গেল আগস্টের এক সন্ধ্যেয় পৌছালাম কিউবার রাজধানী হাভানায়। তার পরপরই আনন্দে উদ্বেলিত হয়ে আবিস্কার করলাম সেই রাতই ছিল বিশ্বখ্যাত হাভানা কার্নিভালের শেষ রাত! সদ্য জোটা স্থানীয় বন্ধুদের সাথে গা ভাসালাম সেই আনন্দ জোয়ারে, ফ্রেমবন্দী করবার চেষ্টা চালালাম সেই অবিস্মরণীয় ঝকঝকে মুহূর্তগুলোকে। বাঁধ সাধল প্রায় ৪০ ঘণ্টার লাগাতার ভ্রমণ, স্বল্প সোডিয়াম আলো আর নৃত্যশিল্পীদের দ্রুতলয়ের ছন্দবদ্ধ কসরত। অংশগ্রহণকারীদের মাঝে ৭ বছর বয়সী থেকে ৬৫ কেউ বাদ যায় নি। মনে করিয়ে দিয়েছিল এক ফরাসি কবির কবিতা-
নর্তকীরা নাচে। নাচ
নিজে কখনো নাচে না
নাচের ঠিক কেন্দ্রস্থলে গতিশূন্য হয়ে থাকে নাচ--
মন্তব্য
অনু। ভাইরে ফাডাফাডি লাগছে। তোমারে দিলাম।
ডাকঘর | ছবিঘর
সচলায়তন সাবালক হইয়াছে, শিশু শুলভ স্বভাব পরিত্যাগ করিয়া বয়ঃস্বন্ধি অতিক্রম করিয়াছে, এখন সদ্য যৌবনে পা রাখিয়াছে____ ধন্যবাদ অনু
চিরযৌবন অব্যাহত থাকুক।
facebook
আমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে মানব বাবু ইহা কি লিখিলেন , মহাশয় আমি
আর অবশ্যই সচলের
অনুরে আরেকটা
নে'রে ভাইজান...
ডাকঘর | ছবিঘর
একেবারে জোড়া পাঁঠা ! নাহ, ত্রিপুরা আসতেই হবে, আচ্ছা ঐ খান থেকে আসামে যাবার ব্যবস্থা কি আর কত ঘণ্টা লাগে?
facebook
এত ছাগল কেন পাচার করছি বুঝতাছ না। যা ছবি - টবি আজকাল, মানে ইয়ে শুরু করছ না ভাইজান তোমার তো শক্তি সঞ্চয় করা দরকার রে ভাই, নইলে আরও প্যাংলা অইয়া যাইবা
আর,
ত্রিপুরা থেকে টেরেন, বাস, উরিউরি সব ব্যবস্থাই আছে। বাসে ১দিন, টেরেনে এইতো ১২-১৫ ঘণ্টা আর উরিউরি দিয়ে ৪০ মিনিট ।
ডাকঘর | ছবিঘর
ভাল। কিউবার বিশেষ করে পুরাতন হাবানার স্থাপত্যকলা নিয়ে আমার বিশেষ আগ্রহ আছে। যদি কিছু ছবি তুলে থাকেন, কষ্ট করে আরেকটা পোস্ট দিলে বাধিত হব।
ওল্ড হাভানার স্থাপত্যর অনেক ছবি তুলেছি, কিন্তু বেশী ভাল লেগেছে ত্রিনিদাদের স্থাপত্য আর সিয়েনফুয়েগোসের। বেশী ছবির পোস্টে ফ্লিকারে জায়গা থাকে না । তবে পোস্ট দিব হাভানা নিয়ে, ফেসবুকে অনেক ছবি এর মধ্যে দিয়েছি কিন্তু!
facebook
হাভানা নিয়ে পোস্টে যেনো মন্টেক্রিস্টোগাঁথা বাদ না পড়ে!
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
কোন চিন্তা কইরেন না, কিন্তু সেরা সিগার যেখানে তৈরি হয় সেই ভিনিয়ালেস ভ্যালি নিয়ে একটা ফিচার লিখেছি সচলে।
facebook
খিক খিক খিক...
এত দন্ত বিকশিত করার মত কি ঘটল
facebook
উহা পুস্টেই নিহিত আছে বতস
তা তো বটেই।
facebook
ভাইয়া, রিও কার্নিভাল নিয়েও একটা পোস্ট আশা করছি।
প্রথম বারের মত রিও যাচ্ছি আসছে জানুয়ারির মাঝামাঝি। কিন্তু তখন কার্নিভালের সময় না যদিও আসল রিও কার্নিভালের নাতিপুতি টাইপ কিছু পাই, নিশ্চিন্ত থাকেন ছবি আসছে
facebook
আই ... লা ...
