আদমচরিত ০৩৬

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: শুক্র, ১৪/১০/২০১১ - ৭:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্বর্গে প্রমত্তা জায়হুন নদীর তীরে ঈশ্বর বিরক্তমুখে পায়চারি করিতেছেন। অদূরে আদম উদাস মুখে বসিয়া বসিয়া বাদাম চিবাইতেছে। গিবরিল ঈশ্বরের পিছু পিছু সম্মানজনক দূরত্ব বজায় রাখিয়া ডানা ঝাপটাইয়া বাতাস করিতেছে।

ঈশ্বর অস্ফূটে কহিলেন, "ফেরিঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঠ্যাং দুটি ব‌্যথা হইয়া গেল!"

আদম হেঁড়ে গলায় গান ধরিল, "জায়হুন-ঢেউ রে এ এ এ, মোর শূন্য হৃদয় জায়হুন নিয়ে যা, যা রে ...।"

গিবরিল গলা খাঁকরাইয়া কহিল, "জাঁহাপন, জায়হুন নদীর উপর একটি সাঁকো নির্মাণ করিলেই তো আর ফেরির জন্য অপেক্ষা করিতে হয় না।"

ঈশ্বর চক্ষু রাঙাইয়া কহিলেন, "তুমি কি ভাবিয়াছ, সেই চেষ্টা আমি করি নাই?"

গিবরিল থতমত খাইয়া কহিল, "ইয়ে, কবে করিয়াছিলেন খোদাবন্দ?"

ঈশ্বর হাতের অঙ্গুলি মটকাইয়া কহিলেন, "বহুকাল পূর্বে।"

গিবরিল জায়হুনের দিকে চাহিয়া তাহার অপর তীর অবলোকনের চেষ্টায় ক্ষান্ত দিয়া কহিল, "সাঁকোটির কী ঘটিল?"

ঈশ্বর কহিলেন, "সাঁকো নির্মাণের জন্য আমি সকল ব্যবস্থাই লইয়াছিলাম। জমি অধিগ্রহণ করিতে গিয়া কতগুলি স্বর্গদূতের পিছনে মিছি মিছি সহস্র স্বর্গমুদ্রা বাহির হইয়া গেল। হতভাগার দল সাঁকোর খবর শুনিবামাত্র আদাড়েবাদাড়ে জলেজঙ্গলে ঝোপেঝাড়ে সস্তায় জমি কিনিয়া রাখিয়াছে, অধিগ্রহণ করিতে গিয়া অগ্নিমূল্যে সেইসব জমি কিনিতে হইয়াছে।"

গিবরিল কহিল, "ততঃকিম?"

ঈশ্বর কহিলেন, "প্রকল্পে অযুত সংখ্যক স্বর্গদূতকে নিয়োগ করিয়াছিলাম, তাহাদিগের মাহিনা বাবদ আরও সহস্রমুদ্রা বাহির হইয়া গেল।"

গিবরিল কহিল, "ততঃকিম?"

ঈশ্বর সরোষে কহিলেন, "প্রকল্পের দায়িত্ব দিয়াছিলাম হতভাগা আবুলাইলের স্কন্ধে, সে নিজেই গোপনে কম্পানি খুলিয়া টেন্ডারে সূক্ষ্ম হইতে স্থূল, বিভিন্ন দাগের চুরিচামারি শুরু করিয়াছিল।"

গিবরিল কহিল, "ততঃকিম?"

ঈশ্বর কহিলেন, "প্রকল্পের অর্থ তো আর বলীবর্দের মার্গ দিয়া বাহির হয় না রে গিবরিল, তাহা আমার কোষাগার হইতেই সংগ্রহ করা লাগে। কোষাগারের সব টাকা সাঁকোর পিছনে খরচ হইয়া গেল, তখন ঐ মাড়োয়ারি স্বর্গদূত বিশ্বরাম ব্যাঙ্কওয়ালার কাছে অর্থ মাগিতে হইল।"

গিবরিল শিহরিত হইয়া কহিল, "সর্বনাশ, ঐ মেড়ো?"

