অন্ধকার এসে বসেছে পাতায়, মনে হলো অভিমান,
খানিক আগে সংসারে দেখেছি। ঢেকে যাবে রাত ধীরে
এই গাঢ় সবুজ, ধুয়ে দেবে শিশির। তার আগেই পাতাগুলো
মাথা ঝাকিয়ে বলল তপ্ত-ধরণী, পথিকও ক্লান্ত বুঝি ; এতদিন
পর মনে পড়লো? যেমন বলেন এই অর্ধেক সংসারের- অধিষ্ঠাত্রী,
অন্ধকার করে মুখ। কে কতটুকু পারে, কাকে কতটুকু দেওয়া যায়?
মহাক্ষুদ্রসময়! আসলে আমি বলতে এসেছিলাম- হে ধরিত্রী নিষিক্ত হও।
....
মন্তব্য
অসাধারণ, কবি!!!!
_____________________
Give Her Freedom!
কেমন যাচেছ সময়, ঈষৎ মঙগলময়?
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
যাচ্ছে কবি একরকম, সময় অন্ধকারের স্তরে কখনও থমকে দাঁড়ায়..........কখনও ছাড়িয়ে যায়..........
_____________________
Give Her Freedom!
নির্বিকারের হতাশ তাল পাতার কাহিনী।
অসাধারণ।
-----------------------------------------------------------------------
সব অভিমান আকাশের চেনা চেনা
সবার জন্য সুদিন কি আসবেনা
উত্তর চেয়ে আকাশ পেতেছে কান
আমিও বেধেছি আমার প্রেমের গান
নির্বিকারের হতাশ তাল পাতার কাহিনী।
সুন্দর মন্তব্য¨, ধন্যবাদ!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নতুন মন্তব্য করুন