এখানে এমন গান, ঝরে পড়ে গোলাপের দল
ঘাসের ওপর পড়ে, এই সুর তার চেয়ে ধীর,
আলোছায়াময় রাতে গিরিপথে শিশিরের জল
তার চেয়ে এই গান আরো সুকোমল সুনিবিড়।
অপরূপ স্পর্শ আনে, সেই গান দুই চোখ জুড়ে
টেনে আনে ক্লান্ত ছায়া, ঝরাসময়ের সেই সুর,
অস্ফুট পাতার কলি ডানা মেলে দেখো বীজ ফুঁড়ে
অসীম আকাশ থেকে বয়ে আনে ঘুম সমধুর!
সেই সুর একদিন নিরুদ্বেগ ঝরে পড়ে যায়
অর্থহীন শব্দহীন জীবনের নিরর্থকতায়,
পূর্ণ নয়, জীর্ণ নয়, বেঁচে থাকা তরুর শাখায়
শিশিরের স্তনবৃন্ত গ্লানিহীন ঝরে পড়ে যায়।
আহা, কী মধুর এই তরঙ্গের ধ্বনি শুনে যাই
মুঠোমুঠো ভালোবাসা আবেগের স্বর্ণরেণু মাখা,
ভীষণ অতীত তারে মুখোমুখি রেখে খুঁজে পাই
পাহাড়ি নদীর বুকে ধূসর চিলেরা মেলে পাখা।
অপলক বসে দেখি সাগরের তীরে সুকোমল
অবিরাম উড়ে চলি আর শুনি কার মৃদুভাষ,
নিষ্ঠুর কালের স্রোতে ভেসে যায় বিরহ সকল
ফেনিল ঢেউয়ের দল ঢেলে দেয় বেদনা বিলাস।
সেই স্বপ্নে দেখা দেবে আমাদের সুদূর কৈশোর
প্রাচীন প্রেমের বাণী নিয়ে যারা দূরে গেছে চলে,
চিরতরে চলে গেছে এনে দিয়ে সর্বশেষ ভোর
আজ তারা শ্বেতভস্ম, ঘাসে ঢাকা সমাধির তলে।
আহা কতো স্মৃতি জাগে ফেলে আসা গৃহীজীবনের
আহা কতো স্মৃতি জাগে প্রিয়াদের চিরবিদায়ের
আমাদের অতীতের জর্জরিত ছিন্ন কারুকাজ
আমাদের অতীতের অভিশপ্ত প্রেতাত্মার সাজ।
"কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!"
জীবন বাবুর মতো ঢের ভালো এই অবকাশে
বসে শুধু চেয়ে দেখা শিশির সজল প্রতিধ্বনি
উজ্জ্বল জলের শোভা বর্ণহীন নীলকান্তমণি।
দূর হতে চেয়ে দেখা মহাসিন্ধু বুকে আলো জ্বলে,
শুধু দেখা শুধু শোনা বসে এই দেবদারু তলে।
মন্তব্য
জীবনবাবুর প্রভাব খুব স্পষ্ট মনে হল কিছু শব্দে।![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
facebook
ঠিক ধরেছেন। এটি বছর দশেক আগে লেখা। এই জীবন বাবুর প্রভাবের জন্যেই দিতে সংকোচ হচ্ছিলো, তবু দিয়ে দিলাম। ঘাস, শিশির, ক্লান্ত ছায়া, ঝরাসময়, ঘুম, ধূসর চিল, মহাসিন্ধু, দেবদারু - এই শব্দগুলো জীবনানন্দ থেকে সরাসরি ধার নেয়া।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
একটা ভ্যাপসা যন্ত্রণা । অকৃত্তিম স্বপ্নের টুংটাং ভাঙার আওয়াজ " কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে ।"
কবি আপনার কবিতাকে সালাম জানালাম।
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ তাপস'দা। জীবনানন্দের এই লাইনটি আমারও খুব প্রিয়, পুরো কবিতাটাই প্রিয়:
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
চিন্তা কিসের প্রিয় কবি?![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
তারেক অণু'র মতই জী.দাসের প্রভাব প্রবল লাগলো। অবসরের গান' এর একটা লাইনের সাথে(গ্রীষ্মের সমুদ্র থেকে চোখের ঘুমের গান আসিতেছে ভেসে") সাদৃশ্যটুকু(আমার কাছে) বেশ ভালোও লাগলো: "অসীম আকাশ থেকে বয়ে আনে ঘুম সুমধুর!"
আপনার মৌলিক কবিতা আরো আসুক।
love the life you live. live the life you love.
ধন্যবাদ তারাপ'দা পড়ার এবং মন্তব্যের জন্যে। জীবন বাবুর প্রভাব এড়ানো সহজ কম্মো নয়। এক দশক ধরে খুঁজে ফিরছি নিজের কন্ঠস্বর - আজো তার দেখা মেলেনি। উৎসাহের জন্যে ধন্যবাদ - চেষ্টা থাকবে মৌলিক লেখার।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
পুরনো ব্রহ্মপুত্র পাড়ে..
একটা বটগাছের ছায়ায় একটা ছেলে গাছে হেলান দিয়ে বসে আছে।
সামনে দিয়ে নদী বইছে...
