তাজমহলের কোনো মিস্ত্রি ক্লাস সিক্সে পড়ে নাই

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শুক্র, ১৬/০৯/২০১১ - ৩:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

Shahjahan

ও আমার দরদী আগে জানলে, আগে জানলে ফাইভের ফাইন্যালে পাশ করতাম না।


মন্তব্য

চরম উদাস এর ছবি

দেঁতো হাসি

হিমু এর ছবি

গুরু গুরু

অনার্য সঙ্গীত এর ছবি

হো হো হো

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

যুধিষ্ঠির এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

অসাধারন আপনার বোধ আর তার প্রকাশ! স্যালুট!!

কল্যাণF এর ছবি

চরম গড়াগড়ি দিয়া হাসি ইয়েস বাঘ মামা, ইয়েস!!!

সচল জাহিদ এর ছবি

গুল্লি


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

পাগল মন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

টিউলিপ এর ছবি

গুল্লি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

রু (অতিথি) এর ছবি

বলার আর কিছু বাকি রাখেন নাই। তাই চুপ করেই থাকলাম।

ঢাকাইয়্যা যাদুকর () এর ছবি

হাততালি গুরু গুরু

রুমঝুম ১ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

গুরু গুরু

টিভিতে সেদিন এক বক্তিমায় দেখছিলাম খান্সাব তারে নিয়ে কারটূন করায় মাইন্ড খাইছেন।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

গুল্লি গুল্লি


_____________________
Give Her Freedom!

জ়াতির বিবেক এর ছবি

মন্তব্য নিষ্প্রয়োজন । লেখককে স্যালুট !

যুমার এর ছবি

হাততালি

পাহাড়ী বাংগাল  এর ছবি

আপনি বেজায় দুষ্ট প্রকৃতির লোক ভাইজান । একজন মানী (?) লোকের মান সম্মান (?) লইয়া মস্করা করেন। আপনার নসিমনের হেলপার কর্তৃক পিডন খাইবার সমূহ সম্ভাবনা রহিয়াছে।

অতিথি লেখকঃ অতীত এর ছবি

গুরু গুরু হাসি দেঁতো হাসি হো হো হো গড়াগড়ি দিয়া হাসি গুল্লি

অতীত

কর্ণজয় এর ছবি

gOOdtOOn

sas এর ছবি

এক্কেরে....... গুল্লি .

তাপস শর্মা এর ছবি
নিটোল. এর ছবি

খাইছে!! গুল্লি

দুর্দান্ত এর ছবি

নিখুঁত। এই লোকের জিবলা-আলাজিবলা এই সাইজের ই দেখানো উচিত।

দ্রোহী এর ছবি

অরিত্র অরিত্র এর ছবি

হাততালি

দ্রোহী এর ছবি

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

গুল্লি
গড়াগড়ি দিয়া হাসি
গুরু গুরু
ইয়েস বাঘ মামা, ইয়েস!!!

---------------------
আমার ফ্লিকার

ধৈবত(অতিথি) এর ছবি

আইডিয়াটা ভালৈছেগো ছোডবদ্দা... চলুক

পাঠক এর ছবি

হাততালি

তারেক অণু এর ছবি
জ.ই মানিক এর ছবি

দুর্দান্ত!

দিগন্ত বাহার * এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

দীপজ্বলেযায় এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

রোমেল চৌধুরী এর ছবি

জবাব ছাড়া!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

উচছলা এর ছবি

গোয়াল ছাইড়া গরুগুলা সব সংসদে ঢুকতাছে...বাংলার গোয়ালে দুর্যোগের ঘনঘটা...

পল্লব এর ছবি

পুরাই গুল্লি
গড়াগড়ি দিয়া হাসি

==========================
আবার তোরা মানুষ হ!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
অরফিয়াস এর ছবি

বাঘের বাচ্চা কোপাও মামা...

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ত্রিনিত্রি এর ছবি

হো হো হো হো হো হো

গেরিলা এর ছবি

গুল্লি গুল্লি (গুলি গড়াগড়ি দিয়া হাসি )

হাসান মামুন এর ছবি

কেন যে এতো বড় পাস দিলাম দেঁতো হাসি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

গুরু গুরু


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নজমুল আলবাব এর ছবি

ফাইজলামি করতাছস? রেগে টং
দেশে আইবিনা আবার? ধইরা ঠুয়া দিয়া দিমু...

মাহবুব লীলেন এর ছবি

আইসেন আবার দেশে
তারপর বুঝবেন কে কতটা পাশ

তিথীডোর এর ছবি

গুল্লি গুল্লি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অকুতোভয় বিপ্লবী এর ছবি

খালি আপনারে বাঘের বাইচ্চা বলতেই লগাইলাম দেঁতো হাসি
:-bd

আমি বড় হইয়া শাজাহান হইতে চাই মন খারাপ(

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

সাকিব এর ছবি

গুরু! প্রণাম নেন... ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গুরু গুরু

______________________________________
পথই আমার পথের আড়াল

হাওয়াইমিঠাই এর ছবি

আসেন ফাইভ পাস না করার পরীক্ষা দেই...।

মেঘা এর ছবি

হা হা হা হা হা হা ব্যাপক মজা পেলাম। গুরু গুরু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।