না কি গেলা
facebook
Woohoo! Spectacular!! অনবদ্য!!! অপূর্ব!!!! হালকা Despicable...কিন্তু অতি সোন্দর্য্য
অনুবাবুটা খুব রসিক
তা তো বটেই, আমি এমন রসিক যে চিৎ হয়ে ঘুমায় সবসময়, কাৎ হয়ে ঘুমালে যদি রস গড়িয়ে পড়ে যায়!
facebook
আমি চিৎ-কাইৎ হয়ে ঘুমানো সংক্রান্ত রসের কথা বলি নাই রে পাগল...
তোমার ক্যামেরার নিশানার 'এ্যাঙ্গেল' দেখে তোমাকে 'রসিক' বলেছি
পোস্ট বরাবরের মতই দারুন উপভোগ্য হয়েছে
হে হে, আরে আমিও গোপাল ভাঁড়ের এক কৌতুক থেকে চিৎ কাইৎ রসে কথা বলছি, হে হে
facebook
এমন নেংটুপুংটু ছবি দেখে লজ্জা পেলুম!
ইমানে!
facebook
আপনি মিয়া লোক বড় ভালু!
আপনার কাছ থেকে সচলের ফটুগফুরদের শেখা উচিত নেংটুপুটুর ছবি কীভাবে তুলতে এবং পোস্টাতে হয়।
সচলায়তনের সাবালকত্ব অনেকে মানিয়া লইতে পারে নাই, অনেকে লজ্বায় নিজ মুখমণ্ডল ঠাকিয়া রাখিয়াছে, মনে মনে যথাসম্ভব অনন্দও পাইয়াছে, কিন্তু প্রকাশ করিতে সাহস পায় নাই____ ধন্যবাদ অনু
নেংটুপুটুর পাইলেন কই ! আজিব, দিলাম তো সব শিল্পময় ছবি !! আরে দাড়ান দাদা, এখনো তো রেড ইন্ডিয়ান নাচের ছবি দিলামই না তয়, আসিতেছে
facebook
দ্রোহীদা নেংটু 'পুটু' কই দেখলেন? পুটু তো সব ঢাকাই আছে
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
facebook
আপনি করেছেন কী? কয়েকদিন সচল থেকে একটু দূরে ছিলাম, এর মধ্যে এতোগুলো পোস্ট দিয়েছেন যে যতো নিচ পর্যন্ত চোখ যায় সবই অচেনা নামের পোস্ট! আপনাকে থামানোর দুইটা উপায় আছে। এক আপনাকে সচল করে দেওয়া। তাতে আপনি অবধারিতভাবে শীতলনিদ্রায় যাবেন। নাহলে আপনার ডানা ভেঙ্গে দেওয়া (খুব সম্ভবত বুনোহাঁসের কপিরাইট)।
শীতলনিদ্রা ! কেন !! এমনিই শীতের দেশে থাকি, খামোকা আবার শীতলনিদ্রা কেন !!
থামানোর দরকার কই শুনি, চলুক না, দুই দিনের দুনিয়া
facebook
নাহ্ ছেলেটা দেখি বড় হয়ে যাচ্ছে।
----------------
স্বপ্ন হোক শক্তি
আরে না না, বড় হতে চাই না, ওরে বাবা !
কিন্তু ছবি তুলতে তো ১৮ হবার দরকার নেই , তাই না
facebook
facebook
অনু ভাই তো একবারে ফাটায়ে ফেলসেন, ছবি দেখেই ভয় পাইছি। ।
ক্যান !!!
facebook
ভাই আপনার পোস্টে ঢুকে তো ওযু চলে গেল !! এরপরে আবার রিও কার্নিভাল নিয়া পোস্ট চাইতেসে!! ইয়া আলি!!!
মস্করা হচ্ছে !
facebook
তারেক অণু'র মুন্ডু চাই
কার্নিভাল বটে।
ধন্যবাদ।
প্রৌঢ়ভাবনা
আর কিছু দিন সময় দিন, রিওও এনে দিব।
facebook
তারেক ভাই, রেড ইন্ডিয়ান নাচের ছবি দেখতে মন্চায় পোস্টের জন্য
তাই! কি মুস্কিল,, একটু সময় করে লেখতে হবে।
facebook
পুরাই গরম পোস্ট
সাথে কি একটু উদাস!
facebook
খিক খিক, চরম বাদ গেছে
হুম লোকজন চরম উদাস হয়ে যাচ্ছে গরমে
মানে গরমে চরম উদাস, নাকি চরম গরম উদাস ! ব্যাপারটা সব খুলে বলেন ( বস্ত্র গায়ে রেখে বলা বাঞ্জনীয়)
facebook
আহা চক্ষু জুড়াইয়া গেলো, কি মনোরম ... আহা ..
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
কি ফাজিল।
facebook
উৎসব! উৎসব!! উৎসব!!!
facebook
বাহ! মচৎকার!
এখনত আমারও নাচতে ইচ্ছা হচ্ছে! ওরে কে আছিস আমার ঘাঘড়া-ঘুঙ্গুর নিয়ে আয়!
