অরণ্যে কমছে শ্বাপদ, বাড়ছে জনপদে
রাষ্ট্রে রাষ্ট্রে খুন, আছে হিংসা প্রতিপদে।
নিজেদের কেউ কখনও পড়লে বিপদে
তেড়ে আসে পশুরাও তার প্রতিরোধে
আসে না মানুষ শুধু বাঁচাতে স্বজাতে!
কাক কোনোদিন খায় না কাকের মাংশ
মানুষেরা মানুষের খায়
গ্রেনেড গুলি, বুকেতে ছুরি, শিরচ্ছেদে
কতো আদমের প্রাণ যায়!
দ্যাখো বিশ্ব চরাচরে মানুষে বিদ্বেষ
বাড়ছে নিষ্ঠুর নৃশংসতা
কাঁদছে নীরবে মানবতা একা ঘরে
নামছে মৃত্যুর শীতলতা।
শেখ জলিল ১৪.১০.২০১১
মন্তব্য
শুধু মধ্যরাতেই ঘন নিদ্রায় আমাদের চেতনার বিকাশ ঘটে।
ডাকঘর | ছবিঘর
প্রথম বাক্যটাই কঠিন
______________________________________
পথই আমার পথের আড়াল
*****
আমাদের চোখের পাশে কাঁদছে নীরব মানবতা
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
যেদিন থেকে প্রকৃতি সাজানোর বুদ্ধি ঢুকলো মানুষের মধ্যে সেই দিন থেকে ..... অস্তিত্বহীন এক ভুতুড়ে সভ্যতার ম্যাপ আঁকা হচ্ছে পৃথিবীর বুকে।
যাদের জংলী বলি তাদেরি উচ্ছ্বেদ করে তৈরী করেছি একের পরে এক মৃত্যুর ডেমো ....
কাঁদছে মানবতা নীরবে ...
নতুন মন্তব্য করুন