যেমনটা নদী বয়...
দুই একটা পাতা টুপ করে খসে পড়লো..
হাওয়ায় দুলতে দুলতে...
ও নেমে এলো নদীর লোভে
যেমনটা বয়স হলে হয়...
আসলে ছেলেটা দেখছিল না কিছু
অথবা দেখছিল যা দেখছিল না না তাও
ছেলেটা চোখ বন্ধ করে অথবা না করেই
আনমনে উচ্চারণ করে উঠলো কয়েকটা শব্দ...
আসলে ছেলেটা একদিন
জীবনানন্দকে ভালবেসছিল....
হা হা, ঠিক ধরেছেন কর্ণজয়'দা, দশ বছরের আগের সেই সদ্যকিশোরের মুগ্ধতার কথা খুব ভালো বলে দিয়েছেন কবিতায়। আপনার কবিতাটি পড়ে অনেক আগে পড়া আরেকটি কবিতার কথা মনে পড়ে গেলো:
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
সৌমিত্র দেবের কবিতা পড়া হয় নি এর আগে...
ভারী সুন্দর লাগলো...
কবিতার মাঝে কি যেন একটা আছে, খুব মৃদুভাবে ভিতরটা নাড়া দিয়ে যায় সুমন ভাই।
পড়ার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ বন্দনা'দি!
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
মহাকালের বিশালতার কাছে আমরা কত তুচ্ছ, কত নগণ্য। ধাবমান কাল আমাদের বর্তমানকে প্রতিনিয়ত অতীতের সর্বগ্রাসী বিবরে নিক্ষেপ করছে। অথচ কবিমনকে স্মৃতিমেদুর, নষ্টালজিক করে তুলছে অতীতের বিবর্ণ সোয়াদ। কালের যাত্রার ধ্বনি চারিদিকে বেজে উঠছে। কালের নিষ্ঠুর রথ অব্যর্থ জাল ফেলে কবিকে ভ্রুত তুলে নিতে চাইছে দুঃসাহসী ভ্রমণের পথে। কিন্তু কবি বলছেন, জীবন মানে তো শুধুই সামনে এগিয়ে যাওয়া নয়, মাঝে-মধ্যে পেছনে ফিরে তাকানোও, আর ফিরতে ফিরতে এগিয়ে যাওয়া।
জীবনানন্দের প্রভাব কতটুকু পড়েছে সে বিশ্লেষণে না গিয়ে তোমার কবিতা নিয়ে আমার উপরের অনুধাবনটুকু সবিনয়ে তুলে ধরতে ইচ্ছা করি।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
প্রিয় কবির স্নেহাশীষে সিক্ত হলাম, আর প্রশ্রয়ে পেলাম অনুপ্রেরণা।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
'স্পষ্ট চোখ তুলে সে সন্ধ্যার দিকে: কতো দিন অপেক্ষার পরে........
আকাশের থেকে আজ শান্তি ঝরে- অবসাদ নেই আর শূন্যের ভিতরে।'
#জীবনানন্দ দাশ
কবিতা ভাল্লাগলো।![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অনেক ধন্যবাদ আপনাকে...![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
বেশ অনেকদিন পর আজকে এসেই ‘ঝরা সময়ের গান’ নাম দেখেই মনে হল এটা সুমন তুরহানের না হয়ে যায়না। বিষাদের দুপুর ফেলে এসে এই অবসাদ ঘেরা বিকেলে কবিতাটি সেই চিরচেনা ব্যাথাতুর জীবনের গান হয়ে টেনে নিলো ওই দূরে লেকটার জলে - সেখানে পিছু ফেলা আসা এক জীবনের ঘ্রান নিলো প্রখর রৌদ্রকণা!
ভালো থাকবেন সুমন ভাই![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা তানিম ভাই। আপনিও ভালো থাকুন।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
ডুপ্লি-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
জীবনানন্দে প্রভাবিত হোয়া কাম্য নয় কিন্তু অনুপ্রাণিত হতে সমস্যা দেখি না আমি। আর "ঘাস, শিশির, ক্লান্ত ছায়া, ঝরাসময়, ঘুম, ধূসর চিল, মহাসিন্ধু, দেবদারু" এই চিরাচরিত অপূর্ব শব্দগুলো অবশ্যই কোনো কবিরি নিজস্ব সম্পত্তি হতে পারে না। যে কোন কবি এশব্দগুলোকে যথার্থভাবে যথাস্থানে ব্যবহার করলে আমি কোন সমস্যা দেখি না।
সেই দশ বছর আগেও তাহলে এত চমৎকার কবিতা লেখা হতো!!!
অফটপিকঃ ভাইয়া আমার মাঝে মাঝে কবিরা কোন সময়টাতে কবিতাটা লিখেছেন এটা খুব জানতে ইচ্ছে হয়। যদি সম্ভব হয় জানাবেন কবিতার আগে বা পরে।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
_____________________
Give Her Freedom!
উৎসাহিত, অনুপ্রাণিত করার জন্যে অনেক ধন্যবাদ কবি মৃত্যুময়। তোমার লেখার অপেক্ষায় থাকি।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
অনেক ভালো লাগলো।
অতীত
নতুন মন্তব্য করুন