"বাউল আব্দুল করিম বলে, জীবন লীলা সাঙ্গ হলে..."

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ১২/০৯/২০১১ - ৯:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

'বাউল আব্দুল করিম বলে.
জীবন লীলা সাঙ্গ হলে.
শুয়ে থাকব মায়ের কোলে.
তাপ অনুতাপ ভুলে।'

তিনি শুয়ে আছেন, তাঁর মতোন। আমরা ও প্রায় ভুলতে শুরু করেছি আমাদের মতোন। তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাই কোথাও তেমন কোন উচ্চারন নেই। না থাক, তুচ্ছ আমাদের বিস্মরনে আসলে কিছুই যায় আসেনা তাঁর।

সচলায়তনে তাঁকে নিয়ে নানা সময়ে লিখা কিছু পোষ্টের লিংক রেখে গেলাম। হয়তো পড়বেন কেউ, হয়তো মনে করবেন কেউ।

১। শাহ আব্দুল করিমের একটি সাক্ষাৎকার

২। শাহ আব্দুল করিম

৩। শাহ আব্দুল করিমের জন্য একফোঁটা দীর্ঘশ্বাস

৪। এক টুকরো অমুল্য সঞ্চয়

৫। আব্দুল করিমের হাড়্গুলো কোথায়?


মন্তব্য

চরম উদাস এর ছবি

শ্রদ্ধা

রিশাদ_ ময়ূখ এর ছবি

ধন্যবাদ লিঙ্কগুলোর জন্য

জি.এম.তানিম এর ছবি

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

উনি বড় আপনার মানুষ, বড় আপনার মানুষ বাঙালির....................এত বড় সম্পদ কমই আছে...............


_____________________
Give Her Freedom!

কৌস্তুভ এর ছবি

আহ, ওনার গান সুন্দর লাগে...

রাতঃস্মরণীয় এর ছবি

অসাধারণ একজন শিল্পী, অসাধারণ একজন মানুষ। আমি তার একজন ভক্ত। সময়-সূযোগ পেলে আমরা আমাদের বাউলের আখড়ায় তার গানও করি।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

শমশের এর ছবি

ধন্যবাদ, মৃত্যুবার্ষিকীতে তাঁকে নিয়ে লেখাগূলোর লিঙ্ক দেয়ার জন্য।

শাহ আব্দুল করিমের প্রতি মুগ্ধতার শুরু ১৯৯১ সালে, সুনামগঞ্জ কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ার সময়ে। তিনদিনব্যাপী হাসন লোক উৎসবে হাসন রাজার গানের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার লোকসংগীতের এক অনন্য ভান্ডার যেনো আমার সামনে খুলে গেল। সেই অনুষ্ঠানে প্রথম দেখলাম তাকে; শীর্ণ, ভাঙ্গাচোরা চেহারা। দুএকটি গান আগে শুনেছিলাম অন্যদের কন্ঠে, কিন্ত সেদিন তার নিজের কন্ঠে শুনলাম। ওই উৎসবের রাতে তীব্র শীতের কাপুনি উপেক্ষা করে উপস্থিত হাজার হাজার মানুষের মত আপ্লুত হলাম। এমনিতে রেকর্ডেড গান শুনলে গানের বাণী হৃদয়কে এতটা স্পর্শ করেনা, হয়তো দর্শক-শ্রোতার সাথে ইন্টারএকশনের অভাবে। এত সহজ ভাষায় এত গভীর ভাবের প্রকাশ প্রানে এমন ভাবে ছুঁয়ে গেলো পরবর্তিতে হাসন রাজার পাশাপাশি করিমের গানও বন্ধুদের আড্ডায় নিত্য অনুষংগী হয়ে গেলো।

তার বাণী দিয়েই তাকে স্মরণ করি ---

'করি ভাবনা সেইদিন আর পাবনা, মনে বাসনা সুখি হইতাম
দিন হতে দিন আসে যে কঠিন, করিম দীনহীন কোনপথে যাইতাম'

দময়ন্তী এর ছবি

তাঁর প্রতি শ্রদ্ধা

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

দ্রোহী এর ছবি

বাউল শাহ আবদুল করিমের প্রতি শ্রদ্ধাঞ্জলি!

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

শ্রদ্ধাঞ্জলি

তাপস শর্মা এর ছবি

শ্রদ্ধা শ্রদ্ধা

তানিম এহসান এর ছবি

তার গান গেয়ে আজ অনেকের প্রচার প্রসার, অনেক কম্পানি তাকে নিয়ে ব্যবসা করে বাড়িয়েছে তাদের জয়গান - আর এই মানুষটা জীবদ্দশাতেই সেইসব দেখে গেছেন! তার মৃত্যুর পর তার বাড়ীতে হামলা করেছে মৌলবাদিরা দুই দুইবার! আমরা আসলে সবসময়ই এরকম - খুব দ্রুত ভুলে যাই সব!! হাসান মোরশেদ ভাই চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।