ত্বকের যত্ন নিন

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শুক্র, ১৪/১০/২০১১ - ১২:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

habul

জীবাণু, বৃষ্টি, মশা, গুলি ও অপমানের হাত থেকে রক্ষার জন্যে আপনার ত্বককে যেভাবেই হোক দুইশো দিয়ে গুণ করুন।


মন্তব্য

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি
মৃত্যুময় ঈষৎ(Offline) এর ছবি

চলুক চলুক যথার্থ বলেছেন, 'গণ্ডারের চামড়া'।

সাফি এর ছবি

সাথে আদমচরিতের লিঙ্ক ও দিয়ে দেন বস। গুল্লি ক্যারিকেচার

মৃত্যুময় ঈষৎ(Offline) এর ছবি

সাথে আদমচরিতের লিঙ্ক ও দিয়ে দেন বস। চলুক

দ্যা রিডার এর ছবি

হাততালি

অকুতোভয় বিপ্লবী এর ছবি

দাদাগো দাদা,
কেমন করে
মারলে কাদা
মুখের 'পরে !
চোরের মায়ের
গলা ধরে
কষালে প্যাঁচ
আচ্ছা করে
তবুও যদি
এই আবুলের
একটু হত
লাজ !
তবে কি আর
দেশের উপর
পড়ে অমন বাজ !

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

সুজন চৌধুরী এর ছবি

উরে!!! ছড়াটা দারুণ হৈছে অকুতোভয় বিপ্লবী'দা!!!

ফাহিম হাসান এর ছবি

অকুতোভয় বিপ্লবী চলুক

কড়িকাঠুরে এর ছবি

আহা!!!

বাউন্ডুলে এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

কল্যাণF এর ছবি

গুল্লি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গণ্ডারাবুল

______________________________________
পথই আমার পথের আড়াল

উচ্ছলা এর ছবি
সুজন চৌধুরী এর ছবি
বন্দনা কবীর এর ছবি

একে গন্ডার বললে গন্ডারেরও অপমান হয় ।

বলা বাহুল্য, কেরিকেচার চমৎকার হয়েছে।

নিটোল. এর ছবি

গুল্লি

MAHMUD এর ছবি

একদা যোগাযোগ মন্ত্রী চিড়িয়া খানা দর্শনে গেলেন, মন্ত্রির আগমনে সকল প্রানি অনন্দিতঃ বানরকুল লম্ফ ঝম্ফ দিয়া তাদের কেরামতি দেখাইল, বাঘ বিকট শব্দ করিয়া তার প্রতি আনকুল্য প্রদর্শন করিল, ময়ূর তার পেখম খুলিয়া দিয়া তার অপরুপ রুপ দেখাইল কিন্তু শুধু গণ্ডার কুল মন্ত্রিকে কোন সম্মান না দেখাইয়া উল্টা পশ্চাৎদেশ দেখাইল। মন্ত্রী মহোদয় জানতে চাইলেন কি বিষয়? গণ্ডারের সর্দার অভিমান নিয়া বলিল আমাদের সুনাম আর নাইরে আবুল...

mahmud.geneva@gmail.com

সুজন চৌধুরী এর ছবি
তিথীডোর এর ছবি

গণ্ডারের সর্দার অভিমান নিয়া বলিল আমাদের সুনাম আর নাইরে আবুল...

হো হো হো

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

দুষ্ট বালিকা এর ছবি

পাত্থর সুজন্দা, পাত্থর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

চরম উদাস এর ছবি

খাইছে

দ্রোহী এর ছবি

আবুল লেইছ! আবুল লেইছ!

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

আশফাক আহমেদ এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

-------------------------------------------------

ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

তারেক অণু এর ছবি
স্বাধীন এর ছবি

গুল্লি

অরফিয়াস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি মইরা যামু হাসতে হাসতে

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তাপস শর্মা এর ছবি

কেয়া বাত। জব্বর। গুল্লি

অনার্য সঙ্গীত এর ছবি

শয়তানী হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রু (অতিথি) এর ছবি

নাহ! আপনারা আর শুধরাইলেন না। সুজন্দা আসলেই আপনার জুড়ি নাই।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

লা জওয়াব রে ভাই। যেমন ছবি তেমন ক্যাপশন।

মুস্তাফিজ এর ছবি

এইটা কে চিনিনা।

...........................
Every Picture Tells a Story

ধুসর গোধূলি এর ছবি

এই বেহায়া তো বিশ্ববেহায়াকেও হার মানিয়ে দিবে মনেহচ্ছে! এরে একটা শক্ত সামর্থ্য অ্যাংরি পুং গণ্ডারের সাথে নিকাহ্ করায়ে দিলে কেমন হয়!

ফাহিম হাসান এর ছবি

গুল্লি সুজন দা পুরাই গুল্লি

তিথীডোর এর ছবি

গুল্লি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

গুল্লি

ওডিন এর ছবি

হাহাহাহহা গুল্লি না, একট কামানের ইমো দর্কার দেঁতো হাসি

আর গন্ডার বিলুপ্ত হইবো না ক্যান! যার সাথে ওদের তুলনা করা হইতাছে, বেচারারা মন খারাপ

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

হা হা হা

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

কড়িকাঠুরে এর ছবি

গুল্লি- গুল্লি- গুল্লি... গুল্লি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।