ঈশ্বর হাতের তালুতে মুষ্ঠ্যাঘাত করিয়া কহিলেন, "বিশ্বরাম ব্যাঙ্কওয়ালা একদিন আসিয়া আমার দরবারে দাঁড়াইয়া মুখের উপর কহিল, আবুলাইল একটি তস্কর! আবুলাইলকে কর্ণে ধরিয়া বাহির না করিলে সে আর প্রকল্পে অর্থ দিবে না।"

গিবরিল কহিল, "অতঃপর আপনি আবুলাইলকে কর্ণে ধরিয়া বহিষ্কার করিলেন?"

ঈশ্বর বিষণ্ণ হইয়া কহিলেন, "না, আবুলাইলকে বহিষ্কার করা কি আর আমার হাতে আছে?"

গিবরিল কহিল, "ততঃকিম?"

ঈশ্বর কহিলেন, "আর কী? অর্থের সংস্থান আর হইল না। প্রকল্পটি পায়ুমারা খাইয়া বসিয়া গেল। অধিগ্রহণ করা জমি বেদখল হইয়া গেল। আজও তাই ফেরিতে চড়িয়া জায়হুন পাড়ি দিতে হয়।"

গিবরিল রুদ্ধশ্বাসে কহিল, "আবুলাইলের ললাটে কী ঘটিল?"

আদম হেঁড়ে গলায় গাহিয়া উঠিল, "সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজাআআআআআয় ...।"

ঈশ্বর নাকের পাটা ফুলাইয়া কহিলেন, "হতভাগার চামড়া ছাড়াইয়া নতুন এক প্রকার জন্তু নির্মাণ করিয়াছি। ঠিক করিয়াছি ইহাকে গণ্ডার বলিয়া ডাকিব।"


মন্তব্য

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

এই তবে গণ্ডারের জন্ম ইতিহাস? গড়াগড়ি দিয়া হাসি "জটিল-দারুণ-সেই রকম" হয়েছে..... জয়তু মুখফোড়! চলুক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

"না, আবুলাইলকে বহিষ্কার করা কি আর আমার হাতে আছে?"

আবুলরা এমনই শক্ত যাদের অপসারণ তাদের হাতে থাকেনা, যার হাতে থাকার কথা তার হাতেও থাকেনা। কার হাতে থাকে সেটা আগামী নির্বাচনের পরে বোঝা গেলেও যেতে পারে।

nefi এর ছবি

মারি ত গন্ডার,লুটি ত ভান্ডার।

তানজিম এর ছবি

....আসল পাবলিক কিন্তু গন্ডার আর গাধার সঙ্কর। একটার চামড়া আরেকটার বুদ্ধি নিয়ে বসে আছে।

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি
রু (অতিথি) এর ছবি

বেচারা আবুলাইল!! শেষ পর্যন্ত গন্ডারে পরিণত হতে হোল। এনাকে ব্যাকআপ দেওয়ার জন্য মুহিথাইলকে পাওয়া গেল না।

দ্রোহী এর ছবি

গণ্ডারজানের আব্বাহুজুর আবুলাইলের জন্মরহস্য পড়িয়া আমোদিত হইলাম!

হিমু এর ছবি

গোটা দেশ মিলে যে জিনিস খাড়া করানোর চেষ্টা করছে, আবুল্কাগু একাই সেইটারে শোয়ায় ফেলছে।

বাঙ্গাল এর ছবি

দূর্দান্ত

Saima এর ছবি

হো হো হো চলুক

কাজি মামুন এর ছবি

সরেস রসের সন্ধান পেলুম লেখাটিতে! তবে আবুলাইলকে আরো নিচুস্তরের জন্তুতে কনভার্ট করা গেল না (এমনকি অনুভূতি-হীনতার বৈশিষ্ট্য ধরে রেখেই!)?

আদম হেঁড়ে গলায় গাহিয়া উঠিল, ''সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজাআআআআআয়....।"

এই কথাটুকুর তাৎপর্যটুকু ধরতে পারিনি! আবুলাইলের কি পরিমলের মত প্রেম-ঘটিত ব্যাপার-স্যাপারও আছে নাকি?
পরিশেষে, লেখককে ধন্যবাদ এরকম একখানা অতীব উৎকৃষ্ট 'স্যাটায়ার' উপহার দেয়ার জন্য। আদমের উদাসী সংগীত, ঈশ্বরের পায়চারি, ডানা ঝাপটানো গিবরিল, স্বর্গদূত প্রমুখ আমাদের এই সময়ের স্বচ্ছ প্রতিমূর্তি! ভাষা, বিষয়বস্তু, চিত্রকল্পে এক অসাধারণ নির্মাণ 'আদমচরিত ০৩৬'!

