যৌথপাঠ

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: সোম, ১৯/০৯/২০১১ - ৭:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যৌথতা, কেন বলছ ভেজা বরষায়
কত প্রসঙ্গ আসে— ‘সে এক বিস্ময়’
সেই কবে, জোড়া-চোখের গহনায়
গ্রহণলাগা মৌসুমী ফলের পাতায়…

যৌথতা, মাতালের নেই কোন দায়

আগামী অধিকার এমনও হতে পারে
অমন না-হলে প্রতিবেদনা খুব ধীরে
মেলামেশা করে, সারমর্মটুকু আঁধারে
অলস দিনের মত রূপ ধরে ও ঝরে—

যৌথতা, ‘ইচ্ছার ব্যাখ্যা’ জানবে সন্ধ্যা পরে

জলে না-ভিজে কীভাবে নেবে জলজ্ঞান?
জলের চিবুক যে অর্ধেক জেনেছি, কারণ
জলের আয়নায় ফুটছে বাঁধা চুলের ঘ্রাণ
ওই ভেজাচুলে মাতাল ঘ্রাণ চিরদায়হীন

যৌথতা, একাকী বৃথাপাঠ জলজবিজ্ঞান
--------------
১৯-০৯-২০১১


মন্তব্য

নিটোল. এর ছবি

সুন্দর!

সৈয়দ আফসার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

তাপস শর্মা এর ছবি

খুবই সুন্দর। একটা মিশ্র আবেশ কবিতাটির গায়ে মিশে মাতাল করে দেয়।

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ অনেক।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

কর্ণজয় এর ছবি

এই কবিতাটা পড়া হলো অনেকক্ষণ।
প্রথম পঙক্তিটা কিছুতেই মাথা থেকে নড়ছে না...

সৈয়দ আফসার এর ছবি

লইজ্জা লাগে
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ভাল থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

তানিম এহসান এর ছবি

কি অদ্ভুত অনুরনন এই কবিতার, পুরো কবিতা পড়ে শেষ লাইনটাতে এসে ঘোর আরো বেশি করে আবদ্ধ করে নিলো!

আফসার ভাই চলুক

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ।
ভাল থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।