মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িচালককে জিজ্ঞেস করলাম, তুমি কী পাস? সে বলল, ‘‘আমি তো স্যার ফাইভ পাস।’’ সেও প্রধানমন্ত্রীর গাড়ি ভালোভাবে চালায়।
ধর্মমতে মুসলমানদের কোনো অকালমৃত্যু নেই। তারেক (চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ) ও মিশুক (সাংবাদিক মিশুক মুনীর) তাদের জন্য নির্ধারিত সময়েই মারা গেছে।
মা-বাবা শিক্ষিত হলে সন্তান বেশি হলে সমস্যা নেই।
আপনাকে (গত দুই বছরের উন্নয়নমূলক কাজের) তথ্য দিয়ে আমি নিজের পায়ে কুড়াল মারব নাকি?
এইবার একটা বোনাস বাণী।
গেল পাঁচ বছরে আমার ১৮টি অ্যালবাম প্রকাশ পেলেও আমি মনে করি এ পর্যন্ত গানের আমি পাঁচভাগ শিখতে পেরেছি। বাকি ৯৫ ভাগ কবে শিখবো সেই ধ্যানে আছি।
মন্তব্য
আহা!!
অরূপ, তোমার বাণী
অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক্ সে আনি।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ভাবতেসি পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর বাবা-মা যদি তাদের ৮ম সন্তানের পর ফুলস্টপ দিতেন তাহলে দেশ ও জাতির কতো বড়ো উপকার হতো!
মাথামোটা, পাছামোটা বলদের পালে সংসদ ছেয়ে গেল...আশে পাশে কোনো মানুষ দেখিনা রে
মর ফকির লোকটাকে বেশ রসিক মনে হচ্ছে।
ভাবছি শুধু মন্ত্রী সচিব আর সাংসদদের জন্য 'প্রগতি পাজারু তোমাকেই খুঁজছে প্রভু' টাইপের একটা টালেন্টশো করলে কেমন হয়?
সেক্ষেত্রে আমাদের সাকা'র কাছে সব ফেইল! অপ্রতিদ্বন্দী বিজয়ী!
প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন টাইপ রসিক মনে হলো।
বাঙ্গালী বড়ই রসিক জাতি......
facebook
অচাম অচাম
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
বাকি ৯৫ ভাগ গান শিখলে কয়টা অ্যালবাম বেরুতে পারে, এরকম হিসাবনিকাশ করার কোনো সফটওয়্যার আছে?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
বন্ধু, হাতুড়ে ডাক্তার কিন্তু অপারেশনে টেনশন ফ্রি থাকে। বাকিটা শেখার পর এমনও তো হতে পারে, উনি আর বের করতেই সাহস করবেন না।
শিক্ষামন্ত্রী অংক না পারলে কেমনে কি? ঐকিক নিয়ম ধরেন। ৫ ভাগে ১৮ টা, ১ ভাগে ..., ১০০ ভাগে...
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
এই হলো আমাদের দেশের মন্ত্রীদের অবস্থা.....!!!
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
যাক, ইভা রহমান মিথ্যেবাদী, এ অপবাদ অন্তত কেউ দিতে পারবে না।
বাকি মহাপুরুষদের ক্ষেত্রে নতুন করে কীঈঈঈ বা বলবো...
আমরা সকলেই তাদের গুণগ্রাহী।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
আমার জানামতে প্রধানমন্ত্রীর গাড়ি চালক এসএসএফ এর অফিসার এবং বিদেশ থেকে বিশেষ কোর্স করে আসা... সে ফাইভ পাশ কিভাবে হলো বুঝলাম না !
কি আর বলবো, এ আমাদের দুর্ভাগ্য।
রাজনীতিতে দীর্ঘদিন থাকা সত্ত্বেও তারা জানেন না কোথায় কি বলতে হয়। এমনকি বলার আগে ন্যূনতম চিন্তা করেও দেখে না কি বলছেন।
অলস সময়
জাস্ট ফাটাফাটি
বোনাস বাণী ...
আসলেই রঙ্গে ভরা বঙ্গদেশ!
