যৌথতা, কেন বলছ ভেজা বরষায়
কত প্রসঙ্গ আসে— ‘সে এক বিস্ময়’
সেই কবে, জোড়া-চোখের গহনায়
গ্রহণলাগা মৌসুমী ফলের পাতায়…
যৌথতা, মাতালের নেই কোন দায়
আগামী অধিকার এমনও হতে পারে
অমন না-হলে প্রতিবেদনা খুব ধীরে
মেলামেশা করে, সারমর্মটুকু আঁধারে
অলস দিনের মত রূপ ধরে ও ঝরে—
যৌথতা, ‘ইচ্ছার ব্যাখ্যা’ জানবে সন্ধ্যা পরে
জলে না-ভিজে কীভাবে নেবে জলজ্ঞান?
জলের চিবুক যে অর্ধেক জেনেছি, কারণ
জলের আয়নায় ফুটছে বাঁধা চুলের ঘ্রাণ
ওই ভেজাচুলে মাতাল ঘ্রাণ চিরদায়হীন
যৌথতা, একাকী বৃথাপাঠ জলজবিজ্ঞান
--------------
১৯-০৯-২০১১
মন্তব্য
সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
খুবই সুন্দর। একটা মিশ্র আবেশ কবিতাটির গায়ে মিশে মাতাল করে দেয়।
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ অনেক।
ভালো থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
এই কবিতাটা পড়া হলো অনেকক্ষণ।
প্রথম পঙক্তিটা কিছুতেই মাথা থেকে নড়ছে না...
ভাল থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
কি অদ্ভুত অনুরনন এই কবিতার, পুরো কবিতা পড়ে শেষ লাইনটাতে এসে ঘোর আরো বেশি করে আবদ্ধ করে নিলো!
আফসার ভাই
ধন্যবাদ।
ভাল থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
নতুন মন্তব্য করুন