১
প্রবল তরঙ্গে আমি ভেসে যাই
নির্লিপ্ততার পিছুটানে হতবাক
কোথায় যেন তলানিতে ঠেকেছে প্রাপ্তির
ঘোলা জল।
হিসেবের খাতাঘরে চিরকাল ঘ্যানরঘ্যানর
দ্বিধাযুক্ত সমান্তরাল রেখার টানে চুপ করে
শুনতে থাকি চূড়ায় থাকা ছায়াদের
দম্ভকথন।
অনেক দিন আগের কথা
বুবুন বলেছিল তুই আমায় ভালোবাসিস
ঊন্মোক্ত নিবিড় ছায়াতলে দাঁড়িয়ে ভেবেছিলাম
প্রথম স্বীকৃতির সুখ।
তারপর কেটে গেছে সময়
দুই হাতের ফাঁকে জমে উঠেছে বিষাদরেখা
চিরমালঞ্চের সন্ধানে বয়ে চলছে নদী
পাশাপাশি আমি।
দৃষ্টির নিবন্ধে ভারাক্রান্ত চোখ
গোচরে আনতে গিয়ে নিস্তব্ধতার মুখোমুখি
গভীর টানাপোড়েনের ইতিবৃত্তে পারদ এখন
নিম্নমুখী।
ফতুর হয়ে গেছে কোমরের নিচের দৈনতা...
২
বেলা বয়ে যায় তুহিন পরানের খঞ্জনী বাজায়
অভ্র পত্র পল্লবে লাল বেদনার রাঙা স্বপ্ন সাজায়
যেন আকাশ মেঘ ক্লান্ত স্রোত তুমি পাগল হাওয়া
একাকীত্ব পাঁজরের মলিন ছাই লালনের কাছে যাওয়া
শূন্য বাস্তব অচিরে প্রাণ নিয়ত চঞ্চল নগ্ন স্বপ্ন প্রতিদিনের সুখ
অফিস লাইন অটোর ধোঁয়া, সিগারেটের প্রতিবিম্বে প্রেমিকার মুখ
আমার স্লোগান খিস্তির ভাষা গলির রক ফেলে আসা জীবন রঙিন
উষ্ণ হীনবোধের ব্যস্ততা রৌদ্র ঝিলিক,মাছির টানাটানি সারাদিন
তরুলতা আমি,মন তোমার জীবন উদ্দেশ্যহীন পারাপার
আর বলোনা স্বপ্ন বেচোনা, মলাট লিখনের কি দরকার
কত কবি কত কবিতা কত কথকতা কোথায় কারা
আমার জনম আমার মরণ কবিতার মুক্তিপথে আত্মহারা
মন্তব্য
বাহ, খুব ভালো লাগলো!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ধন্যবাদ রোমেল ভাই
ডাকঘর | ছবিঘর
ডাকঘর | ছবিঘর
অনবদ্য। "ফতুর হয়ে গেছে কোমরের নিচের দৈনতা" দারুন কথা।
ধন্যবাদ দাদা
ডাকঘর | ছবিঘর
ভালো লাগলো খুব
ধন্যবাদ তানিম ভাই
ডাকঘর | ছবিঘর
ভালো লেগেছে। খুউব
মন-খারাপ-করা কবিতা লিখে কী সুখ পান, ভাই?
ধন্যবাদ।
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে , দূরে কোথাও দু'এক পশলা বৃষ্টি হচ্ছে।
ডাকঘর | ছবিঘর
বেশ লাগলো।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
সুমন ভাই
ডাকঘর | ছবিঘর
খুব ভাল
কল্যাণF
ডাকঘর | ছবিঘর
ভালো লেগেছে তাপসদা। বিশেষত প্রথমটা চমৎকার।
অলি
ডাকঘর | ছবিঘর
ফতুর হয়ে গেছে কোমরের নিচের দৈনতা" ১ আর ২ দেখি খুব আলাদা, পরেরটা পুরো ছন্দবদ্ধ। প্রথমটা ছন্দ ছাড়াই তরতর বয়ে চলা স্রোতস্বিনী
facebook
অনু, আপনার আগরতলায় আসার অপেক্ষায় আছি
ডাকঘর | ছবিঘর
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
আফসার ভাই
ডাকঘর | ছবিঘর
নতুন মন্তব্য করুন