মূক চৈতন্যের কথকতা (৩)

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শুক্র, ১৬/০৯/২০১১ - ৫:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১।

মৌনতার মধ্যে কয়েকফোঁটা অনিশ্চয়তা মিশে আছে।
মাঝে মাঝে সেই গন্ধে বেঁচে উঠি
মাঝে মাঝে সেই গন্ধে মরে যাই!

২।

হৃদয় ওখানে নয়
হৃদয়ের বেশ দূরে আছো
ওখানে সমস্ত মেঘ
অতি তুচ্ছ বৃষ্টি যায় আসে।
অভিজ্ঞ তড়িৎ গতি
মাঝে মাঝে সামলে নেয়া ভালো
আমি তো জ্যোৎস্না চাই
তুমি শুধু অন্ধকার ঢালো!

৩।
নিজের মৃত্যু সম্পর্কিত একটা দৃশ্যে একটা পাখিকে একা একা গান গাইতে দেখি।

৪।

ভাঙনের এক দৃশ্য ধরে রাখি
ভাঙনের এক দৃশ্যে ঘুড়ি ওড়াই
ভাঙনের এক দৃশ্যে স্কুলফেরৎ শিশু কাঁদে
আমাদের তাতে একটুও লজ্জা করেনা!

৫।
আমাকে চেয়েছো তুমি
তোমাকে আমিও পেতে চাই
দুজনে আগুন জ্বালি
দুজনে আগুনে জ্বলে যাই!

৬।

উত্তর থেকে দক্ষিণ মেরু দুটি বালিশের দূরত্বে অবস্থিত।

৭।
মুহূর্তের বেখেয়ালে
ভুল করে বলেছো 'হৃদয়'
আসলে সমস্ত প্রেমই নিম্নগামী!


মন্তব্য

তানিম এহসান এর ছবি

চলুক চলুক

কর্ণজয় এর ছবি

খুব সাধারন। জানালার উপর চড়ুই পাখীর মত।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

বেশ লাগলো!!! চলুক


_____________________
Give Her Freedom!

 তাপস শর্মা  এর ছবি

একটা আলো-আঁধারি খেলা, যেন নিরব ভাবে বলে দিতে চায়

স্বপ্ন মাটির সঙ্গে মিশে যায়
প্রতিদিন
জেগে থাকে
নিঃসঙ্গ শূন্যতা
অদ্ভুত ভূতুরে চেতনা নিয়ে
বেঁচে থাকে প্রতিক্ষণ।
শুধু বাতাসে
ভেসে থাকে
চাপা কান্নার আওয়াজ।
নিরব নৌকার উপর
মরচে পরা জলে
শান্তি খুঁজে
দ্বিখণ্ডিত রাত্রি...

অতিথি লেখকঃ অতীত এর ছবি

চলুক চলুক চলুক

অতীত

বোকা মেঘ এর ছবি

মাঝে মাঝে একটা-দুটা কথায় অমিল থেকে যায়, সেটাইতো স্বাভাবিক না? আজ কিভাবে সাতটাই মিলে গেল ?!!
ইদানিং অনেক কিছুই মেলে না...
তাই আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- দিতে ইচ্ছে করছে খুব... এক ঝুড়ি দিলাম

ভালো থাকবেন হাসি

guesr_writer rajkonya এর ছবি

আপনার কবিতার এই সিরিজটার জন্য অপেক্ষা করে থাকি।
১ নং টা খুব বেশি ভাল লেগেছে। হাসি

সুমন তুরহান এর ছবি

আমি তো জ্যোৎস্না চাই
তুমি শুধু অন্ধকার ঢালো!

আমাকে চেয়েছো তুমি
তোমাকে আমিও পেতে চাই
দুজনে আগুন জ্বালি
দুজনে আগুনে জ্বলে যাই!

ভালো লেগেছে। হাসি

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

তারেক অণু এর ছবি

মৌনতার মাঝে কয়েকফোঁটা নিশ্চয়তা মিশে আছে ! চলুক

রোমেল চৌধুরী এর ছবি

বাহ, খুব ভালো লাগলো!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

guesr_writer rajkonya এর ছবি

আপনার কবিতার এই সিরিজটার জন্য অপেক্ষা করে থাকি।
১ নং টা খুব বেশি ভাল লাগলো। হাসি

সবজান্তা এর ছবি

আমি একটা জিনিস ঠিক বুঝতেসি না- আমি এই লেখাটার শিরোনাম দেখতেসি- মূক চোউতন্যের কথকতা (৩)। এটা কি শুধু আমিই ভুল দেখতেসি ? মনে হয় না কারণ আমি অন্য কোন লেখাতেই ভুল দেখতেসি না। যতোদূর জানি মণিকাদির লেখাটার শিরোনাম, মূক চৈতন্যের কথকতা। কোন মন্তব্যেই এই বানান বিভ্রাটের ব্যাপারে কোন কথা না দেখে একটু চিন্তিত হলাম, এই বানান কি শুধু আমিই দেখছি ?

কালো কাক এর ছবি

আমিও দেখছি ! আমি ভেবেছিলাম কোন নতুন বা কম প্রচলিত শব্দ এটা !

পাঠক এর ছবি

চলুক

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

গুরু গুরু

নাহ্‌, এই বার ফেব্রুয়ারীতে বই বের না করলে কিন্তু পাঠকেরা খবর করে দেবে!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

কল্যাণF এর ছবি

মনিকা আপা কবিতাটা পড়লাম, একটা অনুরোধ আছে, আপনার "শামসুদ্দিনের গাছ" টা কিন্তু শেষ করেননি।

মণিকা রশিদ এর ছবি

অনেক দেরী হয়ে গেল, দেরীতে হলেও সবাইকে অনেক ধন্যবাদ পড়ার জন্যে। কল্যান, শামসুদ্দিনের গাছ শেষ করার পরিকল্পনা আছে, দেখি...

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।