বাঙ্গালী!!
বাঙ্গালী তর্ক চেনে, গর্ত চেনে, দোষ চেনে, মন্দ চেনে-
বাঙ্গালী সূর্যের চাইতে বালির উত্তাপ বোঝে
বাঘের মামা টাগ বোঝে
নাট-বল্টু-ইস্ক্রুপ ঢিলা বোঝে
মেদ-ভুঁড়ি, ইশারা-ইঙ্গিত, সুড়সুড়ি বোঝে
এমনকি মাগনা পেলে আলকাতরা খাওয়া বোঝে,
বাঙালী সব বোঝে, জ্ঞান বোঝে, গরিমাও বোঝে -
বাঙালী শুধু ‘বাঙালী’ বোঝেনা!!
(২৯.০৮.২০১১)
এসো মাতাল হই!
তুমিও আমার মত একা হলে ভালো থাকো!
তুমিও আমার মত জলহীন কোন এক জলে
সবটুকু ঐশ্বর্য রেখেছ জমা -
সব প্রেম শেষ হলে তুমিও একাকী সফেন;
আমরা এভাবে নিজেদের জেনে গেছি বলে
একটি মুহূর্ত আর দেরি না করে এসো,
সকল মিথ্যেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চিৎকার করে বলি -
আমরা মাতাল হতে চাই আজ এই অশ্রাব্য সময়ে;
এসো- আমরা মাতাল হয়ে মুখোমুখি হই -
উন্মাতাল পৃথিবীর!!
(২৯.০৮.২০১১)
দায় রেখোনা!
বেহিসাবি, দায় ঠেকেছে ফুলের কখন সবুজ মাঠে!
কখন ফুলের দায় রয়ে যায় গাছে-পাতায়, ফুলের কাটায়;
কোনদিন কারো কাছে - কারো কোন দায় থাকে কি আদৌ -
এবার নাহয় ফুলের মতও - ফুলের সাথে গলা সাধো!
(৩০.০৮.২০১১)
------------------ বরিশাল
মন্তব্য
অনেক মজার। ১ম টা বেশি মজার। রঙ্গে-ব্যাঙ্গে সত্যিটাই উঠে এসেছে। সতত শুভকামনা।
ভাই দেবানন্দ ভূমিপুত্র, আপনার জন্যও শুভকামনা রইলো, ভালো থাকবেন|
হে হে... আমি প্রথম মাতাল!
একটুর জন্য ট্রেন ছুটে গেছেরে ভাই, সমস্যা নাই, লাইনে দ্বিতীয় মানুষ হিসেবে দাড়িয়ে থাকায় কোনকিছুর কমতি পরেনা আসলে
টমক্যাট আমি একদম পছন্দ করিনা, আমরা জেরিদের সাথে আছি !
টমক্যাট আমি একদম পছন্দ করিনা, আমরা জেরিদের সাথে আছি !
বাঙালী শুধু 'বাঙালী' বোঝে না!!
মিলু ভাই, কেমন আছেন? গান পাচ্ছিনা কিন্তু আপনার কাছ থেকে!
ভালো আছি। জীবন আপাতত গানহারা ভাই! আপনি ভালো থাকবেন।
জেরির ইমো না থাকলে দিবো কোত্থেকে
ও, এখন ইমোর দোষ! বলি বেড়াল চালান এর মতো করে জেরিদের চালান দিলে মেনে নেয়া হবেনা, বিলক্ষন কুরুক্ষেত্র বেধে যাবে! নারদ নারদ
বিড়াল-ইঁদুর-আর মানুষের মধ্যে কুরুক্ষেত্র কেমন জমে দেখবার জন্য যথেষ্ট উৎসাহ দেয়া হলো...
পপকর্ণ খাইতে থাকেন, আমরা কোন রকম কুরুক্ষেত্র করতে যাবোনা যতক্ষন না আপনি জেরি চালান দেন! বেড়াল চালান!!! পৃথিবীতে কতরকম চমৎকৃত হবার মত ব্যাপার আছে
'দায়' আর 'প্রণতি' শব্দটা আপনার অত্যন্ত প্রিয় বুঝি? 'দায়' দেখলেই মনে হয় এটা বুঝি আপনার কবিতা।
বাঙালি চিরকালই অবশেষে বোকা...
মাতাল হয়ে যেতে হয়- লুকাতে............
অটঃ মাঝে মাঝে আপনার কাছ থেকে আপনার 'মৃত্তিকা'র মতো কবিতা পড়তে ইচ্ছে হয়।
_____________________
Give Her Freedom!
ওহে মৃত্যুময়, বাঙালী চিরকাল অবশেষে ‘বোক’ কথাটা মেনে েিনবোনা। বাঙালী বোকা নয়,অধিকাংশ বাঙালী সরল-সহজ! বাঙালীকে বাঙালী বুঝতে না দেবার মূল দায় রাজনৈতিকদের আর তার প্রেক্ষাপট অনেক ব্যাপক, অনেক বড় একটা সময় ইতিহাস ধরে ধরে যেতে হবে।
সেভাবেও ঠিক!!! সহজ সরল।
প্রবন্ধ পোস্টানোর কথা ছিল যে? কবে পাচ্ছি?