সুস্মিতা শ্যামা এর ছবি

আবুলাইল তো একটি উৎকট "মাল". তাহার গলাবাজিতে মোহিত না হইয়া ঈশ্বরের উচিত পুঁজিবাজার ও এই প্রকল্পটিকে "বিমোহিতকরণ" করা।

আফরিন  এর ছবি

অন্য কোন নামে ডাকলে ভাল হতো... গণ্ডারও অপমানিত বোধ করতে পারে, কারন দেরীতে হলেও তার বোধ হবার সম্ভবনা থাকে... এই আবুলাইলের তাও নাই

ফয়সল এর ছবি

দারুন লিখেছেন. প্রশংসা না করার উপায় নেই.

বোকা ছেলে এর ছবি

আবুলাইলের পুটুচ্ছেদ করা হোক।

মৃত্যুময় ঈষৎ(Offline) এর ছবি

একেই বলে গণ্ডারের চামড়া!!!

গুল্লি উত্তম জাঝা!

ঘুম কুমার এর ছবি

"হতভাগার চামড়া ছাড়াইয়া নতুন এক প্রকার জন্তু নির্মাণ করিয়াছি। ঠিক করিয়াছি ইহাকে গণ্ডার বলিয়া ডাকিব।"

চলুক
আমরা হতভাগা পাবলিক... গন্ডারের দাঁত বের করা হাসি দেখে গালি দেই। আর কিছু করার ক্ষমতা নাই!!

বন্দনা কবীর এর ছবি

প্রেমের ঘাটের বাঁশরী-ই আপাততঃ শুনতে পাচ্ছি সব দেখে। নইলে সারা দেশের লোক একদিকে আর আবুইল্যা আরেকদিকে। আমাদের প্রাণপ্রিয় সরকার মহোদয়া আদতেই কি চাইছেন? এক আবুইল্যার জন্য দুনিয়া শুদ্ধু লোকের বিরাগভাজন হওয়া... এতো মহা প্রনয়েরই ইঙ্গিত বহন করে। এত্তো প্রনয়টা যে কেন সেটাই কৌতুহল।

গোটা দেশ মিলে যে জিনিস খাড়া করানোর চেষ্টা করছে, আবুল্কাগু একাই সেইটারে শোয়ায় ফেলছে।

এইখানেই কুতুহল। এত্তো শক্তি সে পাইয় কোথা থেকে?!!

বন্দনা কবীর এর ছবি

প্রেমের ঘাটের বাঁশরী-ই আপাততঃ শুনতে পাচ্ছি সব দেখে। নইলে সারা দেশের লোক একদিকে আর আবুইল্যা আরেকদিকে। আমাদের প্রাণপ্রিয় সরকার মহোদয়া আদতেই কি চাইছেন? এক আবুইল্যার জন্য দুনিয়া শুদ্ধু লোকের বিরাগভাজন হওয়া... এতো মহা প্রনয়েরই ইঙ্গিত বহন করে। এত্তো প্রনয়টা যে কেন সেটাই কৌতুহল।

গোটা দেশ মিলে যে জিনিস খাড়া করানোর চেষ্টা করছে, আবুল্কাগু একাই সেইটারে শোয়ায় ফেলছে।

এইখানেই কুতুহল। এত্তো শক্তি সে পায় কোথা থেকে?!!

বোকা ছেলে এর ছবি

শিরচ্ছেদ চাইলে বর্বরতার শোর উঠবে, তাই আবুলাইলের পুটুচ্ছেদ চাই। আর শুক্রবারের মতো শুভ দিন আর নাই।

কল্যাণF এর ছবি

যেমন বাপ, সিরাম বেটি। বাপকা বেটি, বেটিকা বাপ। এক্কেরে সোনায় সো-হাগা। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। "আমার মনে হইতাছে এইগুলা সব ডিজিটাল হিংসা। এইখানে আবুল সাহেবের কোন দোষ থাকতেই পারে না। তারে নাহক ফাসানো হইতাছে" - শুনতে হবে শিগগিরই।

