বর্ষা নামলেই
অভব্যের মতো কাব্য করতে বসে যায়
ওরা-
কেন ! বৃষ্টি তো নিজেই কাব্য !
জলের ফুলগুলো বাতাসের উদ্ভ্রান্ত ঝাপটায়
পাপড়ির মতো ছিঁড়ে ছিঁড়ে ঝরে গেলে
বৃষ্টিরা তো কাঁদে না একটুও !
জলের নিঃশর্ত অনুবাদ না জেনেই
ছিচকাঁদুনে কলমগুলো
কেন যে এমন ফুঁপিয়ে যায়-
বৃষ্টিরা শুনলে হাসবেই হয়তো !
.
(২৪/০৭/২০০৭)
মন্তব্য
খুব সুন্দর।
হাঁ, লেখার সাইজ সুন্দরই বলা যায় ! অন্তর্জালিক কৃচ্ছতার দুনিয়ায় স্পেস বাঁচানোটাও একটা শিল্প তো বটেই !! হা হা হা !!!
ধন্যবাদ মন্তব্যের জন্য।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
লেখার সাইজের সাথে কিন্তু কবিতার ভেতরের ভাবের সাইজ ঠিক গেলো না।
ভাবের সাথে ভাবের সাযুজ্য ঠিক রাখতে না-পারার সীমাবদ্ধতাকে নির্দ্বিধায় স্বীকার করছি ! হা হা হা !
অনেক ধন্যবাদ আপনাকে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সীমাবদ্ধতা???
এমন সীমাবদ্ধতা যদি আমাদের রাজনীতিবিদদের থাকতো, তাহলে তো হয়েই ছিল।
আপনার কবিতার মত করে ভাবিনি তো কখনো! জৈষ্ঠের খর রৌদ্র যেমন জৈষ্ঠ্যের অশ্রু শুন্য রোদন, তেমনি বর্ষার অঝোর বৃষ্টি নিজেই যে এত আনন্দে থাকে কে জানতো, আপনি বলার আগে?
-----------------------------------------------------------------------------
বৃষ্টি শেষে রংধনু উঠে কি সব সময়?
তাই তো আমার চোখের পাতা কেবল কান্নাময়।
আসলে বৃষ্টি আর জ্যোৎস্নার মধ্যে চমৎকার একটা সাযুজ্য আছে।
আমাদের বুকের ভেতরের একান্ত নিঃশব্দ কষ্টটাকে জাগিয়ে তোলে বলেই জ্যোৎস্না এতো ভালো লাগে আমাদের। আর আমাদের নিবিড় কান্নাগুলোকে ঝরিয়ে দেয় বলেই বৃষ্টি এতো মুগ্ধময় হয়ে ওঠে। যার ভেতরে এমন কষ্ট বা কান্না নেই, সেই দুর্ভাগারা আসলে জ্যোৎস্না ও বৃষ্টির মুগ্ধতা ও সৌন্দর্য্য উপলব্ধি করতে পারে না !
তবে মানুষ এতোটা দুর্ভাগা নয়। এজন্যেই কবিতার আবেদন শেষ পর্যন্ত মানুষ এড়িয়ে যেতে পারে না।
মন্তব্যের জন্য আবারো অনেক ধন্যবাদ আপনাকে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এজন্যই বুঝি কবির কাছে কষ্টই আনন্দ।
আয় বৃষ্টি ঝেঁপে।
সত্যি
- যার শুভ্র ললাটে মিশে আছে হেঁয়ালিতে ঢাকা আমার তোমার স্রোতধারা।
মুগ্ধতা জানিয়ে গেলাম দাদা ।
-----------------------------------------------------------------------
সব অভিমান আকাশের চেনা চেনা
সবার জন্য সুদিন কি আসবেনা
উত্তর চেয়ে আকাশ পেতেছে কান
আমিও বেধেছি আমার প্রেমের গান
ধন্যবাদ আপনাকে।
আমার মুগ্ধ করার সামর্থ্যের চেয়ে আপনার মুগ্ধ হওয়ার সারল্য অনেক বেশি সমর্থবান। সেটুকুতেই আমি মুগ্ধ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বাহ্ কী অসাধারণ!!!
_____________________
Give Her Freedom!
লেখাটার চাইতেও আপনার বোধ অনেক বেশি অসাধারণ !
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
_____________________
Give Her Freedom!
আমাকেই বুমেরাং করে দিলেন ! হা হা হা !!
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
কবিতা পড়ছে কবিতা
আর এই নান্দনিক মহাকাব্যের
পেছনে দাঁড়িয়ে পুড়ে যাচ্ছে কবি;
বৃষ্টি তো নিজেই কাব্য"
ভাল লাগলো, অনেক দিন পর আপনার কবিতা পড়লাম।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
একজন কবিকে সন্তুষ্ট করা যে-সে কথা নয় ! তবে আশ্বস্তের কথা যে, কবি নিজ গুণেই সন্তুষ্ট হওয়ার ঔদার্য্য ধারণ করেন। এটাই সান্ত্বনা আমার।
কবির আগমন-ছোঁয়ায় আমার না-কবিতাও পঙক্তি-ঘ্রাণ পেয়ে গেলো...!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
খুব ছোট এবং মজার।
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বর্ষা নামলেই
অভব্যের মত কাব্য করতে বসে যায়-
কবিরা !!
facebook
কবিরা একটু অভব্যই হয় ! হা হা হা !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অল্প কথায় এত সুন্দর করে বল্লেন, বড় ভালো লাগল।
----------------
স্বপ্ন হোক শক্তি
ধন্যবাদ।
আপনার গ্রহণের দৃষ্টিটা খুব সুন্দর বলেই তা সুন্দর হয়ে ধরা দিয়েছে আপনার কাছে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অল্প কথায় অনেক কথা বলা হলো! খুব পছন্দ হয়েছে আমার, খুব! আপনি কবিতা লেখেন জানতামনা, আরো পড়তে চাই!
আহা!!! দারুণ দারুণ!!!
নতুন মন্তব্য করুন