১১ | লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: সোম, ২৬/০৯/২০১১ - ১২:১১অপরাহ্ন)
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
মন্তব্য
জব্বর অইছে
ডাকঘর | ছবিঘর
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
লোক টা কে?
নিখুত রেখাচিত্র - ধন্যবাদ সুজন্দা
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
লোকটা কে?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আমিও চিনতে পারি নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল
চেনা দুঃখ চেনা সুখ চেনা চেনা হাসিমুখ চেনা আলো চেনা অন্ধকার ...
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
মাঝখানে কয়দিন জগৎ বিচ্ছিন্ন ছিলাম প্রায়... হিমুর গল্পটা পড়লাম... মনে হইলো মাঝখানে কিছু মিস করে গেছি... খাড়ান একটু নজরদারি কইরা লই
______________________________________
পথই আমার পথের আড়াল
ছবি তো জবর রঙচঙে, কিন্তু লুকটা কে?
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
facebook
" হাল ছেড়োনা বন্ধু, বরং কন্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে ", সুমন সুস্থ হয়ে উঠুক, রাজনীতি ছেড়ে দিয়ে আবার গানে ফিরে আসুক এই কামনায়।।।
ছবি নিন, বুঝে নিন
[img]300px × 195px[/img]
_____________________
Give Her Freedom!
সচলে প্রথম বার গোলাগুলি করলাম
নতুন মন্তব্য করুন