আরো কিছু যোগ করেনঃ
-আন্তর্জাতিক সাবমেরিন ফাইবার অপটিক কেবলে বাংলাদেশের সংযোগ প্রসংগে সাবেক তথ্যমন্ত্রী
-সন্ত্রাসীদের এলোপাথারী গুলিতে একটি শিশু মৃত্যুর পর তার বাবা মাকে সান্তনা দিতে গিয়ে সাবেক অতিধার্মিক স্বরাষ্ট্রমন্ত্রী
-দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা প্রসংগে সাবেক অতিধার্মিক স্বরাষ্ট্রমন্ত্রী
-লঞ্চ দূর্ঘটনায় বিপুল পরিমান মানুষের শলিল সমাধির পরে সাবেক নৌপরিবহন মন্ত্রী
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
অনেক দিন পর। শুভ প্রত্যাগমন। পোস্টে
মন্ত্রীপরিষদ তো না যেন ভাঁড়পরিষদ!!!
_____________________
Give Her Freedom!
অভাগা জাতির কলংকিত চেহারা সব - মানুষ বলতে পারিনা; চিড়িয়াখানায় পাঠালেও চিড়িয়াখানার সব প্রাণীরা বিদ্রোহ করে বের হয়ে আসবে, সুযোগ পেলেও এদের কামড়াবেনা, রুচিতে বাধবে! বনের পশু-পাখীরও একটা চরিত্র আছে, এদের নাই! বেহায়ার দল
এই ভাঁড়রা এভাবে আনন্দপ্রদান করার কারণেই বুঝি দেশের ম্যাগাজিন অনুষ্ঠানগুলোর জনপ্রিয়তা কমে গেছে
কি আর বলব????
শিরোনামে,
আমাদের কনটেক্সটে এগুলা রম্যবাণী না, এগুলা বাস্তবতা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
মজার ব্যাপার হল, বোনাস-বাণীটা ছাড়া বাকী সবগুলো বাণী একই পত্রিকায় (প্রথম আলো) একই দিনে (গত শুক্রবার) ছাপা হয়েছে (আরো ছিল কীনা খেয়াল করিনি - এ ক'টাই চোখে পড়েছে)! রঙ্গবাণীর মুখ-নিঃসরণের হার যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে করে ক'দিন পর আর আলাদা করে কৌতুক সমগ্র কিনতে হবেনা, প্রতিদিন পত্রিকা কিনলেই হবে!
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
এদের নিয়ে আর কিচ্ছু বলতে ইচ্ছা হয়না -বিবমিষা জাগে।
চিন্তা করছি লেখাটেখা বাদ দিয়ে 'মন্ত্রীবচনামৃত' নামে একখান পুস্তক সংকলন করব
ইভা রহমানের গানের সময় কানে তুলো গুঁজে বসে থেকে শুধু দেখলেও কিছু ফায়দা আছে। তার বদনখানি বেশ সুন্দর; কিঞ্চিৎ লাস্যময়ী এবং কিঞ্চিৎ যৌনাবেদনময়ীও বটে। কিন্তু আমাদের কতিপয় মন্ত্রীবাহাদুর-বাহাদুরাণীদের সামনে চোখে ঠুলি দিয়ে বসে কান খাড়া করে কথা শুনতে হয়। তেনাদের 'ছ্যাহ্রা মুবারাক' দর্শনীয় না হলেও বচনগুলিতে কৌতুকের ঠাসাঠাসি।
কিন্তু দুঃখজনক হলো তেনারা কৌতুক রচনা করেন আমাদের বাস্তবতা নিয়ে এবং আমাদের জীবন নিয়ে। সম্প্রতি আবুইল্য একটু চুপসে গেলেও নববিক্রমে উত্থিত হয়েছে খানশাহজাহান এবং এই ছাগুলেশশ্রুমণ্ডিত প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। সবাই যখন বচন দেয়, এই সুযোগে আমি একটা বচনামৃত ঝরাই না কেনো?-
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
[অফটপিক]
আপনি কি এআইইউবি তে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন?
ইভা আপার প্রকশ্য হুমকি!
নতুন মন্তব্য করুন