প্রথমদিকে প্রায়ই স্বদেশ এসে হানা দিতো স্বপ্নে, দেখতাম আমি হেটে চলেছি শৈশবের সেই বহু চেনা পথগুলিতে কিংবা কোন ধরনের নিমন্ত্রণ ছাড়াই প্রিয় বন্ধুবর্গের কেউ হাজির! তারপর যা হয়, সকালে উঠে একটা দীর্ঘশ্বাস এরপর ব্যস্ততায় ডুবে যাওয়া। ধীরে ধীরে স্বপ্নগুলার প্লট পরিবর্তন হতে লাগলো, এখানকার আর ওখানকার সবকিছু মিলিয়ে জটিল থেকে জটিলতার দর্শন। এবং অবশেষে স্বদেশী স্বপ্নগুলো হারিয়ে গেল পুরোপুরি। এখন আর ঘুমের ঘোরে আমি হাটি না আশৈশবের সেই পথে, পরিচ্ছন্ন চকচকে পীচ ঢালা কোন পাহাড়ি রাস্তা বা সমুদ্র এসে বসে থাকে পুরো সীমানা জুড়ে।
হিসাব করলাম গত মাসে টানা একহাজার দিন পূর্ণ হল এই আইল্যান্ডে। খুব একটা বেশীও নয় আবার খুব একটা কমও বলা চলে না। ভেবেছিলাম স্মৃতি কাতরতা আক্রমণ করতে পারে ওইদিনে, কিসের কি!
অভিমানী বালকের মতই চুপিসারে সেই একই রকমের ব্যস্ততায় আরও একটা সাধারণ দিনের মতই কেটে গেল তা। কে জানে, হয়তো বেশীর ভাগ প্রবাসীদের জীবনের গল্পগুলো একই ধাঁচের!
এবারের প্রচেষ্টার নাম রেখেছি লেইজী সাউণ্ডস্। না হয় অলস শব্দাবলীতেই জেগে থাকুক আমার স্বদেশ।
ব্যাকিং ট্র্যাক: ইউটিউব
Lazy Sounds by charbak
মন্তব্য
লেখার শিরোনামটা একটু খেয়াল করেন। টাইপো হয়ে গেছে।
ধন্যবাদ সুপ্রিয় শান্ত, টাইপো ঠিক করে দিচ্ছি।
love the life you live. live the life you love.
শিরোনামটি কি "অলস শব্দাবলী" হবে?
একটু কষ্ট করে আপনার এই প্রচেষ্টাটা নিয়মিত করার চেষ্টা করবেন। সচলে অডিও পোস্ট দেবার লোক বেশ কম।
অটঃ এই অচেনা দ্বীপে আপনি কী করতে গেছেন? পড়তে? কাজ করতে? নাকি থাকতে?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অলস শব্দাবলী হবে, ঘুম জড়ানো চোখে লিখতে গিয়ে বোধহয় ভুলটা চোখ এড়িয়ে গেছে।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ পাণ্ডবদা। ভাল থাকবেন।
অট: জীবিকার সন্ধানে
love the life you live. live the life you love.
ব্যতিক্রমী পোষ্ট ভালো লাগলো!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অনেক ধন্যবাদ কবি।
love the life you live. live the life you love.
কোন দ্বীপে আছেন জানতে ইচ্ছে করে। দ্বীপের ছবিটিবি থাকলে দেন। গান শুনতে শুনতে সাথে ছবিতেও হেঁটে আসি। সুন্দর বাজিয়েছেন আপনি
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
বারমুডায় আছি নীড়দা। হেভী ফায়ারআর্মস এর জন্য অপেক্ষা করছিলাম এতদিন(ডিএসএলআর), এই সপ্তায় পেয়ে গেছি; সামনের সপ্তায় দেখবেন ছবির ঠেলায় সচলে থাকা দায় হয়ে যাবে
বাজনা ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগলো। ভাল থাকবেন।
love the life you live. live the life you love.
আয় হায়! আপনি বারমুদা!! আমি এই দ্বীপে যাবার জন্য স্বপ্ন দেখছি গত আঠারো বছর। ক্যারিবিয়ানের সবগুলো দ্বীপই স্বর্গবিশেষ। আমি নিশ্চয়ই যাবো কোনো একদিন.........
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
চলে আসেন নীড়দা, সময় গেলে সাধন হবে না
love the life you live. live the life you love.
