নীরবতা পাঠ

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: সোম, ১২/০৯/২০১১ - ১:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ তোমাকে নির্লিপ্ত চাঁদ হাতে রাত্রি আনতে বলিনি
কালো তিলখানি আয়না হোক বিবিধ নকশার
দৃশ্যপাট পালটে গেছে-আবার বলছি
শিউলি তুষার ফেলে চলে গেছে সকালের ট্রেন,
ঝাউবনে দোলনা ছিলনা বলে অভিমান স্থির থেকেছে
এইবার আর চোখ থেকে তন্দ্রা মুছিনি
শীতের বাতাসে বরং লিখেছি
জলোচ্ছ্বাস

দৃশ্যপাট উলটে গেলে, দেখ
বনবেড়ালের ঠোঁটে
রক্তের বদলে লেগে থাকে সবুজ শান্তি!


মন্তব্য

অনিকেত এর ছবি

পড়ার পর কেবল এইটুকুই বলায় থাকে..... গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
আশালতা এর ছবি

সুন্দর। এবং সুন্দর।

----------------
স্বপ্ন হোক শক্তি

তানিম এহসান এর ছবি

“ঝাউবনে দোলনা ছিলোনা বলে অভিমান স্থির থেকেছে” - এই পংক্তিটা দুলিয়ে দিলো! খুব, খুব ভালো লাগলো আপনার কবিতা!

রোমেল চৌধুরী এর ছবি

আপনার কবিতা বুঝিনা আমি। শুধু মনে হয় ঘর ভরে ফেলে রেখে যান অচেনার মতো কিছু ঘ্রাণ!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রিশাদ_ ময়ূখ এর ছবি

সুন্দর। পড়তে ভালো লেগেছে।

উজানগাঁ এর ছবি

বাহ্ !

কেন যে নিয়মিত লেখেন না।

দুর্দান্ত এর ছবি

সুন্দর।

একুশ  এর ছবি

নিরবতা পাঠ করলাম......

মৃত্যুময় ঈষৎ এর ছবি

আজ তোমাকে নির্লিপ্ত চাঁদ হাতে রাত্রি আনতে বলিনি
কালো তিলখানি আয়না হোক বিবিধ নকশার
দৃশ্যপাট পালটে গেছে-আবার বলছি
শিউলি তুষার ফেলে চলে গেছে সকালের ট্রেন,
ঝাউবনে দোলনা ছিলনা বলে অভিমান স্থির থেকেছে
এইবার আর চোখ থেকে তন্দ্রা মুছিনি
শীতের বাতাসে বরং লিখেছি
জলোচ্ছ্বাস

দারুণ লাগলো কবি................ চলুক


_____________________
Give Her Freedom!

সুমন তুরহান এর ছবি

শিউলি তুষার ফেলে চলে গেছে সকালের ট্রেন

চলুক

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।