আমি ও সময়

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: রবি, ১৮/০৯/২০১১ - ৭:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সর্বনাশে কথা ভাবতে-ভাবতে জিভে বিঁধে
যাচ্ছে দাঁত, কাউকে বলি নি হঠাৎ বোধে
বোধের পূর্ণমাত্রা গুটিয়ে নিচ্ছো একা হৃদে
হৃদয়ের পূর্ণতাও দুলছে ভেজা ভেজা রোদে

যেমন, সে-ও দাঁড়িয়েছে দ্বিধাহৃতচোখে; ক্ষুরধার
আশায় দোলছে পরশখানি, বুকে বহিতেছে ঝড়
সরে যাবে বললে দ্বিধাও হাসে, নিকটে দাঁড়াবার
আগে কীভাবে বলি— টানিয়া তোলো দেহাঙ্গীকার…

বহুদিন ইনিয়ে-বিনিয়ে বলছি কথা, দয়ার আশায়
তোমরা যারা ভুলে যাচ্ছো, তোমাদের লুপ্ত প্রেরণায়
পরবাসে একাকী হাঁটি; দিন শেষে রাতের অভিপ্রায়…
সব সম্পর্ক ছিন্ন করে আত্মগোপনে যাব আমি ও সময়

সরে যাবে, কোন বাঁধা নেই, অমন হতেও পারে ইতি
আমি আছি, যেমন ছিলাম, এমনই র’বে সকল প্রস্তুতি
---------------
১৮/০৯/ ২০১১


মন্তব্য

রোমেল চৌধুরী এর ছবি

বিষণ্ণ বিরহকাল হৃদয় ছুঁয়ে গেল!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ রোমেল ভাই।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

সচলাভিনন্দন, প্রিয় কবি!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ আফসার এর ছবি

আপনাকেও ধন্যবাদ।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

সুমন তুরহান এর ছবি

ভালো লাগলো এই বিরহের সুর! 'দ্বিধাহৃতচোখ' ও 'দেহাঙ্গীকার' শব্দ দু'টোর ব্যবহার চোখে পড়ার মতো।

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

সৈয়দ আফসার এর ছবি

লইজ্জা লাগে
কবিকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

তানিম এহসান এর ছবি

কবিতার সমাপ্তিতে এসে শেষ দুটি লাইনের দৃঢ়তার ছোয়াটুকু অদ্ভুত লাগলো!

সৈয়দ আফসার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

কর্ণজয় এর ছবি

ভাল লেগেছে...

সৈয়দ আফসার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

শেখ জলিল এর ছবি

শেষ লাইন দুটো মনকাড়া।
ভালোলাগা রেখে গেলাম।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।