বিনা সুতোর মালা গাঁথার প্রতিশ্রুতি নিয়ে বসেছিলাম, কিন্তু গাঁথতে পারলাম না। একটা একটা করে পুঁতি তুলে নিই, পরপর সাজাই। সেই বর্ষাবিকেলের নীল পুঁতি যার ভিতরে কেমন একটা মায়াবী আলো ঝিলমিল করতো, সেইটার গায়ে হাত বুলিয়ে চুপটি করে নামিয়ে রাখি। পাশে রাখি ঝকমকে লাল আর সাদা দুটি পুঁতি, ওরা বৈশাখের সন্ধ্যা, ওরা জয়জয়ন্তী।
তারপরে সোনালী রূপালীরা, ওরা শরতের ভোর। তারপরে হেমন্তের সোনালী ফুটকি-ফুটকি দেওয়া বেগুনী পুঁতি। তারপরে চকচকে কালো একটা পুঁতি, ওটা আসলে অনেক রঙের আলো বুকের ভিতর লুকিয়ে রেখেছে, কাউকে দেখতে দেয় না। ও মাঘনিশীথের পাগলা বাঁশির সুর, ওকে বোঝা যায় না।
তারপরের বাসন্তী-গোলাপী-কমলা-সবুজ পুঁতিগুলো ঝরঝর করে হাত থেকে পড়ে গেল আর সাজিয়ে রাখা সবাই ছড়িয়ে গড়িয়ে গেল। মালা হলো না, দিন গড়িয়ে গেল দিনের মোহনায়।
দিনমোহনার জল-শিরশির বাঁকে
যেইখানে মেঘ স্বপ্নবকুল আঁকে-
ঠিক সেখানে ডুবিয়ে দিয়ে তরী
ঘরভোলা সেই ঘোরের রাস্তা ধরি,
পথ ঘুরে যায় আলাভোলার ঘাটে
ঘুমঘুম চোখ সূর্য নামে পাটে।
দিন ফুরালো, আসছে রাতের খেয়া
ঘুমিয়ে পড়ে সাপজড়ানো কেয়া,
তরল গরল আগুননেশায় নাচে
ঠোঁট সেঁকে নিই সেই আগুনের আঁচে।
দগ্ধ ওষ্ঠে দুগ্ধপৃথিবী-স্মৃতি
ভিতর-উঠানে মোহন মরণতিথি-
মরণ, সে এক অবাক যাদুকর
শূন্যে বানায় 'সব পেয়েছি' র ঘর।
মন্তব্য
----------------
স্বপ্ন হোক শক্তি
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
খুব সুন্দর!!!
_____________________
Give Her Freedom!
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
তুলিদি, কী আর বলবো, এককথায় দুর্দান্ত!!!অসাধারণ মায়াকল্প!!! দিনের মালা হলো না, অথচ বছরটা পুরোই সাজিয়ে দিলেন এক অনন্য বিমুগ্ধ ঋতুমাল্যে
অতীত
ধন্যবাদ অতীত।
আসলে দিনের পরে দিন চলে যায়, কিছুই তেমন করা হয়ে ওঠে না, দিনের শেষে এই বোধটাই তীব্র হয়ে ওঠে।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
সুন্দর!
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
সৌন্দর্যের গাঁথুনী লেখাটির পরতে পরতে। বারবার পড়লাম। প্রতিবারই মন ছুঁয়ে গেলো।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
অনেক ধন্যবাদ সুমন তুরহান।
লেখা যেখানে পৌঁছতে চায় তা হলো পাঠকের মন, তা হয়েছে জানলে কলম তৃপ্ত হয়।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অপরূপ চিত্রকল্পময়!
কবিতাটি আরেকটু ধীরলয়ের ছন্দ চাইছে!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অনেক ধন্যবাদ রোমেল।
আসলে গতকাল পুরোটা দিতে পারিনি, এখন এডিট করে পুরো কবিতাটুকু দিলাম।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অদ্ভুত সুন্দর!
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
সোনালী রূপালী
facebook
আরে আমি তো আপনার তিব্বত ভ্রমণ শুনবো আর দেখবো বলে রোজ আসি। কবে দিবেন?
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ভালো লাগার কবিতা । সুন্দর
ডাকঘর | ছবিঘর
অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
সুষমামন্ডিত দ্যোতনা! কবিতার শেষ দুটি লাইন যথোপযুক্তভাবে শেষ টেনে ধরেছে অদ্ভুত সারাংশে! আপনাকে শুভেচ্ছা
আপনাকে অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
বড়িয়া হ্যায়!
কিন্তু মণিরত্নম, সুবোধ বালকের ছন্দের যে দেখা নাই! কী হইলো???
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
মডুদের অপেক্ষায়...
আরে আমি তো কিছুই জানতাম না!
তাড়াতাড়ি সব ঠিক হোক এই আশা রাখি।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
কোবতে বুঝিনা
নতুন মন্তব্য করুন