অদূরে কোথায় যেন হট্টগোল হইতেছে, ঈশ্বর কর্ণপটহে কনিষ্ঠা অঙ্গুলি প্রবিষ্ট করিয়া আনমনে চুলকাইতে চুলকাইতে শুনিতেছিলেন। নন্দন কানন ক্রমশ হট্টগোলের জায়গায় পরিণত হইতেছে। স্বর্গদূতগুলি নিয়মিত হল্লা পাকায়। ইহার পিছনে আদমের কোনো ভূমিকা নাই তো?
তিনি গলা খাঁকরাইয়া ডাকিলেন, "গিবরিল!"
গিবরিল কিয়দক্ষণ পর তাহার রশ্মিনির্মিত ডানা ঝাপটাইতে ঝাপটাইতে বারান্দায় আসিয়া দাঁড়াইল।
"কাহারা এইরূপ কোষ্ঠাকাঠিন্যে আক্রান্ত হায়েনার ন্যায় চেঁচাইতেছে?" ঈশ্বর শুধাইলেন।
গিবরিল কহিল, "জাঁহাপন, আসামী সাইদিল। সে ব্যাপক কান্দিতেছে।"
ঈশ্বর কহিলেন, "কেন?"
গিবরিল কহিল, "আসামী সাইদিল কারাগারের অভ্যন্তরে একটি কক্ষে স্পা করিতে ঢুকিয়াছিলো খোদাবন্দ। ঐ কক্ষে আদম একটি গোপন ক্যামেরা স্থাপন করিয়া সাইদিলের আগাপাস্তলা ভিডিও করিয়া লইয়াছে। সাইদিল আদমের বিরুদ্ধে ঈভ টিজিঙের অভিযোগ আনিতেছে। কিন্তু আদম যুক্তি দিতেছে, ইহা কোনরূপেই ঈভ টিজিং হইতে পারে না, বড়জোর সাইদিল টিজিং হইতে পারে।"
ঈশ্বর কহিলেন, "তাহলে এত চেঁচামেচি কেন?"
গিবরিল কহিল, "সাইদিল গজব আহ্বান করিতেছে সদাপ্রভু।"
ঈশ্বর কহিলেন, "বটে? গজব কি বলীবর্দের মার্গপথে বাহির হয় নাকি যে সে বলিলেই গজব আসিয়া পড়িবে?"
গিবরিল কহিল, "সাইদিল কারাগারে তাহার কক্ষে ঝুলন্ত হিজরি ক্যালেণ্ডার নামাইয়া মায়ান ক্যালেণ্ডার টাঙাইয়াছে, ইয়োর গ্রেস। সে আপনাকে ২০১২ সাল পর্যন্ত সময় দিয়াছে। ইহার মধ্যে গজব না নামাইলে সে আমরণ অনশন করিবে বলিতেছে। নন্দনকাননের প্রেসক্লাবের সামনে তাহার চামচাবৃন্দ ছাগলবন্ধনের ডাক দিতেছে। সাইদিল বলিতেছে, আপনার আরশ নাকি কাঁপিয়া উঠিবে।"
ঈশ্বর কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, "গজব ডিপার্টমেন্টের হেড স্বর্গদূতকে গিয়া বল, সে যেন গজবগুলিকে উত্তমরূপে দড়ি দিয়া পুনরায় বাঁধিয়া রাখে। আর থরের বাড়িতে গিয়া তাহাকে বল, আমি হাতুড়িখানা এই বেলা ব্যবহার করিতে ধার চাহিতেছি, আর এক মুষ্ঠি পেরেক যেন সাথে দেয়। আর সে যেন আমার ভ্যাকুয়াম ক্লিনার আর এক বাটি চিনি যথাসময়ে ফিরত দিয়া যায়।"
গিবরিল কহিল, "হাতুড়ি দিয়া কী করিবেন প্রভু?"
ঈশ্বর উঠিয়া আরশখানা উল্টাইয়া লইয়া কহিলেন, "কিছু তক্তা মারিয়া ভূমিকম্প প্রতিরোধের ব্যবস্থা করিব।"
গিবরিল কহিল, "আরশ আর কাঁপিবে না?
ঈশ্বর কহিলেন, "না। সাইদিলের পশ্চাদ্দেশে ডাইনোসরের ডিম্ব প্রবিষ্ট করিলেও না।"
মন্তব্য
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
চ্রম চ্রম মুখা দা, চ্রম, এক্কেরে দুম ফটাক।
সাইদিলের জন্য লইয়া আসা ডাইনোসরের ডিম্বের জোড়াটি অর্ধসিদ্ধ করিয়া, চার ফালা পূর্বক বিটনুন ছিটাইয়া, একখানি হীরকমন্ডিতসুবর্ণখচিতরৌপ্যনির্মীত বৃহদাকৃতি সমতল পাত্রে আপনাকে নিবেদন করিলাম।
অমানবিক !!!
______________________________________
লীন
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
এইডা কী অইল? হাসতে হাসতে শেষ...

পুরা অমানবিক হইছে!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
এত আজব আইডিয়া আপনার মাথায় আসে কী করে?
নূরে খোদাআআআআআআআআআআআআআআআআআআ!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
মহাশয় আপনি তো ঈশ্বরের চেয়ে ক্ষ মতা বান। এই সব ভাষা পান কোথায়?
রাজাকারদিগের পশ্চাদ্দেশে ১৫০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার পানিতে উত্তমরূপে সিদ্ধ করা ডাইনোসোরাইলের ডিম্ব প্রবেশ করানো হউক।
উহাহাহা উহাহাহা...
ডায়নোসরের ডিম্বের অপমানের প্রতিবাদ করিলাম
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ব্যাপক
(ঝাঝা)
ব্যাপক
-------------------------------------------------
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
তীব্র
______________________________________
পথই আমার পথের আড়াল
হে হে হে, ঈশ্বর বেচারার আরশও সাইদিলের গজবের ফরিয়াদমুক্ত জোনে পড়ে নাই দেখছি!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এইটা অন্যায়। রাজাকারদের দুরবস্থা নিয়া প্যারডি করা ঠিক না। আমাদের আরেকটু সুশীল এবং মানবিক জ্ঞান সম্পন্ন হতে হবে।
(চিন্তা করে দেখলাম, ভুদাইমানা কমেন্ট আর করবো না। এইরাম সুশীল আচরণ করবো। বাকিটা তেনাদের দোয়া।)
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
'ছাগলবন্ধনের ডাক'!! ওমাগো হাসতে হাসতে মরে গেলাম!!!
------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.
কোথায় প্রবিষ্ট করানো হবে এটা জেনেই ডাইনোসোর'রা বিলুপ্ত হয়ে গেছে নাকি???
ঈশ্বর ভদ্রলোকও তো দেখি মহারসিক - গজবের ভয়ে আরশ শক্ত করার কাজে লেগে গেলেন! ডাইনোসররা অপমানিত বোধ করে ছাগলবন্ধন ডাকলে - প্রেসক্লাবের সামনে আবার জ্যাম লাগতে পারে!
--------------------------------------------------------------------------------
facebook
অনেক দেরীতে লেখাটা পড়লাম। অতি উত্তম। কিন্তু ইমো দিতে পারছিনা। গজব পড়ে গেল নাকি ? এই ইমোর উপরেই! অসাধারণ হয়েছে লেখা। মাটিতে গড়াগড়ি দিচ্ছি হাসতে হাসতে। কিন্তু ইমো? (মন খারাপ ইমো না দিতে পারায়)
নতুন মন্তব্য করুন