সে কি দাদা, গজেশ্বর গাড়ুইয়ের নাচ দিবেন না কি !
facebook
আমি দাদা না, দিদি।
থুক্কু
facebook
কি হয় বন বাঁদাড়ের ছবি তুলে ... এমন ছবিই তো চাই
আমি দিলাম
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
না মহা মুস্কিল দেখি।
facebook
বড়ই বড়দের পোস্ট!!! আমি ছুডু মানুষ কিছু দেখি নাই কিন্তু!!!
চুপি চুপি কথাঃ উৎসবের(যে কোন বিশেষ) ছবি আরো চাই........
_____________________
Give Her Freedom!
হাহ হাহ হাহহহ পোস্ট না দেখেই আরো এইরাম পুস্ট চাও? ওহে মৃত্যুময় ধরা পড়ে গেছে তোমার নিয়োতের খোঁট , ভাল হও ভাল হও ।
খাইছে ধরা।
facebook
এ্যাঁ ধরা খেলাম পালাই
শুধু ছবি ! বর্ণনার কি হবে !
facebook
বর্ণনা যথারীতি সুন্দর অণুদা। কবিতাটা।
দারুন দারুন!!!
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
facebook
অনেক গতিময়, উৎসব মুখর আর রঙিন সব ছবি। ভাল লাগে সবসময়ই আপনার ঘুরে বেড়ানো বহুল ছবি ব্লগ দেখতে আর পরতে।
ধন্যবাদ।
facebook
facebook
দারুণ পোস্ট। পুরো বর্ণনা দিয়ে আরেকটা পোস্ট হোক।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
দিব, কিন্তু ছবি বাদ যাবে তাই বলছেন!
facebook
ছবিগুলি দুর্দান্ত ! এইসব কার্নিভালগুলি মনে হয় সেইরকম কালারফুল হয়।
তবে আমার ব্যক্তিগত পছন্দ হলো আপনি যে রঙিন ঘরবাড়ির ছবি তুলেছেন সেগুলি। হাভানার ঘরবাড়ি, রাস্তাঘাট ইত্যাদির ছবি নিয়ে একটা সিরিজ করেন সম্ভব হইলে, আমার মনে হয় ওই ছবিগুলিই সেরা
অলমিতি বিস্তারেণ
আসলেই এমন রঙিন। ধন্যবাদ, করব, তবে ত্রিনিদাদ নিয়ে আলাদা পোস্ট দিতে চাই, সেখানকার বাড়িগুলো সবচেয়ে উজ্জল রঙে রাঙানো।।
facebook
facebook
একটু অন্য প্রসঙ্গ, এইসব কার্নিভালে "ইভ টিজিং" কেমন হয়?
হয় না।
facebook
দারুণ পোস্ট। ছবিগুলো কোন ক্যামেরা দিয়ে তোলা?
টুইটার
ধন্যবাদ নিয়াজ ভাই। এগুলো ক্যানন ৭ডি দিয়ে তোলা, কিন্তু খুব সমস্যা হয়েছিল সেই সন্ধ্যায়, এত দ্রুতগতির নাচের সাথে তাল মিলিয়ে ক্যামেরা অ্যাডজাস্ট করতে পারছিলাম না অত কম আলোতে। তাই শতকরা ৮০ ভাগ ছবিই ফেলে দিতে হয়েছে কাঁপা আর অন্ধকার আসায়।
facebook
*{*}*
facebook
উৎসব আর নাচ তো এমনই হওয়া উচিত...
ইদানীং পৃথিবী অনুভব করে, একটা সূর্যে চলছেনা আর
এতো পাপ, অন্ধকার
ডজনখানেক সূর্য দরকার।
ঠিক ঠিক !
facebook
আপনে ব্রাজিলে যান্নাই কোনোদিন?
______________________________________
পথই আমার পথের আড়াল
যাইতেছি, জানুয়ারিতে, ভাবীর কাছ থেকে ছুটি ম্যানেজ করেন। রিও----
facebook
আরে ভাই এম্নিতে ছবি মবি পুস্টাইয়া পার্মানেন্ট হাহাকার চালু রাখছ, তারুপর আবার এইসব অন্ধকারের হাতছানি সমৃদ্ধ ভবিষ্যত পরিকল্পনার ঢেড়া দিতাছ !! তোমারে
চইল্যা আহেন
facebook
হুহ, ছিটাও ছিটাও লবণ ছিটাও। আমিও একদিন...
বর্ণিল ...
অণু ভাই, পোস্টের ট্যাগে 'হাভানা', 'কার্নিভাল' এইসব শব্দ দিয়ে দেন, তাহলে গুগল করে খুঁজে পেতে সুবিধা হয়।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
হোকে!
facebook
আহহহহায়য়য়য়য়.....
-------------------------
সুবোধ অবোধ
-------------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!
facebook
নতুন মন্তব্য করুন