_____________________
Give Her Freedom!
ঈষৎ থেকে ধার নিয়ে বলি
আপনে এই কবিতা বরিশালে বসে লিখেছেন। দারুন।
ডাকঘর | ছবিঘর
ভাই তাপস শর্মা, বাঙালী নিয়ে বলে দিয়েছি উপরে, আমার মনে হয় আপনি একমত হবেন। সে সময়ের একটা বড় অংশ নিয়ে কিন্তুআপনি লেখা শুরু করেছেন
হু, বরিশালে এসে আটকে গেছিরে ভাই, উড়াল দিতে হবে দ্রুত:-)
০১
প্রথমটি নিয়ে মন্তব্য করবো না। নাকি মন্তব্য করা হয়েই গেল?
০২
দ্বিতীয়টির প্রথম চারটি চরণ অসাধারণ।
০৩
তৃতীয় কবিতার প্রথম চরণটি চমকে দেবার মতো, চারের চালে স্বরবৃত্তের ফিনিক দেয়া আলো,
দ্বিতীয় চরণেও সেটিকে ধরে রাখা গেছে,
বাকী দুটি চরণকেও ভাব-ভাষা ঠিক রেখে ছন্দ পড়ানো তো খুবই সহজ মনে হচ্ছে,
অন্ত্যঃমিলের ছাড়া এভাবে কি লেখা যায়?
কোনদিনও (৪) কারুর কাছে (৪)- আদৌ কোন (৪) দায় থাকে কি (৪)
এবার না হয় (৪) ফুলের মতো (৪)- ফুলের সাথেই (৪) গলা সাধো!(৪)
এবারে না হয় অন্ত্যমিল ও ছন্দমিল দুটো ঠিক রেখে তুমিই ভাবো।
তৃতীয় কবিতাটি সবথেকে ভালো লেগেছে!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
রোমেল ভাই, বিশ্বাস করেন আমারও মনে হয়েছিলো তিন নাম্বারটাই আপনার মনোযোগ সবচাইতে বেশি আকর্ষন করবে। দুই নাম্বারটার পরের লাইনগুলো নিয়ে আপনার সাথে আলাদা করে কথা বলবো। ভালো থাকবেন রোমেল ভাই, দেবশিশুদের জন্য শুভকামনা!
চরমাত্মক!!!!!!!
অতীত
ভাই অতীত, বর্তমানে এসে মন্তব্য করে গেলেন, এটা আমার ভবিষ্যতের পাথেয় হোক! শুভেচ্ছা,
স্যাম ভাই , ধন্যবাদ!
বাঙালী কুচক্রী এই এক নম্বর কথাটা বাদ দিলেন কেমনে?
আর....আর ফুলের কিন্তু কোন দায় নেই, কারণ সে কেবল দিয়েই যায়, সুগন্ধ বলুন আর মধু বলুন
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
কুচক্রীর সংখ্যাতো হাতেগোনা ভাই! আপনাকে অনেক ধন্যবাদ!
নাহ, এই কবিদের নিয়ে তো মহা মুশকিল। যখন তখন অপূর্ব সব লাইন এনে মাথায় আউলা লাগায় দেন।
----------------
স্বপ্ন হোক শক্তি
যাদের মাথা আউলা হয় তারা মানুষের মাঝে ‘আউলা’ সম্প্রদায়ভুক্ত, খুবই ভালো একটি সম্প্রদায়, এদের জয় হোক
বাঙলা খামু!
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
হে রাতঃ§§রনীয় রাতের পিয়াসি, খেতে থাকুন, সাথে থাকুক সাথী
দেরিতে আসার জন্যে দু:খিত তানিম ভাই। উপরের রোমেল ভাই যা বলার বলে দিয়েছেন।
প্রথমটা আমার কাছে কবিতা মনে হয় নি।
দি্বতীয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে।
তৃতীয়টা সম্ভাবনা জাগিয়েছিলো তবে আরো ভালো হতে পারতো মনে হয়।
আরো লিখুন। নিয়মিত।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
এত ব্যাস্ততার মধ্যে এসে মন্তব্য করে গেলেন! প্রথমটা নিয়ে আমিও ভেবেছি কিন্তু পরে মনে হলো কথাগুলো লেখা হয়ে গেছে যখন, বলেই ফেলি - সেদিন বাঙ্গালীত্ব নিয়ে একটা তর্কের ভেতর ছিলাম, সেখানে ধর্মের ভিত্তিতে তর্ক হচ্ছিলো, এমন একটা জায়গা বেরুতেও পারছিলামনা, এখন চাইলেও আর বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সব জায়গা থেকে বেরুনো যায়না! বেজায় মেজাজ খারাপ করে সেখান থেকে বেরিয়ে মোবাইলের নোটস অপশনে এটা লেখার পর মেজাজ ঠিক হয়েছিলো
ধন্যবাদ
ভাল লাগলো __ !!! তৃতীয়টা বেশ ___
মন্তব্যের জন্য ধন্যবাদ, শূণ্যস্থানগুলো নিয়ে কি করবো ভেবে পাচ্ছিনা
নতুন মন্তব্য করুন