ব্যতিক্রমী পোষ্ট ভালো লাগলো
ধন্যবাদ রিশাদ_ময়ূখ।
love the life you live. live the life you love.
love the life you live. live the life you love.
সবটাই আমার কাছে রোমাঞ্চকর লাগছে। বারমুডায় আছেন আপনি, ওফ, ব্যাপক ব্যাপার। একটা শিহরণ হচ্ছে, সত্যই। পাহাড় পছন্দ করি তবে, আইল্যান্ডের প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ আছে।
এমন বাজনা আরো চাই
ডাকঘর | ছবিঘর
এই দ্বীপটা সত্যিই কবিতার উপমার মতই সুন্দর। হাজারবার দেখেও ক্লান্ত হই না।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ তাপস শর্মা।
love the life you live. live the life you love.
চমৎকার বিষন্নসুন্দর সুরটা ছুঁয়ে গেলো রে ভাই! কবে যে আলস্য ঝেড়ে আপনি এককলি গেয়ে উঠবেন, সে অপেক্ষায়
থাকতে থাকতে কী মরে ভূত হয়ে যেতে হবে?
ধন্যবাদ আয়নামতি।
ইয়ে মানে পায়ে ব্যাথাতো তাই গান প্রোডাকশনে একটু দেরি হচ্ছে
love the life you live. live the life you love.
লেখার বিষয়বস্তুর কারনে কিনা জানিনা তবে সাউণ্ডট্র্যাকটা শুনে স্মৃতিকাতরতা ছুয়ে গ্যালো........সুন্দর
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ অরুপ নাহিয়ান।
love the life you live. live the life you love.
----------------
স্বপ্ন হোক শক্তি
love the life you live. live the life you love.
অনেকদিন পর আবার আপনার কম্পো পেলাম। আপনার আগের কাজগুলোও আরেকবার করে শুনলাম। আপনার নিজস্ব একটা স্টাইল আছে, শুনলে বেশ বোঝা যায় এটা আপনারই কাজ। গান দেননা ক্যানরে ভাই? আর আপনার পোস্টগুলো কি সবসময় এরশাদাদুদের কথা ভেবেই দেয়া?
ভালো থাকবেন।
ধন্যবাদ মিলু। 'নিজস্ব স্টাইলের' গোমরটা বলে দেই, প্রথমটা বাদ দিয়ে বাকি সবকয়টা মাইনর পেণ্টাটনিক স্কেলের উপর, তাই শুনলে মনে হয় কোথাও যেন শুনেছি
সচলের এই ট্যাগটা আমার খুবই পছন্দের আপনার নতুন গানের খবর কি?
আপনিও ভালো থাকবেন।
love the life you live. live the life you love.
রেকর্ড করার মেলা হ্যাঁপা ভাই। তাছাড়া সময়টাও করে উঠতে পারছি না। যান্ত্রিকতায় আটকে গেছি বলতে পারেন। শুভকামনা।
খুব সুন্দর লেগেছে পলদা!!!
_____________________
Give Her Freedom!
ধন্যবাদ মৃত্যুময় ঈষৎ।
love the life you live. live the life you love.
বাজনাটা খুব ভালো লেগেছে
বারমুডা ! আগে বললেন না কেন !!! আর কত দিন আছেন? পরের বার ওয়েস্ট ইন্ডিজে ছুঁয়ে যেতে পাড়ি আপনের আস্তানা।
facebook
সুযোগ পেলে অবশ্যই ঘুরে যাবেন এই অপার্থিব সৌন্দর্যের দ্বীপটাতে। কতদিন আছি এটা এখনও ঠিক করে বলতে পারছি না, এই মাসের শেষের দিকে অথবা সামনের বছর হয়তো। ওয়েস্ট ইন্ডিজে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আমারও, বিশেষত জ্যামাইকাতে; । আমি থাকতে এখানে এলে এক্টু আওয়াজ দিয়েন
love the life you live. live the life you love.
অসাধারণ লাগলো, স্তব্ধ হয়ে বসে শুনলাম, দারুণ গিটারের হাত আপনার।
-ময়দানব
ধন্যবাদ ময়দানব। এইভাবে প্রসংশা কর্লে 'আমি কি হনুরে' টাইপের হতে বেশীদিন লাগবে না
love the life you live. live the life you love.
নতুন মন্তব্য করুন