আপনি বলেননি কখনো
পৃথিবীর যাবতীয় বিবর্তনকে পাল্টে দিতে
একবার সময়ের কন্ঠে ছুরি বসাতে
নতুন আবর্তনের মেরুপথে
থাবা বসাতে বলেননি আপনি।
শুধু আমি ভেবেছি
আজও ভাবি
গতিহীন চারুলতার চিরঞ্জয়ী অসুখ
বিবর্ণ রাধাচূড়ার উদাসীন মুখ
পরিনত গোলক ধাধায় হাতড়ে
শুধু আমি ভেবেছি ।
আপনি বলেননি কখনো
তবু মৃত্যু এসেছে ভালবাসার আঁচল বেয়ে
সন্ত্রাস এসেছে পাল্টে দেবার স্বপ্ন দেখিয়ে
পৃথিবী নিজেকে পাল্টেছে আপন অনুভূতিতে।
আমি ভেবেছি
গাইব নতুন স্রোতে ভেসে ভেসে
সবুজের মাঝে মুক্তা কুড়াবো শরতের শেষে।
আপনি বলেননি কখনো
এসো ২৫শে বৈশাখ
থামো ২২ শে শ্রাবন
তবু পাতা ঝরা বাতাসে কিম্বা
ফোটা ফোটা টাপুর টুপুর শব্দ নিয়ে এরা এসেছে ।
আমি ভাবিনি
আজও ভাবিনি
শুধু ধোঁয়া উড়ছে চারিদিকে
সিগারেটের শেষ টানে
মলিন ছাই গুলি ইতিউতি মিলনখেলায় মেতেছে
কেন,
আজও ভাবিনি ।
আপনি বলেননি কখনো
আমি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ
সমন্তরাল পাহাড়
অসমন্তরাল হতে থাকে
ধুলায় তপ্ত মাখা নাচের মধ্যে এক সময়
ক্লান্তি নামে আসে ।
শুধু বলেছেন
আমি তোমাদেরেই লোক...
হয়তো তাই আমি আবারও লিখতে বসি
চির নূতনেরে দিলো ডাক ২৫শে বৈশাখ.....
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
এপ্রিল, ২২, ২০০৭
##( বহুদিন আগে লেখা এই কবিতাটা শেয়ার করলাম) আজ রবিতার কলতান সঞ্চয়িতার ডেস্ক বেয়ে হৃদয় তোলপাড় করছে।
মন্তব্য
এসো ২৫ শে বৈশাখ
থামো ২২ শে শ্রাবণ...
বারবার বলতে ইচ্ছে করছে...
আপনার লেখার ধরনটা অনন্য, গদ্যে এবং পদ্যে। লেখায় যেকোন সমালোচনায় নিজের প্রকাশের অনন্য আঙ্গিক অক্ষুন্নথাকুক, প্রত্যাশা রেখে গেলাম।
আপনাকে ধন্যবাদ এহসান ভাই।
ডাকঘর | ছবিঘর
কর্ণজয় -
বলুন দাদা সোচ্চার কন্ঠে আরেকবার বলুন
ডাকঘর | ছবিঘর
এসো ২৫ শে বৈশাখ
থামো ২২ শে শ্রাবণ...
facebook
সোচ্চার...
ডাকঘর | ছবিঘর
খুব সুন্দর একটি কবিতা। কবিকে অশেষ ধন্যবাদ।
আসমা খান আপনাকেও ধন্যবাদ জানাই
ডাকঘর | ছবিঘর
বাহ বেশ সহজ আর সাবলীল করে লিখেছেন পড়তে আরাম লাগলো তাপসদা।
আপনাকে ধন্যবাদ বন্দনা
ডাকঘর | ছবিঘর
সুন্দর।
ধন্যবাদ
ডাকঘর | ছবিঘর
বাহ, চমৎকার! বোধকরি রবীন্দ্রনাথের প্রভাব এড়ানো কোন আধুনিক কিম্বা হালের উত্তরাধুনিকের পক্ষে কখনই সম্ভব হবে না সম্পূর্ণতঃ!
টাইপো,
কন্ঠে > কণ্ঠে
পরিনত > পরিণত
ধাধায় > ধাঁধায়
শ্রাবন > শ্রাবণ
সমন্তরাল > সমান্তরাল
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
রোমেল ভাই আপনি মাস্টারমশাই এর মতো। তাড়াতাড়ি করে টাইপ করার পরিণতি !!
আপনাকে ধন্যবাদ ।
ডাকঘর | ছবিঘর
ভালো লাগলো অনেক।
আপনাকে ধন্যবাদ
ডাকঘর | ছবিঘর
ভালো লাগলো, দাদা। বিশেষ করে ভাষা এবং প্রেক্ষিত। দারুণ গদ্য কবিতা, ঝরঝরে ভাষা।
ধন্যবাদ আপনাকে ।
ডাকঘর | ছবিঘর
" সন্ত্রাস এসেছে পাল্টে দেবার স্বপ্ন দেখিয়ে''
আজ সন্ত্রাস ই পাল্টে দিয়েছে স্বপ্ন। অনেক কিছুই আসেছিলো পাল্টে দেবে বলে, স্বাধীনতা, স্বৈরতন্ত্র, গণতন্ত্র...... কিন্তু আঁধার ঘিরেছে আজ দশ দিক......
ভালো লেগেছে।
একটা তুফান উঠা দরকার
ডাকঘর | ছবিঘর
তাপসদা চেয়েই কবিতা পেয়ে গেলাম, বাহ!!! আর লেগেছেও খুব ভালো। রবি ঠাকুর বড় অনিবার্য আমাদের জীবনক্রমে। অন্যভাবে উঠে এলেন আমাদের কাছে...............
_____________________
Give Her Freedom!
ধন্যবাদ অনি। ভাল থেকো।
ডাকঘর | ছবিঘর
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
ডাকঘর | ছবিঘর
আররে বাহ! বেশ লিখেছেন তো মশাই...
ভালো লাগলো। রবিতাকে নিয়ে কবিতা! রবিপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ।
রবিতার সাথে থাকা হোক। কবিতার সাথে থাকা হোক। সর্বোপরি ভালো থাকা হোক।
অতীত
ভালো লাগলো রবিবন্দনা! রবিবুড়োর জয় হোক!
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
নতুন মন্তব্য করুন