আমার জীবন ক্যানভাসে

খন্দকার আলমগীর হোসেন এর ছবি
লিখেছেন খন্দকার আলমগীর হোসেন [অতিথি] (তারিখ: শুক্র, ০৯/০৯/২০১১ - ৬:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

অসাবধানে যেই না ছুঁলো আমায় তোমার আংগুলে,
কে যে আমায় খাইয়ে দিলো চরম নেশার ভাং গুলে।

প্রেম জগতের আংগিনাতে ছিলাম বড়ো নিঃস্ব রে,
কোন পূণ্যে তোমায় দিলেন মিলিয়ে আমায় ঈশ্বরে।

হৃদয় আমার একটি কথা বলছে প্রতি নিঃশ্বাসে,
এই জীবনের, এই শরীরের, এই আত্মার হিস্যা সে।

বাতাস যখন জমায় খেলা তোমার কালো কুন্তলে,
আমার সকল হৃদয় জুড়ে প্রেম রাগিণীর ধুন তোলে।

তোমার ঠোঁটের কূল ভাংগলে আনন্দে কি উচ্ছ্বাসে
মনটা আমার কিরূপ ভাবে, বলবে শুনে, লুচ্চা সে!

তুমি যখন চোখের আড়াল একটু লাগে বিশ্রী তো,
মিলন নেশা তখন করে সুখের কাঁপন মিশ্রিত।

দেখলে পড়ে তোমায় বেজার, আনমনা কি অশান্ত,
কি হাহাকার মনের মাঝে জীবনটা হয় শ্মশান তো!

আমার জীবন ক্যানভাসে যে একটি ছবিই অংকিত,
তাই ঘিরে সব আবর্তিত এবং থাকি শংকিত।।


মন্তব্য

মৌনকুহর এর ছবি

চলুক

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

আপনাকে শুভেচ্ছা।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

রাতঃস্মরণীয় এর ছবি

বরাবরের মতোই মজাদার এবং উপভোগ্য ছড়া। ভালো লেগেছে। তবে ৯-১০ লাইনদুটো ঠিকমতো ধরতে পারলাম না। লুচ্ছা বলতে কি আপনি লুচ্চা বুঝিয়েছেন নাকি অন্যকিছু?

চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

শব্দটা লুচ্চা ই হবে। আমার ধারণা ছিল দু'ভাবেই চলে। শুধরে দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এবার নিশ্চয় ওষ্ঠ নিয়ে মনের লুচ্চামি বোঝা যাচ্ছে?

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

জহিরুল ইসলাম নাদিম এর ছবি

দারুণ হয়েছে কবিতাটি। বিশেষ করে কোনো কোনো অন্ত্যমিল প্রায় অভাবিত কিন্তু আশ্চর্যজনক ভাবে সুপ্রযুক্ত। যেমন নিঃশ্বাসে/ হিস্যা সে, আঙ্গুলে/ ভাং গুলে কিম্বা নিঃস্বরে/ ঈশ্বরে প্রভৃতি। শুধু পঞ্চম স্তবকটি দুর্বল এবং পরিত্যাজ্য। লুচ্ছা বলে কোনো শব্দ আছে? শব্দটি কি লুচ্চা/ লোচ্চা? অনুগ্রহ এই মিলটি বদলে নিন। হাততালি

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

বিশদ মন্তব্যের জন্য আমার ধন্যবাদ নিন। শব্দটা লুচ্চাই হবে এবং ইতোমধ্যে শুধরে দিয়েছি। প্রেমিক মনে যে প্রেমিকার ওষ্ঠের প্রতি লোলুপ দৃষ্টি রয়েছে, এবং সেটাও যে প্রেমের একটি অংশ, সবাইকে জানিয়ে দিলাম।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

হাততালি

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

আব্দুর রহমান এর ছবি

চলুক

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

মন্তব্য করেছেন বলে কৃতজ্ঞ।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

sas এর ছবি

আহা!

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

কমেন্টটা যাহা/বুঝলাম না তাহা। ধন্যবাদ রইল পড়ার জন্য।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অন্ত্য মিল চমৎকার লাগলো!!!


_____________________
Give Her Freedom!

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

আপনাকে ধন্যবাদ সংগে থাকার জন্য।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।