উত্তর পশ্চিমে বরিশাল, উত্তর পূর্বে লক্ষ্মীপুর, পূর্বে নোয়াখালী জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পটুয়াখালী জেলা ও তেঁতুলিয়া নদী। গাঙ্গেয় অববাহিকার নিম্নাঞ্চলে অবস্থিত বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। দিন কয়েক আগে ঝটিকা এক সফরে ঢুঁ মেরে এলাম এর দৌলতখান উপজেলার চরপাতা বেড়িবাঁধে।
ক্যাপশন-ট্যাপশন ছাড়া, একদমই বাজে শটের কয়েকটি ছবি নিয়ে এই পোস্ট।
আসুন না, এবার ঘুরে দেখি নিজের দেশটাকে?
মন্তব্য
বিস্তৃত সবুজ মাঠ, গেঁয়ো মেঠপথ, দোচালা টিনের ঘর বা হাঁসচরা পুকুর ইত্যাদি দেখলেই মনটা প্রফুল্ল হয়ে ওঠে।
আমি ছবি বিশারদ নই। তাই সে বিষয়ে কোন মন্তব্য নেই। মনটা ছুঁয়ে গেছে, এটাই বড় কথা।
ধন্যবাদ আপনাকে এই ইট-সিমেন্টের মাঝে অনেকখানি সবুজ নিয়ে আসার জন্য।
মন্তব্য : প্রৌঢ়ভাবনা
অনেক ধন্যবাদ আপনাকেও।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
ঈশ্ কী সুন্দর সুন্দর সব ছবি! ছাগলের বাচ্চাটাকে কোলে নিতে ইচ্ছা করছে
আপনার জন্য একটি সামান্য উপহার:
কী ভীষণ সুন্দর!! অনেক অনেক শুভ কামনা রইল দিদি আপনার জন্য।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
পাগল করা বাংলার সবুজের প্রকৃতির অদ্ভুত মনমাতানো শিহরণ । আমার সোনার বাংলাকে আমি সালাম জানাই। জানিনা তোর সাথে কবে দেখা হবে। এই রাস্তা দিয়েই হয়তোবা আমার পূর্ব-পুরুষেরা একদিন হেঁটে যেতেন।
ডাকঘর | ছবিঘর
নিশ্চয়ই হবে দেখা! এত ভালবাসেন যাকে, দেখা না হয়ে যায় কেমনে বলুন!
শুভেচ্ছা অহর্নিশ!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
ভয় পাইয়েননা, আমার থেকে ভাল তুলেছেন। চলুক।
ধন্যবাদ জানবেন।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
ভালো লেগেছে।
আর সবই দেখতে হবে ভিতর, বাহির সব!!!!
_____________________
Give Her Freedom!
হুম্ম.........
আপনার জন্য সকালবেলার ফ্রেশ !
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
ফটোগ্রাফির স্কিলের থেকেও বেশি দরকার মন। এক্কেরে দেশি স্বাদ পেলাম। যেন আমার বাড়ির পাশের ছবি! টেনে নিয়ে যায়, পারে না। বাঁধা পড়ে আছি যে!
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
মন্তব্যটা মন ছুঁয়ে গেল, দেবু'দা।
ফেরা একদিন হবে নিশ্চয়ই...... সে পর্যন্ত খুব খুব ভালো থাকা হোক।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
খুব মনে পড়ে ভোলা, প্রতি বছর যেতেই হত পরিযায়ী পাখি গণনার জন্য। কি যে অসাধারণ---
facebook
হ্যাঁ রে ভাই......
কিন্তু আপনি তাহলে একটা পোস্ট দেন না কেন? জীবন্ত সব ছবি আর প্রাঞ্জল বর্ণনাসমেত ভোলাকে নিয়ে আপনার ট্রেডমার্ক একটা পোস্ট নামান দেখি শিগগির!
[এটা কিন্তু 'অনুরোধ' নয়, দাবি ]
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
পুকুরের ছবিটা খুব সুন্দর।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ঠিক বলেছেন ভাই, আমারও খুব পছন্দের ওই ছবিটা।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
ডাকছে আমায়...
গ্রাম বাংলায়...
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
onek sundor!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
এত চমৎকার এই পোষ্টটি কি করে যে নজর এড়িয়ে গিয়েছিল বুঝতে পারলাম না।
খড়ের স্তুপ দেখে মনে হলো,
আর পুকুর দেখে মনে হলো,
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অশেষ কৃতজ্ঞতা, কবি!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
ভোলায় যাওয়া হয় আমার মাঝে মাঝে, বরিশাল থেকে ভোলা যেতে পাড়ি দিতে হয় অনেক কয়টা নদী, মোটা দাগে - অবিশ্রান্ত ‘কীত্তনখোলা’র পরে ডাকাতে চরিত্রের ‘কালাবদর’ পাড়ি দিয়ে আয়নার মত মসৃন ’তেতুলিয়া’ নদী ঘেষে ভোলা। কি অদ্ভুত সুন্দর এই দেশ, আর ভোলার সৌন্দর্য্য যে কিছুই দেখেনি, সে কি করে জানবে নদী বিধৌত দ্বীপের মহত্ত কোথায়!
দেশের অবয়ব উঠে আসতে থাকুক মনের চোখে
শুভেচ্ছা অহর্নিশ!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
কয়েকটা ছবি বেশ সুন্দর।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
দ্বিতীয় ছবির নি:সঙ্গ ডিঙিটি অপরূপ সুন্দর!
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
হুম্ম.........
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
নতুন মন্তব্য করুন