কল্যাণF এর ছবি

সংবেদনশীলতার একক হিসাবে "আবুল" প্রস্তাব করলাম। যার চামড়া যত মোটা সে ততই আবুল।

কাবেরী এর ছবি

হাততালি

আয়ন এর ছবি

গল্পটা সমসাময়ীক ঘটানার সহিত সাদৃশ্যপূর্ণ বলিয়া মনে হইতেছে... দেঁতো হাসি

নিটোল. এর ছবি

হায়রে আবুল! গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

শিরচ্ছেদ চাইলে বর্বরতার শোর উঠবে, তাই আবুলাইলের পুটুচ্ছেদ চাই। আর শুক্রবারের মতো শুভ দিন আর নাই।

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

নির্বাক  এর ছবি

জতিল লিখসেন... কবে যে আমি আপনাদের মত লিখিতে পারিব... মন খারাপ
চাল্লু

অঅসাধারন এর ছবি

আবুলের বহিষ্কারাদেশ দিবার ক্ষমতাটি যাহার নাই, তাহাকে কি বলিয়া ডাকিব? এই বিষয়ে কি কিছু লিখিতে পারো?
ভাই মুখফোড়, তোমার মুখের ধার কমিয়া গিয়াছে দেখিতে পাইতেছি, আদমচরিত ০৩৬ আবুল এন্ড গংয়ের নিরেট চামড়ায় সুঁচের দাগটিও বসাইতে পারিবে কিনা সন্দেহ, আরো চোখা কিছু তোমার ভান্ডারে নাই?

হালুপ্পা এর ছবি

গণ্ডারের জন্ম ইতিহাস আমি ক্যামনে ফেসবুকে শেয়ার করি মামু, আমি যে সরকারী আমলা ম্যাঁও

জ.ই মানিক এর ছবি

সেইরাম হইছে।

গন্ডার কোরবানীর প্রচলন হোক।

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুরু গুরু গুল্লি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

উচ্ছলা এর ছবি

ঈশ্বর দিনকে দিন এরকম হ্যাডমলেস হয়ে যাচ্ছে ক্যান্ ? ঈশ্বর চাইলেই অনতিবিলম্বে একখানি অতিকায় ডাইনোসর 'পুফ' করে সৃষ্টি করতে পারেন এবং তাকে হুকুম দিতে পারেন," রে ডাইনোসর! উক্ত গন্ডারকে হাতকড়া পিন্দাইয়া পায়ূমারা মারিতে মারিতে উহার পুচ্ছদেশ লাল করিয়া দাও!!"

তারেক অণু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি জটিল

স্বাধীন এর ছবি

এ রকম কতগুলো গণ্ডার দেশটারে শেষ করে দিচ্ছে। কিন্তু এই গণ্ডারগুলোরে যারা দায়িত্ব দেয় এবং এতো কিছুর পরেও অপসারণ করে না সেই নেত্রীর চামড়া কি দিয়ে বানানো?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পার্চমেন্ট।

ধুসর গোধূলি এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

থেঙ্কু।

অনার্য সঙ্গীত এর ছবি

গুল্লি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অরফিয়াস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি এইরকম লিখিলে যে এই নরাধম হাসিতে হাসিতে জীবনপাত করিবে ... গড়াগড়ি দিয়া হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ধুসর গোধূলি এর ছবি
ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

দেঁতো হাসি

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

দেঁতো হাসি

ঝুমন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গুল্লি

ASM-Fakhrul-Islam এর ছবি

অস্থির হয়েছে, দাদা! ভাষাশৈলীর সে কি অনুপম প্রয়োগ!

কর্ণজয় এর ছবি

দারু ণ ণ

জসীম সমতটী এর ছবি

যে ঈশ্বর আবুল কে বরখাস্ত করিতে পারেন না তাহার চামড়া দিয়া কি জন্তু সৃজন হইবে?

 তাপস শর্মা (অফ লাইন)  এর ছবি

সবগুলি পর্ব পড়া হয়নি, চেষ্টা অব্যাহত আছে। মাইণ্ডব্লোয়িং, আর এম্নে কইলে ফাডাইয়া ফালাইছেন গুরু।
----------------------------------------------------------------------------------------
চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির

হোসেন সিকদার এর ছবি

লেখকের সাথে কথা বলতে চাই

saddam_sikder@yahoo.com

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।