সেইখানে প্রকাশ, আদম নাকি ঈভরে স্বর্গদাপায়া 'চাঁদমাড়ানি' কৈয়া সমানে গালাগাইল পাইরা যাইতাছে!
ক্যান গাইল পাড়তাছে, সেইটা এই চরিত পইড়া খানিকটা মালুম হইলো বটে!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দুর্দান্তিস।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
ভীষণ মজারু।
রন জেরেমি
পুরা
---------------------
আমার ফ্লিকার
এবারের গল্পটা কারেন্ট-অ্যাফেয়ার্স-ভিত্তিক কম, তাই অগ্রপশ্চাৎ খবর না জেনেই উপভোগ করা যায়। অবশ্য স্বর্গদূতের নামটা জানা লাগে। এইরকম গল্প আরো বেশি পেতে ভাল লাগবে।
ইয়ে মানে দাদা, আমি তো বুঝলাম এবারেরটার পিছনেও কাহিনী আছে। এই যে।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
হুম, শেয়ারবাজারের কথাটা কে যেন মন্তব্যে বললেন। তবে এই সালমান এফ রহমান শেয়ারমার্কেটে রনজেরেমির সমার্থক কিনা জানি না, এনাকে না চিনেই গল্পটা উপভোগ করতে সমস্যা হচ্ছে না। কিন্তু ধরেন আগের আদমচরিতটা, শাজাহানকে না চিনলে রসগ্রহণে ভাটা পড়ে।
ঈশ্বর কহিলেন, "শোনো, এত লেখাপড়া দিয়া কী হইবে? তাছাড়া শাজাহানিল সিগনাল চিনে, গবাদি ও ছাগাদি পশুও চিনে, আদম আর ঈভকেও চিনে অল্পবিস্তর। দুশ্চিন্তা করিও না। উহাকে লাইসেন্স দিয়া গেলাম।"
এই ঘটনাটাই তো তারপরের ক্যাটাস্ট্রফি'খানার মূলে। আর এই লাইনটার মধ্যের ব্যঙ্গটা ওই মহামানবের ডায়লগখানি না শোনা থাকলে ধরা যেত না।
এ খানা দুর্দান্তিস হয়েছে।
উহাহাহা... উহাহাহা...
মজাই মজা।
ওরে মুখা,
দরবেশ আসিয়া এমন কামড়
দেবে আসল জায়গাতে
পোঁদ পেকে ফোঁড়া-টোড়া উঠে
গ্যাংগ্রিন হয়ে যাবে শেষে!
স্বর্গদূত রনজেরেমিল আর স্বর্গবালা জেনানা জেমসনকে বড় ভালু লাগে।
আহারে, জেনানা জেমেসনের প্রসঙ্গটা আইনা, দিলেনতো মনটা উচাটন কইরা।
রনজেরিমিল আর স্বর্গশসা !
"মাহিজাবিনিল সেই চিঠি পাঠ করিয়া সেই যে নিজের ঘরে দুয়ার দিয়াছে, আর বাহির হইতেছে না। গত দুইদিন সে স্বর্গশশা ভিন্ন অন্য কোনো খাদ্যদ্রব্য স্পর্শ করিতেছে না ...।"
শিয়ালের কাছে মুরগী বর্গা!!!
=)) =)) =)) =))
facebook
আচ্ছা, সেইন্ট পিটারকে কোন চরিত্র হিসেবে আনা যায়না? সেও তো খুব বিখ্যাত ঐশ্বরিক চরিত্র। নাকি সবটাই অ্যান্টিডিলুভিয়ান ক্যারেক্টারগুলা দিয়েই করবেন।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
স্বর্গদূত রনজেরেমিল যে তাঁর ভাইয়ের স্থলাভিষিক্ত হলেন এই গুরুত্ব পূর্ণ বার্তাটি স্বর্গবার্তা মিস করলেও লেখকের মিস করা উচিত হয়নি ।
স্বর্গশসা
পক্কপোঁদ
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
হাহাহাহাহাহাহাহাহাহাহা মরে গেলুম
নতুন মন্তব্য করুন