সেইসব পথেরা

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: রবি, ০৯/১০/২০১১ - ১:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের সাথে সাথে আমাদের পথেরাও বহুদূর হেঁটে গেছে, পিছনে বিস্মৃতিধূলি, দিগন্তে মেঘ, রঙীন মেঘমালা।

কেউ ঢুকেছে গলির গলি তস্য গলিতে যেখান থেকে আকাশটাকেই মনে হয় ঐ উপরের কোনো সরু নীল গলি। কেবল পাশের বাড়ির তেতলার ব্যালকনিতে যখন এসে পড়ে আশ্বিনের রোদ্দুর,তখন চমকে ওঠে পথের মন- মনে পড়ে এইসময়ে ক্ষেতের আল থেকে সে দেখতো আর শুনতো দিগন্তলীন মাঠ ভরা সবুজ ধানের নাচ আর গান, বাতাসের সঙ্গে যুগলবন্দী। সে কবেকার কথা?

কেউ গেছে চওড়া রাজপথে, যেখানে সাঁ সাঁ করে ছুটছে কেবল হাওয়াই গাড়ি। দিন রাত ছুটছে ওরা, একের পর এক-ওরা কোথায় যায়? কোনো সন্ধ্যাবেলা, যখন কলাবতীফুলের মতন মেঘে সারা আকাশ লাল-তখন সেই রক্তসন্ধ্যার নিচে সে চিৎকার করে ওঠে, এত রক্ত কেন?

কেউ গেছে পাহাড়ে, পর্বতশীর্ষে উঠবার জন্য ঘুরে ঘুরে সর্পিলাকারে চলছে পাকদন্ডীর মতন। পাশ দিয়ে হয়তো পাগলাঝোরা নামছে, হয়তো হাত নেড়ে নেড়ে ডাকছে নাম না জানা ফুলেরা, হয়তো পাখিরা গান গাইছে, সে শুনছে না, সে শুধু উঠছে আর উঠছে। ঐ যে চূড়া মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে মেঘের আড়ালে চলে যায়, সেইদিকে মন রেখে সে শুধু উঠছে আর উঠছে। কত সূর্য ঝলকানো দিন কত মিহিন চাঁদের রাত চলে যায়, সে থামে না। একদিন হয়তো কোনো বাঁকে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে সে নিচে চেয়ে দেখতে পায় ঝম করে উঠেছে কী বিশাল এক সূর্যধোয়া উপত্যকা! অপার্থিব মন্ত্রের মত কী আশ্চর্য সুন্দর! ওখান থেকেই চলতে শুরু করেছিলো নাকি সে? আগে কেন তবে ঐ সৌন্দর্য সে দেখতে পায় নি? এখন তো আর ওখানে ফেরার উপায় নেই!

কেউ নেমেছে আঁধার পাতালে, সেখানে দমবন্ধ অন্ধকার। তারই মধ্যে মধ্যে কোথাও ঝলকে ওঠে আলো। ও কি আলো নাকি আলেয়া? ও কি মণিরত্নের দীপ্তি নাকি ছুরির ঝলক? বোঝার উপায় নেই। পথে ঘুরে ঘুরে চলে আর চলে, দেয়ালে ঠেকে যাবে নাকি সূর্যের নিচে গিয়ে পৌঁছতে পারবে? সে জানে না, সে বুকের মধ্যে এক আকাশ আকাঙ্ক্ষা লুকিয়ে রেখে চলে আর চলে। শেষ কোথায়?

তারপরে কখনো কোনো অলৌকিক মোড় ঘুরে দূরে চলে যাওয়া সেইসব পথেদের দেখা হয়ে যায়।


মন্তব্য

কল্যাণF এর ছবি

আমাদের একেকজনই একেকটা পথ কি? চিন্তিত

তুলিরেখা এর ছবি

হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

পাঠক এর ছবি

আমার পথটা বড়ই একঘেয়ে, সাদাসিদে। না এঁদো গলি, না রাজ পথ। না সেটা কোন বর্ণীল পাহাড়ি পথ, না কোন মিষ্টি মেঠো পথ। না কোন অন্ধকার পাতালের পথ, না কোন উজ্জ্বল সূর্যালোকের পথ। একেবারে পাড়া থেকে বেরিয়ে, চার রাস্তার মোড় পেরিয়ে আমজনতার সাধারন পথ। এই পথে কেবল রিকশা- গাড়ি- সাইকেল এর প্যাঁ- পু শব্দে, ধুলাতে- বালিতে- ধোঁয়াতে বিরক্তিকর পথ চলা যায়। কোথাও পৌঁছানো যায় না। পিছনটাও খুব সুন্দর মনে হয় না।

