তুমি তো এখানে স্মৃতি শুধু নও, বাস্তবে আশাতীত,
তোমার উনুনে অঙ্গার হোক এবার আমার শীত।
শেকড় যেখানে সেখানে ফিরছি নভেম্বরের রোদে,
মেটে শালিকের বেনোজলে ভেসে খেয়ালি ক্লান্ত বোধে।
কিছু ভালোবাসা, কিছু অভিমান, কিছু উষ্ণতা নিতে,
তোমার কাছেই আসছি আবার ডিসেম্বরের শীতে।
সীমান্তরেখা আসছি পেরিয়ে অপরূপ বনভূমি,
তোমার ভেতরে আমার জন্ম, আমার ভেতরে তুমি।
বুকের বদ্ধ কুঠুরির মাঝে নভেম্বরের মাসে,
তুমি কি এসেছো প্রতিমার রূপে, সন্ধ্যা ঘনায়ে আসে।
আমার আঙুল বলেছিলো কথা তোমার বাহুর পরে
সেই সন্ধ্যায়, মনে পড়ে প্রিয়? তোমার কি মনে পড়ে?
ডিসেম্বরের সোনালি রৌদ্রে প্রাণ রেখো এই প্রাণে,
অমন করুণ বিষন্নতায় তোমার মমতা ঢালো
মৃত্তিকা বুকে, বন্ধু আমার, তুমি কি বাসবে ভালো
যদি ফিরে আসি আবার কখনো পদচিহ্নের টানে?
প্রস্তুত থেকো, দেখা হতে পারে, ডিসেম্বরের ভোরে!
মন্তব্য
খুব ভাল লাগল। ভালবাসার দিগন্ত প্রসারী মেঘ-রোদ্দুরের খেলা।
ভাল থাকবেন। শুভেচ্ছা রইল।
* জাস্ট একটা কথা আধুনিক কবিতার ভাষার কিছুটা ছন্দপতন ঘটেছে বিগত শতাব্দী থেকে, আপনার কবিতার সেই পরিবর্তন হয়নি। মানে ভাষায় একটু পরিবর্তন করতে পারলে ভাল হয়।
ধন্যবাদ।
ডাকঘর | ছবিঘর
পড়ার জন্যে অনেক ধন্যবাদ তাপস শর্মা।
'আধুনিক কবিতা' বলতে আপনি একটি কি সাহিত্য আন্দোলনকে বোঝাচ্ছেন, না কি 'আধুনিক' শব্দটি ব্যবহার করছেন 'সাম্প্রতিক', 'সর্বশেষ' বা 'নতুন' অর্থে?
'আধুনিক কবিতা' তো কোনো কালগত ধারণা নয়, এটি চেতনাগত।
ইউরোপে আধুনিক কবিতার উন্মেষ ঘটে প্রথম মহাযুদ্ধের পরপর, কিন্তু আমাদের অপেক্ষা করতে হয় প্রায় আড়াই দশক। বাংলা কবিতায় 'বিশশতক' এসেছিলো বিশশতকের তৃতীয় দশকের মাঝামাঝি। তিরিশের দশকে কবিতায়, ও কিছুটা গদ্যে, এসেছিলো আধুনিকতা, সেই মহৎ কাব্যধারার শেষ প্রধান সন্ততি হলেন শামসুর রাহমান।
বস্তুত তিরিশের পরে আর কোনো উদ্দাম সাহিত্যতত্ত্ব আসেনি বাংলা কবিতায়, কাজেই আমাদের ব্যর্থতম প্রয়াসও তিরিশ-ঘনিষ্ঠ। নতুন কাব্যতত্ত্ব না আসার কারন হচ্ছে আমাদের বিদ্যা-প্রতিভা-মেধা তিরিশের পাঁচ মহৎদের তুলনায় শোচনীয়রূপে সীমিত।
এখন আমরা পুনরায় ফিরে যাচ্ছি অনাধুনিকতায়। বিগত শতাব্দীর শেষের দিক থেকে সাহিত্য চেতনায় অনাধুনিকতা, স্বল্পাধুনিকতা এবং কখনো কখনো উত্তরআধুনিকতার নামে গ্রাম্যতার অনুপ্রবেশ ঘটেছে। স্তবকবিন্যাস বাদ দিয়ে সংবাদপত্রীয় ভাষায় কবিতা লিখছি আমরা। আর ছন্দ-অন্ত্যমিল তো সাম্প্রতিক কবিতায় সর্বাধিক অবহেলিত।
ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকুন।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
আধুনিকতার বিষয়ে প্রায়শঃই নানা রকম কথা কানে আসে। বিষয়গুলি স্পষ্ট হওয়া জরুরী। অনেকে কবিতায় ছন্দ ও মিলের উপস্থিতি লক্ষ্য করলেই সেটিকে অনাধুনিক মনে করেন। মহৎ পাঁচের একজন, সুধীন্দ্রনাথের দিকে তাকান। একটিও গদ্যকবিতা লেখেন নি তিনি।
বাংলা কবিতায় আধুনিকতা এসেছে রোমান্টিক ধারার পর, রবীন্দ্রনাথকে তাই আমরা আধুনিক কবি হিসেবে চিহ্নিত করি না। আধুনিক বাংলা কবিতা এক আন্তর্জাতিক প্রপঞ্চের বঙ্গীয় রূপ, এর চরিত্র হচ্ছে প্রথাগত রাষ্ট্রসীমাকে ভেঙে ফেলা। এর সাথে যুক্ত শিল্প-সাহিত্যের একরাশ আন্দোলনের নাম। দাদাবাদ, প্রকাশবাদ, অভিব্যক্তিবাদ, ভবিষ্যবাদ, প্রতীকবাদ, চিত্রকল্পবাদ, পরাবাস্তববাদ আরো কত! আধুনিকতার আর একটি বৈশিষ্ট্য হচ্ছে নিহত ঈশ্বরের প্রেক্ষাপটে ধর্মের সাবেকি মূল্যবোধ ছুঁড়ে ফেলে নতুন প্রাতিস্বিক মূল্যবোধের সৃজন। পাঁচ পাঁচ জন মহৎ কবিকে পেয়েছিলাম আমরা। হাজার বছরের বাংলা কবিতা মূল্যায়ন করলেই দেখতে পাবো একেকজন মহৎ কবি পাবার জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে শতাব্দীর পর শতাব্দী।
