"ভালো হলে সেরে যাবে.."

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: শনি, ২৪/০৯/২০১১ - ১১:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

-"ভালো হলে সেরে যাবে.."
-"কি ভালো হলে কি সারবে???"

এই প্রশ্নের উত্তরটা সেদিন পাইনি..

তারপর অনেকগুলো দিন..
আমরা তিনজন হলাম,
জমতে থাকা দেনাগুলোও মিটে যেতে থাকে ধীরে ধীরে,
হেডহান্টার ফোন দিয়ে জানায়, "সব ঠিকঠাক"..
তারপর সব এক নিমেষে একদিন ভালো হয়ে গেল..

কিন্তু সব ভালো হয়ে গেলেই কি সব সেরে যায়..?

দু'মাস হল সিগারেট ছুঁই না..
ডালাসের হিমহিম সন্ধ্যায় কিন্তু একসাথে সিগারেট খাবার কথা ছিল আমাদের..
কতো কিছুই না আমাদের শেষ পর্যন্ত করা হল না..

সব কিছু ভালো হয় না, সব কিছু সেরে যায় না..


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

সবকিছু ভালো হয়না। সব শূন্যতা পূরণ হয়না...

(আপনাকে দেখে খুব ভালো লাগছে অরূপ ভাই)

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সব কিছু ভালো হয় না, সব কিছু সেরে যায় না..

অনেকদিন পর লিখলেন অরূপদা...........


_____________________
Give Her Freedom!

নজমুল আলবাব এর ছবি

দুরে চলে যাওয়া মানেই চিরবিদায় নয়। ভালো থাকা, মন্দ থাকার কথা ঠিক জানি না, তবে কামনা করতে দোষ কোথায়, ভালো থাকুন, খুব ভালো...

দেখতে দেখতে তিন বছর হয়ে গেলো!!! সময় কত দ্রুত চলে যায়।

উজানগাঁ এর ছবি

পরিচয় ছিল না। কথাও হয়নি কোনোদিন। কিন্তু সচলে উনার উপস্থিতিটা এখনো টের পাই।

অনুপস্থিতি কখনো-কখনো উপস্থিতির চেয়েও স্পষ্ট।

চরম উদাস এর ছবি

সময় কত দ্রুত চলে যায়। এমনিতে মসজিদ মুখো হইনা। তিন বছর আগে এই দিনে ডালাস মসজিদে রওনা দিয়েও ফিরে এসেছি, মনে হয়েছে কি হবে গিয়ে। যেখানেই আছেন না কেন ভালো থাকুন জুবায়ের ভাই এই কামনা।

নীলকান্ত এর ছবি

আমার মনে কথাটা উজানগাঁ বলে দিয়েছেন।\

অনুপস্থিতি কখনো-কখনো উপস্থিতির চেয়েও স্পষ্ট।


অলস সময়

মিলু এর ছবি

শ্রদ্ধা

ধৈবত(অতিথি) এর ছবি

অনেক দিন পর...

দুষ্ট বালিকা এর ছবি

মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নজমুল আলবাব এর ছবি

জুবায়ের ভাইকে যারা জানেন না তারা এখানে দেখতে পারেন।

ব্যানার করার জন্য শাওন এবং এর সাথে থিমটাকে মিলিয়ে নেয়ার জন্য এসএম৩ কে অনেক ধন্যবাদ।

এই পোস্টটা স্টিকি করার জন্য সচল টিমকেও ধন্যবাদ।

নীড় সন্ধানী এর ছবি

শ্রদ্ধা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুবায়ের ভাইকে!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

স্বাধীন এর ছবি

শ্রদ্ধা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মন খারাপ

______________________________________
পথই আমার পথের আড়াল

সুরঞ্জনা এর ছবি

পরিচিত হবার সুযোগ হয়নি। সবার কাছে শুনে, ওনার লেখা পড়ে, মনে মনে একটা ছবি তৈরী হয়েছে।
আলাপ হয় নি, এই আক্ষেপ ঘুচবে না।

সচলায়তন ওনার স্মৃতি ছাড়া অসম্পূর্ণ।
শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সচল জাহিদ এর ছবি

শ্রদ্ধা


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

sumima yasmin এর ছবি

চমৎকার লেখাগুলোর মাঝেই জুবায়ের ভাইয়ের উপস্থিতি... শ্রদ্ধা

সুমিমা ইয়াসমিন

প্রখর-রোদ্দুর এর ছবি

কিছু স্মৃতি চিরকাল অমলিন।

নুরুজ্জামান মানিক এর ছবি

শ্রদ্ধা

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সুমন তুরহান এর ছবি

শ্রদ্ধা

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

দ্রোহী এর ছবি

মন খারাপ

বাংলামায়ের ছেলে এর ছবি

অনুপস্থিতি কখনো-কখনো উপস্থিতির চেয়েও স্পষ্ট।

শ্রদ্ধা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুবায়ের ভাইকে!

তারেক অণু এর ছবি

অনুপস্থিতি কখনো-কখনো উপস্থিতির চেয়েও স্পষ্ট। শ্রদ্ধা

নীরব পাঠক এর ছবি

অনুপস্থিতি কখনো-কখনো উপস্থিতির চেয়েও স্পষ্ট।

একদম ঠিক! শ্রদ্ধা

এম. এম. আর. জালাল এর ছবি

শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুবায়ের ভাইকে


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"

রাতঃস্মরণীয় এর ছবি

শ্রদ্ধা

সচলে এসেই জুবায়ের ভাইকে চিনলাম আর তার লেখাগুলো পড়লাম। সবই তিনি চলে যাওয়ার পরে। তিনি চিরশাম্তিতে থাকুন।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সৈয়দ আফসার এর ছবি

শ্রদ্ধা

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

রানা মেহের এর ছবি

তিন বছর হয়ে গেল?

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তিথীডোর এর ছবি

শ্রদ্ধা

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ঢাকাইয়্যা যাদুকর () এর ছবি

শ্রদ্ধা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।