তুলিরেখা এর ছবি

কল্পনাকে ছড়িয়ে দিন। সময়ের মধ্যে। পিছিয়ে যান ৫০০ বছর। কী দেখছেন? এই রিকশা সাইকেল গাড়ি শব্দ ওলা পথটা কোথায়? নেই। সেখানে এক সবুজ গ্রাম, দেখা যাচ্ছে তালদিঘি। দূরে মাঠের শেষে নদীর আভাস, আরো দূরে বনের আভাস। কী দেখছেন? হাট থেকে গাঁয়ের পথ ধরে ফিরে আসছে গাঁয়ের লোকেরা, হাতে হাতে হাট থেকে কেনা জিনিসপত্র। আর কি দেখছেন? মাঠ থেকে শাক তুলে চুবড়ি ভরে ফিরছে আরেকদল। আর ও ও ই যে দূরে গোচারণের মাঠ, সেখান থেকে গরুর দল নিয়ে ফিরছে রাখাল।
এবারে চোখ বুজুন আবার, সময়ের মধ্যে চলে যান আরো অনেক পিছনে। কয়েক হাজার বছর। কী দেখছেন? গভীর জঙ্গল। বাঘের গর্জন।
এবারে যান ভবিষ্যতে, বর্তমান থেকে কয়েকশো বছর সামনে। কী দেখছেন? স্কাই সিটি। রাস্তা নেই, ছোটো ছোটো ফ্লাইং শাটল করে লোকেরা কাজে যাচ্ছে, কাছের দূরের আরো অন্য স্কাই সিটিতে।
হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি অন্যকেউ এর ছবি

চলুক

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তারেক অণু এর ছবি

পথের বাঁকেই খুজে পাবি অচিন প্রিয় মুখ !! ভাল লাগল--

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ হে বিশ্বপথিক। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কল্যাণF এর ছবি

তুলিদি আমাদের এই বিশ্বপথিক কিন্তু বেশ বিচ্ছুও বটে চোখ টিপি

তুলিরেখা এর ছবি

তাই নাকি? হাসি
বিচ্ছুদের পক্ষে ঘোরাঘুরি বেশ কঠিন, পতঙ্গ বা পাখি হলে সুবিধা বেশী। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখকঃ অতীত এর ছবি

এক্কেরে ফাটাফাটান্তিস!!! গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

নেন আপনার লেখার মতোই পথের অতীব পরিচিত অসম্ভব সুন্দর অন্য একটি গল্প http://tagoreweb.in/Render/ShowContent.aspx?ct=Stories&bi=5E237F59-A4A0-4095-351D-CC6E4004B0DD&ti=5E237F59-A4A0-4195-451D-CC6E4004B0DD
আর একটি অসাধারণ গান http://www.youtube.com/watch?v=bqdpDZQ5PIM দিলাম আপনাকে তুলিদি।

অতীত

তুলিরেখা এর ছবি

ভীষণ খুশি হলাম ভাই, অনেক ধন্যবাদ নাও।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

বেশ কব্যিক ঢং আপনার। শুরু হতে হতেই শেষ হয়ে গেল যেন।

তুলিরেখা এর ছবি

আপনার কমেন্টের ঢং ও বেশ চমৎকার!

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

পাঠক এর ছবি

দারুন সুন্দর......।ঃ-০

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মৃত্যুময় ঈষৎ এর ছবি

কাব্যময় ভীষণ............... চলুক


_____________________
Give Her Freedom!

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

রোমেল চৌধুরী এর ছবি

তবু আমাদের এই পথ চলাতেই আনন্দ!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তুলিরেখা এর ছবি

ঠিক বলেছেন।
"পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি"
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আশালতা এর ছবি

কিছু মানুষকে হিংসে করতেও যোগ্যতা লাগে, তুমি সেইরকম একজন তুলিরেখা। আমার ভেতরে বিবেক মেশিন নষ্ট হয়ে গেলে সাবধানে থেক। হিট লিস্টে আছো কিন্তু। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

তুলিরেখা এর ছবি

বলো কী!!! মেশিনে বিবেক রেখেছ!!! অ্যাঁ
আর হিট লিস্ট ফিট লিস্ট দিয়ে আর কী হবে! আমি নিজেই তো দাশুর মতন মিহিদানার হাঁড়িতে পটকা রেখে তাতে আগুন দেবার অপেক্ষায়। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আশালতা এর ছবি

আরেহ আমি মেশিনে রাখার কে গো ?! সেই যে একজনা বিবেক নামের মেশিনটায় চাবি লাগিয়ে ছেড়ে দিয়েছে আর তো থামার নাম দেখিনা। সারাক্ষণ ক্যাচর ক্যাচর করে চলতেই থাকে, কান ঝালাপালা হল। কিন্তু তুমি কার টেবিলের নিচে চীনে পটকা রাখছ ? চিন্তিত

----------------
স্বপ্ন হোক শক্তি

তুলিরেখা এর ছবি

কী ভালো কী এফিশিয়েন্ট মেশিন চিন্তা করো। না কোনো তেল না কোনো ফুয়েল, তবু চলছে তো চলছেই। হাসি
হারানিধি স্যরের টেবিলের তলাটাই টার্গেট করেছিলাম, কিন্তু এখন ভাবছি সরাতে হবে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

উচ্ছলা এর ছবি
তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তাপস শর্মা এর ছবি

কল্পনার রঙমশাল উড়িয়ে দিলাম হাসি

তুলিরেখা এর ছবি

উড়িয়ে দিলেন? খুব ভালো।
হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।