হাংরি জেনারেশন কি কাব্যভাষা পাল্টে দিতে পেরেছে? না পারে নি। আর বাংলা কবিতার অঙ্গনে উত্তরাধুনিকতা তো কেবলি সীমাবদ্ধ উচ্চতায় পাক খায়, বেদনা বাড়ায়। এক কথা চৌদ্দবার লিখে রন প্যাজেটের প্যারোডি সনেটকে ব্যাঙ্গ-পরিহাস করতে গিয়ে নিজেই পরিহাসের পাত্রে পরিণত হয়েছে বলে মনে করি। আর দেশি 'দোরা কাউয়ার' কথা না হয় বাদই দিলাম।
তবে শতাব্দী ফুরিয়ে এল, কবিতার ভাষা পাল্টাল না তেমন। খোলস না পাল্টালে সাপ কি নতুন হয়?
আধুনিক বাংলা কবিতা শুধু বিশ শতকে সীমাবদ্ধ নয়, এর এক বড়ো অংশ চিরকালীনতা দাবী করতে পারে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
সম্পূর্ণ একমত আপনার সাথে রোমেল ভাই। বিশেষ করে হাংরি জেনারেশান এবং উত্তরাধুনিক গ্রাম্যতার ব্যাপারে একদম আমার মনের কথাটি বলে দিয়েছেন।
সত্যিই, শতাব্দী ফুরিয়ে এলো অথচ এখনো আমরা এখনো নতুন কাব্যভাষা তৈরি করে নিতে পারিনি। এখনো আমরা কম-বেশি তিরিশ-ঘনিষ্টই।
যথার্থ বলেছেন। আমাদের সাহিত্যের ইতিহাসে সবচাইতে শক্তিশালী ও ফলপ্রসূ সাহিত্য আন্দোলনের নাম 'আধুনিক বাংলা কবিতা'। আমাদের সাহিত্যের সমতল সমুদ্রে এর চেয়ে উত্তাল ঢেউ আর জাগেনি।
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
মেনে নিলাম।
আমি শুধু গুটিকতক শব্দবন্ধের কথা বলছিলুম।
আপনাকে অনেক ধন্যবাদ এরকম ভাল ব্যাখ্যা দেবার জন্যে।
ভালো থাকবেন
ডাকঘর | ছবিঘর
কি আশ্চর্য দীপাবলি জ্বালিয়েছ কবিতায়, তোমায় কুর্ণিশ!
সুস্বাগতম তোমার সোনার দেশের মাটিতে!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
রোমেল ভাই, জানতাম আপনি কবিতার অর্থটা ধরে ফেলবেন। আসাটা এখনও নিশ্চিত নয়, ক্ষীন সম্ভাবনা মাত্র। সে আসার আশাতেই লিখেছি, স্বদেশ আর সুপ্রিয়াকে অভিন্ন মনে হলো লেখার সময়।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
অনেকবার পড়ার মতো
মনে রাখার মতো
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অনেক ধন্যবাদ নজমুল ভাই।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
আপনার কবিতা পড়লে মনে হয় নৌকায় ঢেউয়ের দুলুনী নিয়ে ভেসে যাই! অদ্ভুত
ধন্যবাদ তানিম ভাই, মাত্রাবৃত্তের দুলকি চালটা আমারও বেশ লাগে।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
চমৎকার লাগলো কবিতাটা...
টুইটার
অনেক ধন্যবাদ আপনাকে।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
ভালো লেগেছে অনেক।
বৃষ্টি নামুক ভালোবাসার।
সেই বৃষ্টিতে শহরের কোলাহলেও আকাশ মেলে ধরুক তার ছাতা!
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
তোমার ভিতরে আমার জন্ম, আমার ভিতরে তুমি ! দারুণ
facebook
ধন্যবাদ প্রিয় পর্যটক!
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
প্রিয় সন্তানকে তার মাতৃভূমি বরণ করে নিতে প্রস্তুত, কবি। শীতের কোন এক সোনাঝরা বিকেলে আমাদেরও দেখা হয়ে যাবে হয়তো ঘাসফুলে বসে অবিরল কথকতায়.............সুস্বাগতম
_____________________
Give Her Freedom!
এখনো নিশ্চিত নই, কবি। সম্ভাবনা ক্ষীণ। তবে ধন্যবাদ পড়ার জন্যে।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
নিশ্চয়তা ক্ষীণালোকে আলোকিত করুক............
_____________________
Give Her Freedom!
ডুপ্লি-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
দু’টি লাইন চমৎকার কবি।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
ধন্যবাদ কবি!
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
নতুন মন্তব্য করুন