নামহীন: দুই

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৬/১০/২০১১ - ২:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক.

বহুদূর হেটে গেলে টের পাই বহুদূর পথ
ধরে পড়ে থাকে ফেলে আসা পথের ধুলোরা সব;
প্রতিটি ধুলোর কাছে স্মৃতি জমা থাকে;
আমরা অজস্র সাঁকো বাধা পথ ধরে যেতে যেতে
অযুত নিযুত যত ঝিঁঝিঁ-ধুলোদের ভিড়ে মিশে
গড়ে তুলি আমাদের এক - স্মৃতিময় কাঠগড়া!
(বরিশাল, ০১. ১০. ২০১১)

দুই.

উৎসর্গ: (ফরহাদ সাফায়েতুল কবির বিজয় - আমার বাঁশরীয়া বন্ধু)

ওহে বাঁশরীয়া, শুনছো কি?
বাঁশীর ফোকরে ফু দিয়েছি যতবার
ততবার বলে দিতে কার্পণ্য করোনি -
’আপনেরে (কখনোবা তুমি) দিয়া বাঁশি অইতোনা’!
আজকাল আড়বাঁশী বাজেনা কোথাও;
তোমার কার্পণ্য দেখে বলে যেতে চাই -
বুকের গহ্বরে গিরিখাতে
বহুদিন ছুড়ে দেয়া বাতাসে ভাসিনা!

------ ঢাকা, ০৫. ১০. ২০১১


মন্তব্য

সৈয়দ আফসার এর ছবি

তামিম ভাই,
কবিতাটি আমাকে টানেনি
বিজয়ার শুভেচ্ছা।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

আশালতা এর ছবি

কালো অক্ষর দিয়ে এরকম অপূর্ব অনুভব তৈরি করেন কী করে তাই ভাবি।

----------------
স্বপ্ন হোক শক্তি

উচ্ছলা এর ছবি

অনেক সুন্দর।

জ.ই মানিক এর ছবি

ভালো লেগেছে। বিশেষ করে প্রথমটা।

রিশাদ_ময়ূখ এর ছবি

প্রথমটা ভালো লেগেছে

তানিম এহসান এর ছবি

সবাইকে শুভেচ্ছা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

ভালো লেগেছে তানিম ভাই...........বিষাদছাপ..............


_____________________
Give Her Freedom!

বন্দনা এর ছবি

প্রথমটা বেশী ভালো লেগেছে তানিম ভাই।

দিহান এর ছবি

বাঁশির ফোকরে ফু দিলে আমি ও বুঝে যাই আমাকে দিয়ে বাঁশি হবেনা।
সবাইকে দিয়ে বাঁশি হয়না আসলে...কাউকে কাউকে দিয়ে কবিতা হয়!

ইদানীং পৃথিবী অনুভব করে, একটা সূর্যে চলছেনা আর
এতো পাপ, অন্ধকার
ডজনখানেক সূর্য দরকার।

তাপস শর্মা এর ছবি

ভেসে যায় ওজান গাঁয়ের বাশিকুহর।
আর আমার গানয়ালার ভাষায় -

বাসুরিয়া বাজাও বাশি দেখিনা তোমায়, গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায় ( কবীর সুমন )

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।